কেন মাসির বাড়িতে পোড়া পিঠে দেওয়া হয় জগন্নাথকে?

Last Updated:

কথা রাখতে তাই অষ্টম জন্মে জগন্নাথ মাসিমা মন্দিরে গিয়ে পোড়া পিঠে খান ।

#কলকাতা: রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী জগন্নাথ মন্দির । সারা বিশ্বের দর্শনার্থীরাও জড়ো হতে শুরু করেছেন মন্দির প্রাঙ্গনে । রাত পোহালেই বছরের সবচেয়ে শুভ দিন । রথযাত্রা ।
পুরী রথাযাত্রার মহাপ্রসাদ ছাপ্পান্ন ভোগ যেমন বিখ্যাত, তেমনই ভক্তদের জন্য জনপ্রিয় উল্টোরথের পোড়া পিঠে । মাসিমা মন্দিরে, অর্থাত্ জগন্নাথের মাসির বাড়িতে এই পোড়া পিঠে ভোগ দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে । কেন রয়েছে এই রীতি? জেনে নিন পোড়া পিঠের গল্প ।
রামায়ণে রামকে বনবাসে পাঠানোর কারণে মা কৈকেয়ীকে তিরস্কার করেন ভরত । অনুশোচনা, অপরাধ বোধে কান্নাকাটি শুরু করেন কৈকেয়ী । সেই সময় কৈকেয়ীকে শান্ত করতে রাম কথা দেন পরের জন্মে কৈকেয়ীর বাড়িতে পোড়া পিঠে খাবেন তিনি ।
advertisement
advertisement
বিষ্ণু পুরাণ মনে বিষ্ণুর সপ্তম অবতার রাম, অষ্টম অবতার কৃষ্ণ । কথা রাখতে তাই অষ্টম জন্মে জগন্নাথ মাসিমা মন্দিরে গিয়ে পোড়া পিঠে খান । কৈকেয়ী অষ্টম জন্মে কৃষ্ণের মাসিমা ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেন মাসির বাড়িতে পোড়া পিঠে দেওয়া হয় জগন্নাথকে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement