Homemade Rat Repellent: বিষ নয়, ঘরেই বানান ইঁদুর তাড়ানোর বিস্কুট—নিরাপদে দূর হবে সমস্যা! কীভাবে বানাবেন জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Homemade Rat Repellent: ইঁদুর তাড়াতে বাজারের বিষ নয়, ব্যবহার করুন ঘরোয়া বিস্কুট। বোরিক পাউডার, ময়দা, চিনি ও দুধ দিয়ে বানানো এই বিস্কুট ইঁদুর তাড়াতে কার্যকর ও নিরাপদ। এটি শিশু ও পোষ্যের জন্যও কোনো ঝুঁকি তৈরি করে না...
Homemade Rat Repellent: বোরিক পাউডার, ময়দা, চিনি এবং দুধ দিয়ে তৈরি বিস্কুট ইঁদুর তাড়ানোর একটি নিরাপদ পদ্ধতি। এতে কোনো বিষ প্রয়োগ করতে হয় না এবং এটি শিশু ও পোষ্যদের জন্যও সম্পূর্ণ নিরাপদ। এই বিস্কুট ঘরের বিভিন্ন কোণে রাখলে ইঁদুর পালিয়ে যায়।
ইঁদুর শুধু ঘরে নোংরা করে না, বরং তারা স্বাস্থ্যের জন্যও ঝুঁকির কারণ হয়। বৃষ্টির মৌসুমে তো তাদের উপদ্রব আরও বেড়ে যায়। বাজারে পাওয়া ইঁদুর মারার বিষ বা রাসায়নিক প্রায়ই বিপজ্জনক হতে পারে, যা শিশু ও পোষ্যদের জন্যও ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতিতে ঘরোয়া উপায় বেশি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হতে পারে। এর জন্য আপনি বাড়িতেই এমন একটি বিস্কুট তৈরি করতে পারেন, যা ইঁদুরদের বিষ ছাড়াই দূরে তাড়াতে সক্ষম।
advertisement
advertisement
এই ঘরোয়া উপায় তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। বোরিক পাউডার, ময়দা, চিনি এবং দুধ দিয়ে আপনি এটি বানাতে পারবেন। প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে অল্প বোরিক পাউডার মেশান। এরপর দুধ দিয়ে মিশ্রণটি মাখুন যেন এটি আটার মতো হয়ে যায়। চিনি মেশালে এটি মিষ্টি হয়, যা ইঁদুরদের আকর্ষণ করে। এবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বিস্কুট তৈরি করে কিছুক্ষণ শুকাতে দিন। যখন এই বিস্কুট ভালোভাবে শুকিয়ে যাবে, তখন সেগুলো ঘরের সেই কোণাগুলোতে রাখুন যেখানে প্রায়ই ইঁদুর দেখা যায়।
advertisement
বোরিক পাউডার ইঁদুরের শরীরে প্রবেশ করে তাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে তারা অল্প সময়ের মধ্যে ওই জায়গা থেকে পালিয়ে যায় অথবা মারা যায়। এই পদ্ধতিটি তখনই সবচেয়ে উপকারী হয়, যখন ইঁদুরের সংখ্যা অনেক বেশি হয় এবং তারা বারবার রান্নাঘর, স্টোর রুম বা অন্যান্য জায়গায় দেখা দেয়। ইঁদুর তাড়াতে এই বিস্কুট সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যাতে শিশু বা পোষ্যরা এগুলোর নাগালে না আসে।
advertisement
এই পদ্ধতির সবচেয়ে ভালো দিক হলো, এতে কোনো প্রকার তীব্র রাসায়নিক বা ক্ষতিকর বিষ ব্যবহার করা হয় না, যার ফলে ঘরের পরিবেশে কোনো খারাপ প্রভাব পড়ে না। এই বিস্কুট সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এবং এর সাহায্যে আপনি ঘরকে ইঁদুরমুক্ত রাখতে পারবেন। এছাড়াও এটি সাশ্রয়ী, কার্যকর এবং পরিবেশবান্ধব একটি উপায়। এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করে আপনি ইঁদুরের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন। যদি আপনি বারবার ইঁদুরের উপদ্রবে বিরক্ত হন, তবে এই ইঁদুর তাড়ানোর বিস্কুট একবার অবশ্যই ব্যবহার করে দেখুন। এতে শুধু ইঁদুর পালিয়ে যাবে না, ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতাও বজায় থাকবে এবং কোনো ক্ষতিও হবে না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 8:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Homemade Rat Repellent: বিষ নয়, ঘরেই বানান ইঁদুর তাড়ানোর বিস্কুট—নিরাপদে দূর হবে সমস্যা! কীভাবে বানাবেন জানুন...