Jackfruit Seeds Pakora: কাঁঠাল শুনেই নাক সিটকান? ফেলে দেওয়া বীজ দিয়ে বানান এই লোভনীয় পকোড়া, একবার খেলেই বারবার চাইবেন
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Jackfruit Seeds Pakora: কাঁঠাল দানার পকোড়া! শুনে হয়ত অনেকেই নাক সিটকে উঠবেন, তবে এই পকোড়া একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করবে তা বলা যেতেই পারে।
হাওড়া: কাঁঠাল দানার পকোড়া! শুনে হয়ত অনেকেই নাক সিটকে উঠবেন। তবে এই পকোড়া একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করবে তা বলা যেতেই পারে। বেশ মুখোরচক।
পেঁয়াজ আর মশলার গন্ধ মাখা গন্ধে গরম এই পকোড়া বদলে দেবে বর্ষার দিনের বিকেল বা সন্ধ্যার আড্ডা। আবার মুখরোচক জলখাবারেও কাঁঠাল দানার এই রেসিপি দারুন জনপ্রিয়তা পেতে পারে। অল্প পেঁয়াজ-মশলা দিয়ে তৈরি এই পকোড়াতেই মন মজবে পরিবারের ছোট-বড় সকল সদস্যের।
advertisement
advertisement
পাকা কাঁঠাল খেয়ে তার দানা তরকারিতে ব্যবহার করেন অনেকে। আবার বেশিরভাগ সময় পড়ে থেকে নষ্ট হয় অধিকাংশ বাড়িতে। যদি এই রেসিপি একবার চেষ্টা করে দেখেন। তাহলে হয়ত পাকা কাঁঠালের থেকেও বেশি কদর হবে কাঁঠাল দানার। বিশেষ করে যারা খাবারের নতুনত্ব খোঁজেন তাদের জন্য ভীষণ আকর্ষণীয় হতে পারে এই পকোড়া। কাঁঠাল দানার এই পকোড়া তৈরিতে প্রয়োজন খুব সামান্য উপকরণ। এক বাটি কাঁঠাল দানা, কয়েকটা শুকনো লঙ্কা, ২-৩ টি পেঁয়াজ, রসুন, মৌরি, জিরে, কারিপাতা, গোলমরিচ এবং পরিমাণ মত লবণ।
advertisement
প্রথমে ভাল করে কাঁঠাল দানা পরিষ্কার করে শক্ত খোসা ছড়িয়ে নিন। ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিন। অন্যদিকে মিক্সার মেশিনে রসুন, অল্প জিরে, মৌরি সমস্ত মশলা ও ভেজানো কাঁঠাল বেটে নিন। বাটা হলে, পেঁয়াজ কুচি এবং কেটে নেওয়া কারিপাতা এবং পরিমাণ মত লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এতে অল্প পরিমাণ অ্যারারুট দেওয়া যেতে পারে। তাতে ভাজার সময় পকোড়া ফেটে বা ভেঙে যাবার সম্ভাবনা কম। এবার পাতলা পাতলা করে ছাঁকা তেলে লাল করে ভেজে পরিবেশন করুন।
advertisement
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2024 5:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jackfruit Seeds Pakora: কাঁঠাল শুনেই নাক সিটকান? ফেলে দেওয়া বীজ দিয়ে বানান এই লোভনীয় পকোড়া, একবার খেলেই বারবার চাইবেন







