Healthcare: এই তেতো পাতাতেই ভাল থাকবে লিভার থেকে হার্ট! ডায়াবেটিসেও মুক্তি! জানুন চিকিৎসকের মত

Last Updated:

Healthcare: পেটের সমস্যা থেকে ব্লাড সুগারের সমাধান এই পাতা! বাড়ির পাশে খুঁজলেই পেয়ে যাবেন! উপকারিতা জানাচ্ছেন চিকিৎসক!

+
কালমেঘ

কালমেঘ পাতার উপকারিতা

কোচবিহার: আমাদের চারিপাশের পরিবেশে প্রায় প্রত্যেকটি গাছেই কম কিংবা বেশি উপকারিতা রয়েছে। তবে আমাদের সঠিক ধারণা না থাকায় আমরা বেশিরভাগ সময় এগুলি এড়িয়ে চলি। যেমন আমাদের চারিপাশে প্রায়শই দেখা মেলে কালমেঘ গাছ। বাড়ির আশেপাশে হয়ে থাকে এই গাছ। এই গাছের পাতা অত্যন্ত তেঁতো প্রকৃতির হয়ে থাকে। মূলত এই কারণেই এই গাছকে এড়িয়ে চলে সবাই।
অনেকেই আবার খেয়ে থাকেন এই গাছের পাতা। তবে গাছের পাতার মধ্যেও রয়েছে নানা ঔষধি গুণাগুণ। এই সমস্ত গুণাগুণের বিষয় গুলি বিস্তারিত জানলে এই গাছের পাতা এড়িয়ে যাবেন না কোনও মানুষ। তবে এই পাতার মধ্যে যেসকল উপকারিতা পাওয়া যায়। সেগুলির জন্য একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই খাওয়া অত্যন্ত জরুরি।
কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান, “এই পাতা রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই পাতার মধ্যে। ফলে আমাদের ত্বকের নানারকম সমস্যার ক্ষেত্রে কালমেঘ পাতা অত্যন্ত কার্যকরী। কালমেঘ পাতা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে। লিভারজনিত যেকোনো রকম সমস্যার অব্যর্থ ওষুধ এই কালমেঘ পাতা। এটি লিভার টনিক হিসেবে বহুল ব্যবহৃত হয়। অতিরিক্ত মদ্য পান বা অতিরিক্ত কড়া ওষুধ দীর্ঘদিন সেবন করলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। কালমেঘ পাতার রস সেটি নিরাময়ক হিসেবে কাজ করে। কালমেঘ পাতা মানব শরীরে ব্লাড সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।”
advertisement
advertisement
এছাড়া তিনি আরও জানান, “লিভার সম্পর্কিত যেকোনও সমস্যায় প্রাকৃতিক ওষুধের কাজ করে এটি। এটি ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধির অন্যতম সহায়ক। সাইনাসের ব্যথায় আক্রান্তদের ক্ষেত্রেও কালমেঘ পাতা ওষুধের মতো কাজ করে। এটির অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ইমিউনোমোডুলেটিরি বৈশিষ্ট্যর জন্য ব্যথার উপশম হয়। কালমেঘ পাতা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
advertisement
ক্ষুধা হ্রাসের সমস্যার ক্ষেত্রেও কালমেঘ পাতার উপকারিতা প্রচুর। পাচনতন্ত্র ঠিক মতো কাজ করে না অনেক সময়। এসব ক্ষেত্রে কালমেঘ পাতা দারুণ ওষুধ।” এই সমস্ত গুণাগুণের কারণে এই পাতা দারুণ উপকারী মানব দেহের জন্য। ছোট থেকে বড় কম বেশি সকলেই খেতে পারবেন এই পাতা। তবে নিয়ম মেনে সেবন করতে হবে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthcare: এই তেতো পাতাতেই ভাল থাকবে লিভার থেকে হার্ট! ডায়াবেটিসেও মুক্তি! জানুন চিকিৎসকের মত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement