Health Tips: পেয়ারা তো খান, কিন্তু পাতা খান তো? কত গুণ জানলে প্রতিদিন খাবেন

Last Updated:

Health Tips: পেয়ারা এমন একটি ফল যা আপেলের চেয়েও বেশি পুষ্টিগুণে ভরপুর, এমনই মনে করা হয়।

পেয়ারা পাতার গুণ জানেন?
পেয়ারা পাতার গুণ জানেন?
কলকাতা: অনেকেই নিশ্চয়ই জানেন যে পেয়ারা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেয়ারা শুধু ফল হিসেবে নয়, পেয়ারা পাতাও নানা ভাবে মানুষের স্বাস্থ্যের উপকার করে থাকে। অনেকেই জানেন না পেয়ারা পাতাও সমান ভাবে স্বাস্থ্যের উপকার করে থাকে। পেয়ারা গাছের পাতা কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিমেষে।
পেয়ারা এমন একটি ফল যা আপেলের চেয়েও বেশি পুষ্টিগুণে ভরপুর, এমনই মনে করা হয়। পেয়ারাই যে শুধু শরীরের জন্য উপকারী এমনটা নয়, এই গাছের পাতাও কম যায় না। পেয়ারা পাতা জলে সেদ্ধ করে পান করলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এই জল হজমশক্তির উন্নতি ঘটায় এবং বদহজমের সমস্যা কমায়। পেয়ারা পাতায় পটাশিয়াম পাওয়া যায়, যা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী। এই পাতা পেট ফোলা, জ্বর, মাথাব্যথা এবং গাঁটের ব্যথা থেকেও মুক্তি দেয়।
advertisement
advertisement
উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বসবাসকারী আয়ুর্বেদ চিকিৎসক বিনয় খুল্লার এই বিষয়ে আমাদের জানিয়েছেন নানা অজানা তথ্য। তিনি বলেন, পেয়ারা পাতা স্বাস্থ্যের জন্য উপকারী। এমনটা বিশ্বাস করা হয় যে পুষ্টির দিক থেকে একটি পেয়ারা আপেলের চেয়েও বেশি উপকারী।
পেয়ারা পাতা জলে সেদ্ধ করে সেই জল সকালে খালি পেটে পান করলে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। পেয়ারা পাতায় অনেক ঔষধি গুণ রয়েছে। এটি প্রচুর ভিটামিন, খনিজ, মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ।
advertisement
এগুলি ছাড়াও এতে বায়ো-অ্যাকটিভ নামক এক ধরনের যৌগও রয়েছে। এগুলি অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর। এর পাতা চিবিয়ে খেলে হজমশক্তি ভাল হয়। এছাড়াও এটি ওজন কমানো, কোলেস্টেরলের মাত্রা কমানো, সুগার নিয়ন্ত্রণ এবং উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী।
advertisement
পেয়ারা পাতা রক্তাল্পতাও দূর করে। এই পাতার সঙ্গে দই, মুলতানি মাটি এবং মধুর ফেস মাস্ক ব্যবহার করলে যে কেউ সুন্দর ত্বকের অধিকারী হতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: পেয়ারা তো খান, কিন্তু পাতা খান তো? কত গুণ জানলে প্রতিদিন খাবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement