Howrah Weekend Destination: গ্রাম জুড়ে বাগিচা...পৌষালী বাতাসে মাথা দোলাচ্ছে নানা রঙের গোলাপ...ঘরের কাছেই গোলাপগ্রামে আসুন ছোট্ট অবসরে
- Reported by:RAKESH MAITY
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Howrah Weekend Destination: গোলাপের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ হাজির হচ্ছেন। গ্রামের মধ্য দিয়ে সরু মাঝারি রাস্তা। সেই রাস্তার ধারে জমিতে ফুটে রয়েছে নানা রঙের গোলাপ। এই দৃশ্য মনে অন্য অনুভূতি যোগায়।
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়ার গোলাপগ্রাম! প্রতি বছর গোলাপের মরশুমে জেলা ও জেলার বাইরে থেকে গোলাপপ্রেমী মানুষকে আকৃষ্ট করে হাওড়ার এই গ্রাম। বিভিন্ন রকমের গোলাপ ফুটে রয়েছে বাগানে বাগানে। গ্রাম জুড়ে চাষের ক্ষেতে ফুটে রয়েছে রঙিন গোলাপ। আর এই গোলাপের টানেই গোলাপগ্রামে হাজির হচ্ছে মানুষ। গত কয়েক বছরে শীত পড়লেই মানুষ ভিড় জমাচ্ছেন গোলাপগ্রামে। আরও বেশি করে এই গোলাপ গ্রামকে পরিচিতি দিয়েছে শরৎচন্দ্র স্মৃতি বিজড়িত পানিত্রাস।
প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারি থেকে টানা কয়েক মাস বিরামপুর গ্রামের উর্বর জমিতে গোলাপের বাগিচায় ফুটে ওঠে রঙিন গোলাপ। সেই গোলাপের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ হাজির হচ্ছেন। গ্রামের মধ্য দিয়ে সরু মাঝারি রাস্তা। সেই রাস্তার ধারে জমিতে ফুটে রয়েছে নানা রঙের গোলাপ। এই দৃশ্য মনে অন্য অনুভূতি যোগায়। শীতের দিনে হিমেল হাওয়ায় মাথা দোলাচ্ছে গোলাপ। সেই বাগান চাক্ষুষ করতেই মানুষ দলে দলে হাজির হচ্ছেন এখানে। মানুষের উপস্থিতি কেন্দ্র করে গোলাপের চাহিদাও বাড়ছে, সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বাগান থেকেই গোলাপ বিক্রি হচ্ছে যা কৃষকদের লাভের মুখ দেখাচ্ছে। যদিও এবার সেভাবে এখনও এর থেকে সেভাবে গোলাপ বিক্রি শুরু হয়নি জানাচ্ছেন একাংশের বাগান মালিক।
advertisement
আরও পড়ুন : হলুদ, আদার সঙ্গে ‘বিশেষ’ চায়ের তুমুল কামাল…কনকনে শীতেও ভোগাবে না হাঁটুর ব্যথা! কোমর হবে পেটানো লোহার মতো পোক্ত!
এখানকার অধিকাংশ কৃষি জমিতে বিভিন্ন ফুলের চাষ ও নার্সারি গড়ে উঠছে। সেই সমস্ত জমিতে উৎপাদিত গাছ ও ফুল জেলার বিভিন্ন প্রান্ত ভিন জেলা ভিন্ন রাজ্য এমনকি বিদেশে পৌঁছে যাচ্ছে । এক সময় এখানে সবজি ধান ও পানের চাষ হলেও ধীরে ধীরে মানুষ ফুল চাষের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে। আর বর্তমানে মানুষ গোলাপ চাষের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে।
advertisement
advertisement
পুরুষ মহিলা উভয়ে গোলাপ ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে ফুল ফোটাচ্ছেন বাগানে। ফুল ফোটানোর পাশাপাশি চারা গাছ তৈরি হয় এখানে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Jan 05, 2026 8:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Howrah Weekend Destination: গ্রাম জুড়ে বাগিচা...পৌষালী বাতাসে মাথা দোলাচ্ছে নানা রঙের গোলাপ...ঘরের কাছেই গোলাপগ্রামে আসুন ছোট্ট অবসরে









