Monsoon Skin Care tips for Children: বর্ষার দিনে সন্তানের ত্বকের যত্ন নেওয়াও জরুরি; জানুন বিশেষজ্ঞের মতামত!

Last Updated:

বর্ষার মরশুমে শিশুদের মধ্যে ত্বকের সমস্যা দেখা দিচ্ছে। তাই এই মরশুমে শিশুরা যাতে সুস্থ থাকে, তার পরামর্শ দিচ্ছেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. নিধিকা বিজয়কুমার সোরাকে।

তীব্র দাবদাহের পর বর্ষার মরশুমের জন্য হা-পিত্যেশ করে অপেক্ষা করেছিলেন দেশবাসী। বর্ষার মরশুমে বৃষ্টির পরে কিছুটা হলেও জ্বালা জুড়িয়েছে ঠিকই। কিন্তু শিশুদের মধ্যে ত্বকের সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে অন্যতম হল ছত্রাকঘটিত সংক্রমণ, ব়্যাশ, একজিমা ইত্যাদি। বর্ষার সময় এই সমস্যাগুলি বাড়ে। তাই এই মরশুমে শিশুরা যাতে সুস্থ থাকে, তার জন্য তাদের নরম-পেলব ত্বককে রক্ষা করতে হবে। এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. নিধিকা বিজয়কুমার সোরাকে।
ভাল হাইজিন বজায় রাখা:
বর্ষার মরশুমে শিশুদের ক্ষেত্রে সঠিক হাইজিন বজায় রাখা জরুরি। এতে ত্বকের সংক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা যাবে। তাই সন্তানকে সঠিক ভাবে হাত ধোওয়ার পরামর্শ দিতে হবে। বিশেষ করে খাওয়ার আগে এবং খেলাধুলো করে ঘরে ফেরার পরে। প্রতিদিন স্নান করাও আবশ্যক। মৃদু, পিএইচ-ব্যালেন্সড সাবান অখবা ক্লিনজার ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
ত্বক শুকনো রাখা:
ত্বক ভিজে কিংবা স্যাঁতস্যাঁতে থাকলে ছত্রাকজনিত সংক্রমণ কিংবা ব়্যাশ হতে পারে। তাই শিশুদের ত্বক ভাল করে মোছা উচিত। দেহের যেসব অংশে ঘাম হয়, সেই সব অংশও ভাল করে মুছতে হবে। তার জন্য নরম তোয়ালে ব্যবহার করা উচিত।
advertisement
হাওয়া চলাচল করে এমন পোশাক:
বর্ষার মরশুমে এমন পোশাক পরতে হবে, যার মধ্যে দিয়ে ভাল হাওয়া চলাচল করতে পারে। এর জন্য বেছে নিতে হবে সুতির নরম পোশাক। সিন্থেটিক কাপড় এড়িয়ে চলাই ভাল। এতে ঘাম হওয়ার সম্ভাবনা বাড়ে, ত্বকেও সমস্যা হতে পারে। আর বেশি আঁটোসাঁটো পোশাক এই সময় ব্যবহার না করাই ভাল।
advertisement
সানস্ক্রিন ব্যবহার:
মেঘলা আবহাওয়ায় অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। তাতে কিন্তু ক্ষতিকর অতিবেগুনি রশ্মিতে ত্বকের ক্ষতি হতে পারে। তাই মেঘলা দিনেও দেহের উন্মুক্ত স্থানে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। বাচ্চারা বাইরে খেলতে গেলে ২-৩ ঘণ্টা অন্তর সানস্ক্রিন মাখাতে হবে।
পায়ের যত্ন:
বর্ষার মরশুমে পায়ের সঠিক যত্ন নেওয়াও আবশ্যক। এই সময় তাই ওয়াটারপ্রুফ জুতো কিংবা চটি পরা উচিত। যাতে নোংরা জল পায়ে না লাগে। ছত্রাকজনিত সংক্রমণ রুখতে তাই বাইরে থেকে ফিরে উষ্ণ গরম জল এবং মৃদু সাবান দিয়ে পা পরিষ্কার করা উচিত। এর পর ফুট ক্রিম লাগিয়ে নিলে পা নরম থাকবে।
advertisement
ব্যক্তিগত জিনিস অন্যের সঙ্গে ভাগ না করে নেওয়া:
ত্বক সংক্রমণ রুখতে নিজের ব্যবহার করা সামগ্রী অন্য কারওর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। এর মধ্যে অন্যতম হল তোয়ালে, চিরুনি, জামাকাপড় ইত্যাদি।
হাইড্রেটেড থাকা:
ত্বক সুস্থ রাখার জন্য পর্যাপ্ত জল পান আবশ্যক। তাই সন্তানকে এই সময় বেশি করে জল পান করাতে হবে। এতে দেহের বিষাক্ত পদার্থ বাইরে বেরিয়ে যাবে। ত্বকও থাকবে আর্দ্র। শুষ্কতার সমস্যাও আর হবে না।
advertisement
ত্বক বিশেষজ্ঞের পরামর্শ:
বারবার ত্বকে সংক্রমণ হলে ত্বকরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া আবশ্যক। তাছাড়া একজিমার মতো ত্বকের রোগ হলে ওষুধ না খেলে তা সারে না। ফলে চিকিৎসার দিকটাও জরুরি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Skin Care tips for Children: বর্ষার দিনে সন্তানের ত্বকের যত্ন নেওয়াও জরুরি; জানুন বিশেষজ্ঞের মতামত!
Next Article
advertisement
West Bengal Weather Update: শনিবার পর্যন্ত একইরকম ঠান্ডা রাজ্যের সর্বত্র, তারপর থেকে কি আবহাওয়ার বদল? জেনে নিন আপডেট
শনিবার পর্যন্ত একইরকম ঠান্ডা রাজ্যের সর্বত্র, তারপর থেকে কি আবহাওয়ার বদল? জেনে নিন আপডেট
  • শনিবার পর্যন্ত একইরকম ঠান্ডা রাজ্যের সর্বত্র

  • তারপর থেকে কি আবহাওয়ার বদল?

  • শীতল দিনের পরিস্থিতি উত্তরবঙ্গের কোচবিহার এবং উত্তর দিনাজপুরে

VIEW MORE
advertisement
advertisement