Historical Trip: চারিদিকে ফাঁকা, গা ছমছমে জমিদার বাড়ি, মন্দির, রাসমঞ্চ! ঘুরে দেখুন একদিনে, রইল ঠিকানা

Last Updated:

Historical Trip: পাথরাতে এসে বিভিন্ন শিল্পশৈলীতে নির্মিত একাধিক মন্দির হয়ত দেখেছেন অনেকবার, তবে অনতি দূরে থাকা জমিদার বাড়ি, তাদের তৈরি বিশেষ কয়েকটি মন্দির, রাস মঞ্চ দেখলে আপনি অবাক হবেন।

+
জমিদার

জমিদার বাড়ির ধ্বংসাবশেষ

মেদিনীপুর, রঞ্জন চন্দ: মন্দিরে ঘেরা পাথরা। মন্দিরময় এই ইতিহাস ক্ষেত্র সকলে কমবেশি ঘুরে নিয়েছেন। তবে, ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এত সুন্দর জায়গা, যা আপনি আগে কখনওই যাননি। পাথরাতে এসে বিভিন্ন শিল্পশৈলীতে নির্মিত একাধিক মন্দির হয়ত দেখেছেন অনেকবার, তবে অনতি দূরে থাকা জমিদার বাড়ি, তাদের তৈরি বিশেষ কয়েকটি মন্দির, রাস মঞ্চ দেখলে আপনি অবাক হবেন। এখন এই বাড়িতে থাকে না আর কেউই। গোটা জমিদার ভিটে পরিত্যক্ত। বিভিন্ন শিল্প রীতিতে নির্মিত এবং ইতিহাস সমৃদ্ধ বেশ কয়েকটি মন্দির এবং জমিদার বসত ভিটের পরিত্যক্ত ভবন এক দিনে ঘুরে দেখার জন্য আদর্শ ডেস্টিনেশন।
পরিবার কিংবা প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন, মন ভরে ছবি তুলুন, সঙ্গে জানুন জমিদার শাসনের নানা ইতিহাসের কাহিনী। ঘুরতে যেতে কমবেশি সকলেই বেশ পছন্দ করেন। নিত্য নতুন ডেস্টিনেশন বরাবরই পছন্দের থাকে ভ্রমণপিপাসু বাঙালিদের। তাই দুর্গাপুজোর সময়ে অথবা যে কোনও ছুটির দিনে ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি। কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হলেও ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের সংরক্ষিত একাধিক মন্দির, জমিদার বাড়ি বা কাছারিবাড়ির ধ্বংসাবশেষ আপনি দেখতে পাবেন এখানে। শহরের কোলাহল, দৈনন্দিন ব্যস্ততা ছেড়ে গ্রামীন পরিবেশে চারিদিকে ঘেরা এই জায়গায় এলে মন ভাল হয়ে যাবে আপনার।
advertisement
মেদিনীপুর শহর থেকে অনতি দূরে রয়েছে মন্দিরময় পাথরা গ্রাম। এই গ্রামে বেশ কয়েক’শ বছর আগে শাসন চালাত এই জমিদার পরিবার। তবে সময় যত এগিয়েছে, তত ক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের এই বসতভিটে। বর্তমানে তাদের উত্তর পুরুষেরা এই বাড়িতে থাকেন না। তবে দেখার বলতে রয়েছে, তাদের তৈরি জমিদার বাড়ি, জমিদার বাড়ির দেওয়ালে থাকা বিভিন্ন বিভিন্ন আঁকিবুঁকি। পূর্ব দিকে মুখ করা তিনটি মন্দির, সুদৃশ্য রাসমঞ্চ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোয় সুন্দরবনের স্বাদ পাবেন পুরুলিয়ায়, হাতে দু’দিন সময় থাকলেই হবে, প্রকৃতি আপনাকে হতাশ করবে না গ্যারান্টি
ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ দ্বারা সংরক্ষিত বন্দ্যোপাধ্যায় পরিবারের তৈরি পূর্ব দিকে মুখ করা তিনটি পঞ্চরত্ন শিব মন্দিরের গঠনশৈলী দেখে আপনি অবাক হবেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই মন্দির গুলোর গঠন রীতি টেরাকোটা আদলে। মন্দিরের সামনে রয়েছে টেরাকোটা নির্মিত দ্বারপাল, মন্দিরের সামনের দিকে টেরাকোটা নির্মিত একাধিক দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাভাবিকভাবে যারা পুজোর দিনে ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি। নিমেষে মন ভাল হয়ে যাবে।
advertisement
পাথরা এসে ঘুরে যান এই জায়গা। কী ভাবে যাবেন? বাসে কিংবা ট্রেনে এলে আপনাকে নামতে হবে মেদিনীপুর বাস স্ট্যান্ড কিংবা মেদিনীপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি বা অটো ধরে আসা যাবে পাথরা। এছাড়াও ছোট প্রাইভেট গাড়ি নিয়ে পৌঁছতে পারবেন পাথরা জমিদার বাড়ি। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/fLtSJhGqwD7Wa3Ds6
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Historical Trip: চারিদিকে ফাঁকা, গা ছমছমে জমিদার বাড়ি, মন্দির, রাসমঞ্চ! ঘুরে দেখুন একদিনে, রইল ঠিকানা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement