Hug Day 2022: আজ আলিঙ্গন দিবস! প্রিয়জনকে ২০ সেকেন্ড জড়িয়ে ধরলেই ঘটতে পারে এই ম্যাজিক
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Hug your Loved one: আলিঙ্গন মানে সত্যিই ম্যাজিক। আজ সেই দিন, নিজের প্রিয়জনকে জড়িয়ে ধরুন। আপনার নিকটের মানুষটিকে বোঝান ভালোবাসার চেয়ে বড়ো কিছুই নেই, বেঁধে বেঁধে থাকার থেকে মহৎ কিছুই নেই!
#নয়াদিল্লি: ভালোবাসার সপ্তাহ প্রায় শেষের মুখে। তার মধ্যেই আজ, শনিবার আলিঙ্গন দিবস (Hug Day 2022)। প্রেম এবং স্নেহ ব্যক্ত করার একটি তীব্র এবং জরুরি আচরণ। এই বিশেষ নিজেদের প্রিয়জনকে আলিঙ্গন (Hug Day 2022) করে নিজের মনের ভাব প্রকাশ না করলে দিনটিই বৃথা। সঙ্গী যদি কাছে গিয়ে তীব্রভাবে জড়িয়ে ধরে, নিমেষে দিন উজ্জ্বল হয়ে যেতে পারে। সারা দিনের মুখ গুঁজে কাজের ক্লান্তির পরেও আপনার মুখে হাসি ফোটাতে পারে একটি আলিঙ্গন। আলিঙ্গন দিবস (Hug Day 2022) ভ্যালেন্টাইনস সপ্তাহের (Valentine's Week 2022) ষষ্ঠ দিন। ভ্যালেন্টাইনস সপ্তাহের সমস্ত দিনগুলির মধ্যে অনেকের কাছেই আলিঙ্গন দিবস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অপরকে উষ্ণ আলিঙ্গনে বেঁধে ভালোবাসা, স্নেহ প্রকাশের এমন সুযোগ হাতছাড়া করবেন না আজ।
কবে উদযাপিত হয় আলিঙ্গন দিবস?
প্রতিবছরই ১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস (Hug Day 2022) হিসেবে পালিত হয়। এ বছর আজ, শনিবার দিনটি পালিত হচ্ছে।
advertisement
advertisement
আলিঙ্গন দিবসের গুরুত্ব
প্রেমের দিন ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিনের ঠিক দুই দিন আগে এই দিনটি পালিত হয়। সঙ্গীকে আবেগ দিয়ে আলিঙ্গন করা আপনার ভেতরের ভালোবাসার অনুভূতিটিকে কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। কাউকে আলিঙ্গন করলে তা কেবল আমাদের মধ্যে শক্তিই স্থানান্তর ঘটায় না বরং প্রেমিক যুগলের মধ্যে মানসিক নৈকট্যও তৈরি করে। স্বাস্থ্যের জন্যও ভীষণই উপকারী আলিঙ্গন। গবেষণা বলছে, আলিঙ্গন মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে শক্তিশালী করে। স্পর্শের মধ্যেই লুকিয়ে আছে সবটুকু। স্পর্শ হল সবচেয়ে সুন্দর থেরাপি পদ্ধতিগুলির মধ্যে একটি। অন্য যেকোনও ভাবে যোগাযোগ স্থাপনের চেয়ে বেশি তীব্র হল স্পর্শ। ২০ সেকেন্ডের জন্যও যদি কাউকে আলিঙ্গন করেন তাহলে অক্সিটোসিন এবং নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয় যা প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করে।
advertisement
আলিঙ্গন মানে সত্যিই ম্যাজিক। আজ সেই দিন, নিজের প্রিয়জনকে জড়িয়ে ধরুন। আপনার নিকটের মানুষটিকে বোঝান ভালোবাসার চেয়ে বড়ো কিছুই নেই, বেঁধে বেঁধে থাকার থেকে মহৎ কিছুই নেই!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 7:52 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hug Day 2022: আজ আলিঙ্গন দিবস! প্রিয়জনকে ২০ সেকেন্ড জড়িয়ে ধরলেই ঘটতে পারে এই ম্যাজিক