Bangla News|| আপনার সন্তান কি যৌন নিগ্রহের শিকার হচ্ছে? গল্প বলে খেলার ছলেই জানুন মনের কথা...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Child Abuse: আপনার সন্তান নিরাপদ তো? বুঝবেন কী ভাবে? মনোবিদদের পরামর্শ, শিশু যদি ঠিক করে না খায়, না ঘুমোয়, খিটখিট করে আর আতঙ্কে থাকে, তা হলে বুঝতে হবে কোথাও গণ্ডগোল হচ্ছে৷ দেরি না-করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করুন৷
#কলকাতা: সকলেই চান, তাঁর সন্তান যেন দুধে-ভাতে থাকে! আসলে কেউই চান না যে, তাঁর সন্তানকে সমাজের নোংরামোর সম্মুখীন হোক৷ কিন্তু হায় আমাদের সমাজ! শিশু (Child) দেহও লালসার শিকার হয়৷ যার ক্ষত প্রায় তাদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়৷ রিপোর্ট বলে, বেশির ভাগ ক্ষেত্রেই শিশুরা পরিবারের কারওর হাতেই নিগৃহীত (Abuse) হয়৷ আপনার সন্তান নিরাপদ তো? বুঝবেন কী ভাবে? মনোবিদদের পরামর্শ, শিশু যদি ঠিক করে না খায়, না ঘুমোয়, খিটখিট করে আর আতঙ্কে থাকে, তা হলে বুঝতে হবে কোথাও গণ্ডগোল হচ্ছে৷ দেরি না-করে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করুন৷
নিজের সন্তানকে কী ভাবে যৌন নিগ্রহের বিষয়ে সচেতন করা যায়?
শিক্ষা আর জ্ঞানের মাধ্যমে আসে সচেতনতা৷ তাই বিশেষজ্ঞদের মতে, শিশুকে গোপনাঙ্গ সম্পর্কে বোঝাতে হবে এবং যৌন নিগ্রহ কী- সেই বিষয়েও সচেতন করতে হবে৷ কিন্তু কী ভাবে? মনোবিদদের পরামর্শ, পুতুল অথবা বিভিন্ন কার্টুন চরিত্রদের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে সন্তানের পরিচয় ঘটাতে হবে৷ যে হেতু, শিশুরা ‘নিগ্রহ’-এর মতো ভারী শব্দ বুঝবে না, তাই বলে দিতে হবে যে, তাদের শরীরের কোন কোন অংশে অন্য কারওর হাত দেওয়ার অধিকার নেই৷ শুধু তা-ই নয়, শিশুদের ‘ভাল স্পর্শ’ আর ‘খারাপ স্পর্শ’-এর ব্যাপারেও বুঝিয়ে দিতে হবে৷ আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে৷ সেটা হল- খুবই সরল ভাবে ‘অনুমতি’-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়েও শিশুদের সচেতন করা উচিত৷
advertisement
advertisement
আরও পড়ুন: বডি ওয়াশ নাকি সাবান? ত্বকের যত্নে কোনটা সব দিক থেকে ভাল? জেনে নিন...
সন্তানের সঙ্গে বন্ধুত্ব:
প্রত্যেক মা-বাবার উচিত সন্তানকে যথেষ্ট সময় দেওয়া এবং তাদের সঙ্গে গল্প করা৷ অনেক সময় গল্পোচ্ছলেই সন্তানদের সচেতনতার পাঠ দেওয়া যায়৷ মনোবিদদের পরামর্শ, যদি শিশুকে অত্যন্ত বিব্রত দেখায়, তা হলে তার সঙ্গে কথা বলা উচিত এবং সে যা বলছে, সেটা মন দিয়ে শুনতে হবে৷ মা-বাবা ও সন্তানের মধ্যে যেন একটা বিশ্বাসের বন্ধন থাকে, যাতে অভিভাবকের কাছে থাকলে সন্তান নিজেকে নিরাপদ বলে মনে করে৷ অভিভাবককেও সহনশীল হতে হবে৷
advertisement
আরও পড়ুন: পুজোর আগে পার্লারে যেতে হবে না, ঘরোয়া উপকরণে মাস্ক বানিয়ে হেয়ার স্ট্রেটনিং করুন নিজেই...
দোষারোপ নয়:
বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের যৌন নিগ্রহের ঘটনায় আসল দোষীদের দোষারোপ না করে আক্রান্তদেরই দোষারোপ করা হয়৷ এটা একেবারেই উচিত নয়৷ মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, এমন হলে শিশুরা আতঙ্ক আর লজ্জায় নিজেদের গুটিয়ে নেয়৷ শুধু তা-ই নয়, শিশুদের জীবনে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে৷ ফলে মানসিক রোগের শিকার হয় নিগৃহীতরা৷
advertisement
মনোরোগ বিশেষজ্ঞরা একটি তালিকা বানিয়েছেন, যেখানে কী কী করণীয় এবং কী কী না করা উচিত সেই বিষয়ে আলোচনা করেছেন৷ জেনে নিন, কী করা উচিত আর কোনটা করা উচিত না৷
আরও পড়ুন: দাম্পত্যে সঙ্গমে অনিচ্ছা? যৌনতায় টান কমেছে? দীর্ঘ সমস্যা মিটবে সহজ 'এই' টোটকায়...
*শিশুকে দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে৷
advertisement
*ওরা যখন কোনও কিছু বলবে, তখন বাধা দেওয়া উচিত নয়৷
*শিশুকে বলার জন্য জোর করা অনুচিত৷
*যা হয়েছে, ভুলে যাও - এই ধরনের কথা শিশুকে বলা ঠিক নয়৷
*সন্তানকে শুধুই প্রশ্ন করা (যেমন- এটা কেন, সেটা কেন) থেকে বিরত থাকতে হবে৷
*সন্তান যা বলছে, তা ভাল করে মন দিয়ে শুনতে হবে৷ মাঝখানে আটকালে চলবে না৷
advertisement
*শিশুদের সঙ্গে সহানুভূতিশীল হতে হবে৷
*শিশুরা যখন কথা বলবে, তখন কোনও রকম বিরক্তি প্রকাশ করা উচিত নয়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 12:13 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla News|| আপনার সন্তান কি যৌন নিগ্রহের শিকার হচ্ছে? গল্প বলে খেলার ছলেই জানুন মনের কথা...