হোম /খবর /লাইফস্টাইল /
কথায় কথায় রেগে যান, এটা কোনও জটিল রোগের লক্ষণ নয় তো, বুঝবেন কীভাবে?

Anger Management: কথায় কথায় রেগে যান, এটা কোনও জটিল রোগের লক্ষণ নয় তো, বুঝবেন কীভাবে?

কথায় কথায় রেগে যান, এটা কোনও জটিল রোগের লক্ষণ নয় তো, বুঝবেন কীভাবে?

কথায় কথায় রেগে যান, এটা কোনও জটিল রোগের লক্ষণ নয় তো, বুঝবেন কীভাবে?

Anger Management: অতিরিক্ত রাগের ফলেই শরীরে বাসা বাধছে নানা জটিল রোগের, যা থেকেই হতে পারে মৃত্যু।

  • Share this:

রাগ নেই এমন মানুষের সংখ্যাটা নেহাতই হাতে গোনা।অনেকেই আছেন যারা সামান্য বিষয় নিয়ে একটুতেই রেগে যান। সহজ জিনিসটাকে সহজভাবে গ্রহণ করতে পারেন না। আর তখনই আসে নানান সমস্যা। রাগের ফলে নিজের অজান্তেই ক্ষয়ক্ষতি করে ফেলছেন শরীরের। গবেষণা বলছে, অতিরিক্ত রাগের ফলেই শরীরে বাসা বাধছে নানা জটিল রোগের, যা থেকেই হতে পারে মৃত্যু।

রেগে গেলে কারোরই মাথার ঠিক থাকে না। কিন্তু অনেকেই আছেন রাগ চেপে রাখেন। কিন্তু রাগ চেপে রাখা শরীরের জন্য মারাত্মক ক্ষতি, যা কিনা আপনার অজান্তেই ডেকে আনে বড় বিপদ।অতিরিক্ত রাগ শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে মানসিক চাপ থেকেই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, বুকে ব্যথার মতো জটিল রোগের সৃষ্টি হয়। অতিরিক্ত রাগের ফলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়। পাশাপাশি উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, বুকে ব্যথার মতো সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন-মাইক্রোওয়েভে এই খাবারগুলি গরম করে খাওয়া বিষের সমান, শরীরের ‘সর্বনাশ’ ভুলেও করবেন না

আরও পড়ুনগপগপ করে সস্তার কলা খেয়েই এই কাজ করছেন, নিজের কতটা ক্ষতি করছেন জানেন, শুনলে পস্তাবেন

যারা অল্পেতেই রেগে যায় তাদের যে কোন সময়ে স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি কিডনির রোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ে।যারা আচমকা রেগে যান তাদের মস্তিষ্কের উপর প্রচন্ড চাপ পড়ে, যার ফলে মস্তিষ্কের রক্তনালিগুলি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং সেখান থেকেও স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত রাগের ফলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়, যার ফলে হৃদপিন্ড ক্ষতিগ্রস্থ হয়। ঘন ঘন রেগে গেলে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে।একটুতেই রেগে গেলে মানুষ ধীরে ধীরে ডিপ্রেশন ও বিষন্নতার দিকে চলে যায়। যার ফলে একাকীত্ব খুব তাড়াতাড়ি গ্রাস করে। এছাড়াও শরীরে আরও নানা সমস্যা দেখা যায়।

Published by:Riya Das
First published:

Tags: Anger, Healthtips