Walking Tips: ‘লক্ষ্যমাত্রা পূরণ করলেই হল না…’ রোজ ১০ হাজার পা হাঁটলেই কি ফিট থাকা যাবে? অফিসকর্মীদের জন্য চিকিৎসকের কঠোর সতর্কবার্তা 

Last Updated:

Fitness Walking Tips: ফিটনেস ওয়াচ, অনলাইন চ্যালেঞ্জ ও বিভিন্ন ট্রেন্ডের কারণে ১০ হাজার স্টেপ এখন বহু মানুষের দৈনিক টার্গেট। কিন্তু ভাস্কুলার সার্জন ড. সুমিত কপাডিয়া জানাচ্ছেন— এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

‘লক্ষ্যমাত্রা পূরণ করলেই হল না…’ রোজ ১০ হাজার পা হাঁটলেই কি ফিট থাকা যাবে? অফিসকর্মীদের জন্য ডাক্তারর কঠোর সতর্কবার্তা 
‘লক্ষ্যমাত্রা পূরণ করলেই হল না…’ রোজ ১০ হাজার পা হাঁটলেই কি ফিট থাকা যাবে? অফিসকর্মীদের জন্য ডাক্তারর কঠোর সতর্কবার্তা 
ফিটনেস বজায় রাখা নিয়ে আজকাল অনেকেই সচেতন। কেউ কেউ মনে করেন প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পদক্ষেপ পূর্ণ করতে পারলেই তাঁরা সুস্থ জীবনযাপন করছেন। ফিটনেস ওয়াচ, অনলাইন চ্যালেঞ্জ ও বিভিন্ন ট্রেন্ডের কারণে ১০ হাজার পা হাঁটা এখন বহু মানুষের দৈনিক টার্গেট। কিন্তু ভাস্কুলার সার্জন ড. সুমিত কপাডিয়া জানাচ্ছেন— এই ধারণা পুরোপুরি সঠিক নয়।
‘সারাদিন বসে থাকলে শিরায় চাপ বেড়ে যায়’
ড. কপাডিয়ার ব্যাখ্যা, কেউ যদি সকাল থেকে রাত পর্যন্ত ডেস্কে বসে থাকেন এবং সন্ধ্যায় গিয়ে ১০ হাজার পা হাঁটেন— তবুও সারাদিনের বসে থাকা শরীরের শিরা-উপশিরায় চাপ তৈরি করে। রক্ত চলাচল কমে যায়, ফুলে ওঠার ধারাও শুরু হয়, এমনকি রক্তজমাট বাঁধার সম্ভাবনাও বাড়ে।
তাঁর মতে, একজন মানুষ কতটা হাঁটলেন, তার চেয়ে বেশি জরুরি— কত ঘন ঘন শরীর নড়াচড়া করলেন। প্রতি ঘণ্টায় অল্প বিরতি নেওয়া, দু’-এক মিনিট হাঁটা এবং হালকা স্ট্রেচ শিরার স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকর।
advertisement
advertisement
advertisement
১০ হাজার স্টেপের ধারণা কেন ভুল
ইনস্টাগ্রামে ড. কপাডিয়া লেখেন—
“আপনার ১০ হাজার স্টেপ, টানা ১০ ঘণ্টা বসে থাকার ক্ষতি পূরণ করতে পারে না। সন্ধ্যায় স্টেপ গোল পূরণ করলেও, যদি ৯টা থেকে ৭টা পর্যন্ত ডেস্কে বসে থাকেন, শিরার ক্ষতি আগেই হয়ে গেছে। কারণ রক্তসঞ্চালন নির্ভর করে কতটা হাঁটলেন তার ওপর নয়— নির্ভর করে কতবার নড়লেন তার ওপর।”
advertisement
তিনি আরও বলেন—
“৪৫–৬০ মিনিট পর পর উঠে দাঁড়ান। স্ট্রেচ করুন। ২ মিনিট হাঁটুন। কাফ মাসল নাড়ান— ওটাই আপনার ‘পারিফেরাল হার্ট’। ছোট ছোট বিরতি, বড় পরিবর্তন। শিরার প্রয়োজন দৌড় নয়— প্রয়োজন নড়াচড়া।”
‘স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন, দেরি হওয়ার আগেই’ — প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়
এক ব্যবহারকারী মজা করে লেখেন— “কগনাইজেন্ট, উইপ্রো, ইনফোসিস— সব কোম্পানিই এখন আপনাকে ঘৃণা করবে!”
advertisement
আরেকজন মন্তব্য করেন— “জিমে গিয়ে সপ্তাহে দু’দিন স্কোয়াট শুরু করুন।”
একজন জানান—
“স্ট্যান্ডিং ডেস্ক নেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত। দাঁড়িয়ে থেকেও শরীর নড়াতে পারি।”
এক ব্যবহারকারী লেখেন—
“১০–১১ ঘণ্টা বসে থাকতাম। নিতম্ব ও পিঠে ভয়ানক ব্যথা হত। হাঁটতে-দাঁড়াতে কষ্ট হত। চাকরি ছেড়ে দিয়েছি। দেরি হওয়ার আগে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন।”
আরেকজন বলেন—
advertisement
“আমি স্ট্রেংথ ট্রেনিং-এর দিনে ১৫ হাজার এবং কার্ডিও দিনে ২০ হাজার স্টেপ টার্গেট করেছি। সারাদিন নড়াচড়া না করলে এটা সম্ভব নয়। ফিটনেস ব্যান্ডও খুব সাহায্য করে। প্রতি ৪৫–৬০ মিনিটে ৫০০ স্টেপ হাঁটার মতো ছোট ছোট রাউন্ড বানিয়ে নিলে খুব সুবিধা হয়।”
একজন মন্তব্য করেন—
“লম্বা সময় বসে থাকা রক্তসঞ্চালনে সমস্যা করে— এটা ঠিক। তবে ‘শিরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়’— এমন দাবি অতিরঞ্জিত। সন্ধ্যার হাঁটাও কাজে লাগে, আর একদিন বসে থাকা স্থায়ী ক্ষতি করে না।”
advertisement
১৮ বছর ধরে চর্চায় ড. কপাডিয়া
ড. সুমিত কপাডিয়া ১৮ বছর ধরে চিকিৎসা ক্ষেত্রে কাজ করছেন এবং এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Walking Tips: ‘লক্ষ্যমাত্রা পূরণ করলেই হল না…’ রোজ ১০ হাজার পা হাঁটলেই কি ফিট থাকা যাবে? অফিসকর্মীদের জন্য চিকিৎসকের কঠোর সতর্কবার্তা 
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement