সন্তানের মধ্যে এই উপসর্গগুলি দেখা যাচ্ছে? এখনই সতর্ক হন! বিপদ বাড়াতে পারে ইউটিআই; মত বিশেষজ্ঞের!

Last Updated:

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ (ইউটিআই) শিশুদের খুবই সাধারণ একটি সমস্যা। এটা মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। ১৪ বছর কম বয়সী ৩ শতাংশ নাবালকদের মধ্যে এই সমস্যা দেখা যায়। এই বিষয় নিয়ে আলোচনা করছেন বেঙ্গালুরুর রিচমন্ড রোডের ফর্টিস হাসপাতালের কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট ডা. শালিনী চিকু।

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ (ইউটিআই) শিশুদের খুবই সাধারণ একটি সমস্যা। এটা মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। ১৪ বছর কম বয়সী ৩ শতাংশ নাবালকদের মধ্যে এই সমস্যা দেখা যায়। আর প্রায় ৮-১০ শতাংশ নাবালিকা এই সমস্যায় আক্রান্ত হয়। নির্দিষ্ট কোনও উপসর্গ থাকে না। ফলে রোগ অধরাই থেকে যায়। যার ক্ষতিকর প্রভাব শিশুদের মধ্যে পরবর্তী কালে দেখা যায়। এর মধ্যে অন্যতম হল ক্রনিক হাইপারটেনশন এবং কিডনির রোগ। এই বিষয়ে আজ আলোচনা করছেন বেঙ্গালুরুর রিচমন্ড রোডের ফর্টিস হাসপাতালের কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট ডা. শালিনী চিকু
মল থেকে ব্যাকটেরিয়া মূত্রনালীর আশপাশে থাকা ত্বকের সংস্পর্শে এলে তা মূত্রনালীতে প্রবেশ করে। ফলে মূত্রনালী এবং মূত্রাশয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে যা কিডনির দিকেও অগ্রসর হয়। সময়ে রোগ ধরা পড়লে সঠিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সংক্রমণের চিকিৎসা করা হয়। ফলে জটিলতা অনেকাংশে কমানো যায়। কিছু কিছু ক্ষেত্রে শিশুদের কিডনির অবস্থা পরীক্ষা করার জন্য আল্ট্রাসাউন্ড স্ক্যান এবং বিশেষ টেস্ট করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
ইউটিআই-এর সাধারণ কয়েকটি উপসর্গের মধ্যে অন্যতম হল – মূত্রত্যাগ করার সময় জ্বালাপোড়া ভাব অথবা বারবার প্রস্রাবের বেগ আসা। এর পাশাপাশি থাকতে পারে কোমরের কাছে যন্ত্রণা, পেট ব্যথা। এগুলো অবশ্য একটু বেশি বয়সে দেখা যায়। তবে নিম্নোক্ত কিছু উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
advertisement
১. ওজন বৃদ্ধিতে সমস্যা। আসলে অনেক সময় ক্ষুধার অভাবের সঙ্গে ওজন হ্রাসের বিষয়টা যুক্ত থাকে।
২. পাতলা মল এবং বমি। এটা কিন্তু সব ক্ষেত্রে পেট খারাপের উপসর্গ না-ও হতে পারে। জ্বর, বমি, পাতলা মলের মতো উপসর্গ থাকলে সেটা ইউটিআই-এর উপসর্গ হতে পারে।
advertisement
৩. তীব্র জ্বর। এই জ্বর যদি ৪৮ ঘণ্টারও বেশি স্থায়ী হয়, কিংবা কাঁপুনি আসে, তাহলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
৪. বিছানা ভিজিয়ে ফেলা। টয়লেট ট্রেনিংপ্রাপ্ত কোনও শিশু যদি বারবার বিছানা ভিজিয়ে ফেলে, তাহলে সতর্ক হতে হবে।
৫. যৌনাঙ্গের আশেপাশে ব়্যাশ। এমন উপসর্গের সঙ্গে জ্বর থাকতেও পারে আবার না-ও থাকতে পারে। এর পাশাপাশি যদি দুর্গন্ধযুক্ত ঘোলাটে প্রস্রাব হয়, তাহলে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যেতে হবে।
advertisement
ইউটিআই-এর ঝুঁকি কমানোর উপায়:
১. হাইজিনের বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। ডায়পার বারবার বদলাতে হবে, বাচ্চা মলত্যাগ করলে তা সঠিক ভাবে পরিষ্কার করতে হবে ইত্যাদি।
২. যে বাচ্চারা স্কুলে যায়, তাদের বেশি করে জল খেতে বলতে হবে। প্রস্রাবের বেগ এলে তা ত্যাগ করতে হবে। প্রস্রাব চেপে রাখা উচিত নয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সন্তানের মধ্যে এই উপসর্গগুলি দেখা যাচ্ছে? এখনই সতর্ক হন! বিপদ বাড়াতে পারে ইউটিআই; মত বিশেষজ্ঞের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement