কেন রথের সময় ৯ দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ ?

Last Updated:

রথ বলতেই চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গোল্লা গোল্লা বড় বড় চোখের সেই অসমাপ্ত মূর্তি, রথের দড়িতে টান, জিলিপি , পাঁপড় ভাজার কথা ৷ তার মধ্যে অবসম্ভাবী হিসাবে থাকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারায় বৃষ্টি ৷

#কলকাতা: রথ বলতেই চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গোল্লা গোল্লা বড় বড় চোখের সেই অসমাপ্ত মূর্তি, রথের দড়িতে টান, জিলিপি , পাঁপড় ভাজার কথা ৷ তার মধ্যে অবসম্ভাবী হিসাবে থাকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারায় বৃষ্টি ৷ আজই রথযাত্রার সমাপ্তি ৷ আজই মাসির বাড়ির ছুটি কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা জগন্নাথদেবের ৷
১৪ জুলাই শনিবার দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি এসেছেন জগন্নাথ ৷ জগন্নাথের মাসি হলে গুন্ডিচা দেবী ৷ যিনি রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ৷ এই ইন্দ্রদ্যুম্নই পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ৷ বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন ৷ তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্রে। এখন এই মন্দিরই পুরীর জগন্নাথধাম ৷ মন্দিরে বিগ্রহ স্থাপন করতে নীলমাধবের খোঁজ শুরু করলেন তিনি ৷ রাজার অনুচর এক ব্রাহ্মণ শবররাজ বিশ্ববসুর ঘরে নীলমাধবের খোঁজ পেলেন ৷ নীলমাধব দৈববাণী করেছিলেন, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ ৷ সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল ৷ কিন্তু অত্যন্ত শক্ত সেই কাঠে কিছুতেই বিগ্রহ খোদাই করা যায় না ৷ শেষ পর্যন্ত শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় ৷ তবে তাঁর একটাই শর্ত ৷ ২১ দিনের আগে কেউ যেন তাঁর কাজ না দেখে ৷ কিন্তু হঠাৎ একদিন ভিতর থেকে বিগ্রহ তৈরির কোনও শব্দ না পেয়ে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী দরজা খুলে দেখেন বিগ্রহ অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে ৷ সেই বৃদ্ধ কারিগরের দেখা নেই ৷jagannathrathyatra-8
advertisement
advertisement
তখন অনুশচনা করতে লাগলেন রাজা-রানি ৷ কিন্তু ভগবান দেখা দিয়ে বললেন, এই সবকিছু আগে থেকেই তৈরি করা ছিল ৷ তিনি এই রূপেই প্রতিষ্ঠিত হতে চান এবং ভক্তের পুজো পেতে চান ৷ সেই সময়ই রানি গুন্ডিচা ভগবানকে সন্তানরূপে গ্রহণ করতে চান ৷ এবং জগন্নাথকে তাঁর বাড়ি যাওয়ার জন্য আবদার করে বসেন ৷ জগন্নাথও প্রতিবছর নয়দিনের জন্য গুন্ডিচা দেবীর বাড়ি যাওয়ার প্রতিশ্রুতি দেন ৷ সেই থেকে প্রতিবছর সোজা রথ থেকে উল্টো রথ এই নয়দিনের জন্য গুন্ডিচা মন্দিরে গমন করেন জগন্নাথ ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেন রথের সময় ৯ দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement