Doctor's Advice: গ্রীষ্মের চড়া তাপমাত্রায় কীভাবে সুস্থ রাখবেন সন্তানকে, কী করে সুস্থ থাকবেন নিজে, জানুন চিকিৎসকের পরামর্শ

Last Updated:

Doctor's Advice: গরমে বাচ্চাদের সুস্থ রাখতে কী কী করতে হবে, জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পাল

কলকাতা : এ বার গ্রীষ্মে তীব্র গরমের পূর্বাভাস আছে। তাপপ্রবাহ চলবে। সঙ্গে থাকবে জ্বালা ধরানো শুকনো গরম। বাংলার মানুষ সাধারণত উচ্চ আর্দ্রতায় ঘেমো গরমের সঙ্গেই পরিচিত। শুকনো গরমে বাড়বে অস্বস্তি। এই গরমের মধ্যেই জনজীবন স্বাভাবিক রাখতে হবে। বাচ্চাদের স্কুলেও পাঠাতে হবে। তাই মায়েদের চিন্তা থাকেই। গরমে বাচ্চাদের সুস্থ রাখতে কী কী করতে হবে, জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পাল
সদ্যোজাতর ক্ষেত্রে
# সুতির হালকা পোশাক পরাতে হবে
advertisement
# বেশি ভারী পোষাক পরানো যাবে না
# নুন চিনি জল ও ফলের রস খাওয়াতে হবে
# সময়মতো স্নান করানো, প্রয়োজন মতো কিছু সময় অন্তর ঘাম মুছিয়ে দেওয়া দরকার
# যেখানে বাচ্চা থাকবে সেই ঘরে আলো হাওয়া যাতে ঢোকে, সেটা খেয়াল রাখতে হবে
advertisement
# প্রয়োজনমতো শীতাতপ যন্ত্র ব্যবহার করতে হবে
# শিশুদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে, তাই এই অস্বাভাবিক গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন
#খেয়াল রাখতে হবে দিনে পাঁচ থেকে ছ’বার শিশুর প্রস্রাব হচ্ছে কি না
advertisement
# হালকা সুতির জামা কাপড় পরাতে হবে বাচ্চাদের
# সিন্থেটিক পোষাক পরানো যাবে না, কারণ এই ধরনের পোশাকে হাওয়া খেলে না
# ঘাম জমলে অ্যালার্জি বা অন্যান্য চর্মরোগ হতে পারে
# খেলাধুলো করার জন্য ডি-হাইড্রেশনের সম্ভাবনা থাকে, তাই দিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানো
# সময় করে নুন চিনি জল, পাতি লেবু, ফলের রস খাওয়াতে হবে
advertisement
আরও পড়ুন :  চৈত্র মাস শেষ হতে চলল, এ বছর গাজনের চড়কপুজো কবে, জানুন পুণ্যতিথির দিন ক্ষণ
শিশুরোগ বিশেষজ্ঞর আরও পরামর্শ, প্রয়োজনে স্কুলের শিক্ষকের সঙ্গে কথা বলে রাখতে হবে৷ যাতে স্কুলের সময়টুকুতেও বাচ্চা যথেষ্ট জল পান করছে কিনা, সেদিকে নজর রাখা হয়৷ বেশি গরম পড়লে স্নানের পাশাপাশি বিকেলের দিকে গামছা বা টাওয়েল ভিজিয়ে বাচ্চার শরীর মুছিয়ে দেওয়া যায়৷ পাশাপাশি, যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে৷ ছাতা ব্যবহার করতে হবে রোদে বার হলে৷ বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া একদমই চলবে না। তাতে ঠাণ্ডা-গরম লেগে জ্বর হতে পারে৷ অতিরিক্ত গরমে বাইরের খাবার বিশেষ করে জাংফুড বা ফাস্ট ফুড এড়িয়ে যেতে হবে। বাড়ির তৈরি হালকা খাবার খেতে হবে৷ ছোটদের মতো বড়দের ক্ষেত্রেও একই ভাবে হালকা পোশাক পরতে হবে৷ তাঁদেরও পর্যাপ্ত জল, ফলের রস খেতে হবে৷ গরমে সুস্থ থাকতে ফাস্টফুড এড়িয়ে যেতে হবে৷ রোদে বেরলে ছাতা, সানগ্লাস ব্যবহার করতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Doctor's Advice: গ্রীষ্মের চড়া তাপমাত্রায় কীভাবে সুস্থ রাখবেন সন্তানকে, কী করে সুস্থ থাকবেন নিজে, জানুন চিকিৎসকের পরামর্শ
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement