Howrah News: গোলাপ-টিউলিপ-সূর্যমুখী, কোনটা চাই? নষ্ট হওয়ার ভয় নেই, সন্ধে হলেই ভিড় জমছে মমতাজের দোকানে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Howrah News: মমতাজের হাতে তৈরি উল দিয়ে তৈরি গোলাপ টিউলিপ সূর্যমুখীর মতো বিভিন্ন ফুল, উলুবেড়িয়া বইমেলায় এবারের আকর্ষণ।
advertisement
উলকাঠি দিয়ে তৈরি উলের পোশাক বর্তমান সময়ে প্রায় অচল। এক সময় মা ঠাকুমারা হাতে তৈরি উলের পোশাক ছিল শীত কাটানোর একমাত্র পোশাক। শীতের কয়েক মাস আগে থেকে বা সারা বছর ধরে উলের পোশাক তৈরি করতেন, সেই সব পোশাক টুপি সোয়েটার পোশাক শীতের দিন গুলিতে ব্যবহার করত পরিবারের সদস্যরা। কিন্তু বর্তমানে উলের তৈরি পোশাক ব্যবহার এখন অতীত। এখন বাজার কাপাচ্ছে উলের ফুল।
advertisement
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে মমতাজ শেখ জানান, আগে উলের পোশাক তৈরি করতেন, গত কয়েক বছর উলের ফুল, শোপিস, মাথার ক্লিপ সব মিলিয়ে প্রায় একশত অধিক রকমের জিনিস তৈরি করছেন তিনি। প্রত্যেকটি জিনিসের দারুণ চাহিদা। স্থানীয় এলাকা, কলকাতা হস্ত শিল্প মেলা এবং হাওড়ার উলুবেড়িয়া বই মেলাতেও দারুণ চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এই জিনিস। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)







