Remedies to remove stains : শাড়িতে সিঁদুর এবং মেক আপের দাগ লেগে গিয়েছে? তোলার জন্য রইল ঘরোয়া উপায়

Last Updated:

Removing make up and sindoor stains: পুজোর সাজে শাড়িতে বা পোশাকে লেগে গিয়েছে সিঁদুর ও মেক আপের দাগ? তোলার জন্য রইল ঘরোয়া টোটকা

দুর্গাপুজোর অন্যতম অঙ্গ হল সিঁদুরখেলা ৷ শারদোৎসবের (DurgaPuja 2021) এই পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন মহিলারা ৷ বিজয়া দশমীতে (Vijaya Dashami) সিঁদুরখেলার পর শাড়িতে অবধারিতভাবে লেগে যায় সিঁদুরের দাগ ৷ শাড়িতে সিঁদুরের দাগ (Sindoor Stains) কিছু ক্ষণ থাকলে বড়সড় কোনও ক্ষতি হয় না ঠিকই ৷ কিন্তু ঠিকমতো পরিষ্কার না করলে কিন্তু সিঁদুরের দাগ তুলতে সমস্যা হবে ৷ তাই বেশি দেরি না করাই ভাল ৷
সাধারণ সাবানেই সিঁদুরের দাগ উঠে যাওয়ার কথা ৷ যদি না হয়, সেক্ষেত্রে উষ্ণ জলে সাদা ভিনিগার মিশিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন ৷ তবে লিনেন বা সুতির কাপড়ের ক্ষেত্রে সাদা ভিনিগার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন ৷ তবে কাপড় থেকে সিঁদুরের দাগ তুলতে দেরি হলে অনেক সময় ভিনিগারে সে দাগ উঠতে নাও পারে ৷ সেক্ষেত্রে ব্যবহার করুন রাবিং অ্যালকোহল ৷ আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, তার প্রধান উপকরণ রাবিং অ্যালকোহল ৷
advertisement
আরও পড়ুন : ত্বকে একবিন্দু মেক আপ রয়ে গেলেও ঘোর বিপদ, রিমুভার হিসেবে এই ঘরোয়া উপকরণগুলি অব্যর্থ
যেখানে যেখানে দাগ রয়েছে, সেখানে সামান্য পরিমাণে রাবিং অ্যালকোহল দিন ৷ আলতো হাতে ঘষে তার পর জল দিয়ে খুব ভাল করে ধুয়ে ফেলুন ৷ তবে মনে রাখবেন, যে উপকরণই ব্যবহার করুন না কেন, শেষে ঠান্ডা জলে ভাল করে ধুয়ে ফেলতে ভুলবেন না ৷ শাড়িতে প্রসাধনী লেগে গেলে সঙ্গে সঙ্গে মেক আপ ওয়াইপ দিয়ে মুছে ফেলুন ৷ পরে রাবিং অ্যালকোহল দিয়ে পরিষ্কার করুন ৷
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোর ভুরিভোজে বেড়েছে ওজন? সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই খাবারগুলিতে
শেভিং ক্রিম দিয়েও মেক আপের দাগ (Make Up Stains) শাড়ি বা যে কোনও কাপড় থেকে তুলে ফেলা যায় ৷ দাগের উপর শেভিং ক্রিম লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ৷ তার পর ঠান্ডা জলে ধুয়ে নিন ৷ শাড়ি থেকে মেক আপের দাগ তুলে ব্যবহার করতে পারেন অ্যালকোহল হেয়ার স্প্রে-ও ৷ হাতের কাছে কিছু না পেলে মেক আপের দাগের উপর ঘষুন বরফের টুকরো ৷ এই ঘরোয়া টোটকাগুলি সঙ্গে সঙ্গে ব্যবহার করলে কাপড়ে মেকআপের দাগ কড়া হয়ে বসতে পারবে না ৷ তবে পরে ধুয়ে নিতে হবে ডিটারজেন্ট এবং জলেই ৷ সব সময় ভাল ব্র্যান্ডের মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন ৷ যদি সেই কাপড় বাড়িতে ধোওয়ার উপযুক্ত না হয়, তাহলে বিধি মেনে পাঠাতে হবে লন্ড্রিতেই ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Remedies to remove stains : শাড়িতে সিঁদুর এবং মেক আপের দাগ লেগে গিয়েছে? তোলার জন্য রইল ঘরোয়া উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement