foods to avoid with curd: পেঁয়াজ, মাছ, আম এমনই মোট ৫টি জিনিস দইয়ের সঙ্গে খেলে বিপদ অনিবার্য!

Last Updated:

এখানে এমন কিছু খাবারের কথা বলা হল যা দইয়ের সঙ্গে না খাওয়াই ভালো।

#কলকাতা: আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশের ডায়েটে এক বাটি টক দই ও শাকসবজির চেয়ে উপাদেয় আর কিছু হয় না। হজম প্রক্রিয়াকে সচল রাখতে দইতে উপস্থিত ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও দই অন্যান্য খাবার থেকে পুষ্টিরস শোষণে সাহায্য করে। দই আমাদের শরীরে ভিটামিন এবং প্রয়োজনীয় খনিইমিজের যোগান দিয়ে উনিটি বাড়াতেও সহায়তা করে। তবে অনেকেই হয় তো জানেন না যে, এমন কিছু খাবারও রয়েছে যা দইয়ের সঙ্গে খেলে দইয়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের দেহের ক্ষতিও করতে পারে। এখানে এমন কিছু খাবারের কথা বলা হল যা দইয়ের সঙ্গে না খাওয়াই ভালো।
দইয়ের উপকারিতা
প্রথমেই আসা যাক দইয়ের স্বাস্থ্যকর গুণ সম্পর্কে। প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হজমের পরিমাণ বৃদ্ধি এবং ওজন হ্রাসের মতো নানান শারীরিক কার্যকলাপে দইয়ের গুণ অনস্বীকার্য। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিনের ডায়েটে দইকে অন্তর্ভুক্ত করা উচিত। রায়তা, ঘোল বা স্মুদি- নানা ভাবেই দই খাওয়া যেতে পারে। এবারে আসা যাক কোন কোন খাবারের সঙ্গে দই খাওয়া এড়িয়ে চলা উচিত সে বিষয়ে।
advertisement
advertisement
মাছ
খাবারের তালিকায় কখনওই দই ও মাছ একসঙ্গে রাখা উচিত নয়। কারণ এই দুটিই প্রোটিনযুক্ত খাবার। যখন প্রাণীজাত প্রোটিনকে ভেজিটেবল প্রোটিনের সঙ্গে একত্রিত করা হয়, তখন তা হজম করা কঠিন হয়ে পড়ে। দুটির সংমিশ্রণে পেটের গণ্ডগোল হতে পারে।
advertisement
তেলযুক্ত খাবার
নানা ধরনের তেলযুক্ত খাবার যেমন, পরোটা, ছোলে ভাটুরে ইত্যাদির সঙ্গে দই খাওয়া এড়িয়ে চলতে হবে। নয় তো আমাদের হজম প্রক্রিয়া ধীর গতিতে এগোবে। এতে সারা দিন অলস বোধ হতে পারে।
আম
আমকে সাধারণত গ্রীষ্মকালীন ফলের তালিকায় রাখা হয়। একদিকে পেট গরম করা আম ও অন্য দিকে শীতলতাযুক্ত দই একসঙ্গে আমাদের পেটে গেলে হজম প্রক্রিয়াতে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। এর থেকে ত্বকের সমস্যা হতে পারে। এই দু'টি খাবার একসঙ্গে আমাদের শরীরে টক্সিন তৈরি করে।
advertisement
পেঁয়াজ
আমের মতোই, পেঁয়াজও গরম। এই দুটি খাবার একসঙ্গে খেলে ফুসকুড়ি, অ্যাজমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের অ্যালার্জি হতে পারে।
দুধ
দুধ এবং দই একসঙ্গে খাওয়ার ফলে অ্যাসিডিটি, হার্টবার্ন এবং এমনকি আমাদের শরীর ফুলে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। কারণ দুগ্ধজাত উভয় পণ্যই ফ্যাটযুক্ত, এর পাশাপাশি এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
foods to avoid with curd: পেঁয়াজ, মাছ, আম এমনই মোট ৫টি জিনিস দইয়ের সঙ্গে খেলে বিপদ অনিবার্য!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement