How Many Eggs are Safe Daily: কেউ যদি একদিনে ১২টি ডিম খেয়ে ফেলে, তবে শরীরে কী ঘটবে? এটা কি করা উচিত? জানুন প্রকৃত সত্য...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
How Many Eggs are Safe Daily: একদিনে ১২টি ডিম খেলে শরীরে কী ঘটে জানেন? এমনটা একদমই করা উচিত নয়। এতে হঠাৎ করে কোলেস্টেরল বেড়ে গিয়ে হার্ট ও কিডনিতে বিপদ তৈরি হয়, হজমেও সমস্যা দেখা দিতে পারে।
How Many Eggs are Safe Daily: ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। একটি মাত্র ডিমেই প্রায় সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এতে থাকে প্রচুর প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, এবং নানা ধরনের খনিজ ও অ্যামিনো অ্যাসিড। কিন্তু এর মানে এই নয় যে, আপনি ইচ্ছেমতো অনেকগুলো ডিম খেতে পারেন। যদি কেউ একদিনে এক ডজন ডিম খায়, তবে শরীরে কী ঘটতে পারে?
হার্ট ও কিডনির ক্ষতি হতে পারে: ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান প্রতীক্ষা কদম জানান, একদিনে ১২টি ডিম খাওয়া একদমই ঠিক নয়। তিনি বলেন, একটি ডিমে প্রায় ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তাই একসঙ্গে ১২টি ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যায়, যা সরাসরি হার্টের উপর প্রভাব ফেলে।
advertisement
advertisement
যাঁদের আগে থেকেই হার্টের সমস্যা আছে, তাঁদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। যদি কেউ ডিম তেলে ভেজে খান বা বাটার দিয়ে খান, তবে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ আরও বেড়ে যায়। এতে কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
advertisement
পেটের অবস্থা খারাপ হয়ে যাবে: প্রতীক্ষা জানান, একদিনে ১২টি ডিম খাওয়ার তাত্ক্ষণিক প্রতিক্রিয়া হবে—পেট একেবারে খারাপ হয়ে যাবে। পেট ফুলে যাবে এবং হজমে সমস্যা হবে। একসঙ্গে এত ডিম খেলে অন্য খাবার খাওয়ার জায়গা থাকেনা, ফলে অন্যান্য পুষ্টির অভাব দেখা দেয়।
advertisement
রোজ ১২টি ডিম? বিপদ ডেকে আনার সমান: যদি আপনি প্রতিদিন এক ডজন ডিম খান, তাহলে শরীরে নানা সমস্যা দেখা দেবে। অতিরিক্ত কোলেস্টেরলের কারণে হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের ঝুঁকি বেড়ে যাবে। তাই এমন ভুল কখনো করবেন না। বিশেষজ্ঞরা বলেন, দিনে ২ থেকে ৩টি ডিম খাওয়া ঠিক আছে, তার বেশি নয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 7:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
How Many Eggs are Safe Daily: কেউ যদি একদিনে ১২টি ডিম খেয়ে ফেলে, তবে শরীরে কী ঘটবে? এটা কি করা উচিত? জানুন প্রকৃত সত্য...