Heart Attack: কমবয়সি ভারতীয়দের মধ্যে কেন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! কীভাবে সুস্থ থাকবেন জানুন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Heart Attack: হার্টকে সুস্থ রাখার বিষয়ে আলোচনা করছেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. গণদেব এনসি।
বেঙ্গালুরু: বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কার্ডিওভাস্কুলার রোগ। এর মধ্যে অন্যতম হল হার্ট অ্যাটাক। তবে ভারতীয়দের ঝুঁকি সবথেকে বেশি। আর সবথেকে বড় কথা হল, পশ্চিমী দেশগুলির তুলনায় ভারতীয়রা অপেক্ষাকৃত কম বয়সেই হার্ট অ্যাটাকের মুখে পড়েন। এমনকী সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৪০ বছর বয়সের নিচে হার্ট অ্যাটাকের আশঙ্কা প্রায় ৪০ শতাংশ। ফলে বোঝাই যাচ্ছে যে, বিষয়টা বেশ চিন্তার। তাই হার্টকে সুস্থ রাখার বিষয়ে আলোচনা করছেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. গণদেব এনসি।
হার্ট অ্যাটাক সাধারণত জীবনযাত্রাজনিত রোগ। অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে বাড়ে রোগের আশঙ্কা। রক্তবাহী নালীতে ফ্যাট জমা হওয়ার ফলে হৃদযন্ত্রের পেশীতে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। এর মূলে রয়েছে জীবনযাত্রা সংক্রান্ত সমস্যা। এই কারণে প্রথম থেকেই হার্টের যত্ন নেওয়া আবশ্যক।
কার্ডিওভাস্কুলার রোগের মূল ঝুঁকির বিষয়গুলিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনযোগ্য। অপরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টরের তালিকায় পড়ে বয়স, লিঙ্গ, জিনগত বিষয় অথবা পারিবারিক রোগের ইতিহাস। আর পরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টরের আওতায় পড়ে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, ধূমপান, উচ্চ কোলেস্টেরল, ওবেসিটি, অস্বাস্থ্যকর জীবনযাপন, ভুলভাল খাবার খাওয়ার অভ্যাস।
advertisement
advertisement
হার্টকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর এবং ব্যালেন্স ডায়েট অভ্যাস করা আবশ্যক। উচ্চ ফাইবার এবং কম ফ্যাটযুক্ত খাবার ডায়েটে যোগ করতে হবে। শাকসবজি, ফল, বিনস, মাছ, লো ফ্যাট দুগ্ধজাত খাবার, হোল গ্রেন খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। এমনকী অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া উচিত। এর পাশাপাশি লবণ, চিনি, অ্যালকোহল, রেড মিট, ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার এবং ভাজাভুজিতে রাশ টানতে হবে। আর একটি ঝুঁকির বিষয় হল ধূমপান। এটা রক্তচাপ এবং প্রদাহ বাড়িয়ে দেয়। যার ফলে আর্টারিতে ফ্যাট জমে। এমনকী পরোক্ষ ধূমপানও কিন্তু যথেষ্ট ক্ষতিকর।
advertisement
এমনকী এ-ও দেখা গিয়েছে যে, বেশির ভাগ রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ হল ধূমপান। আর এই অভ্যাস ত্যাগ করার সঙ্গে সঙ্গেই এই ঝুঁকিও কমে যায়। এমনকী তা ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর পাশাপাশি পর্যাপ্ত শারীরিক কসরত না করাটাও একটা ঝুঁকির বিষয়। আসলে নিয়মিত এক্সারসাইজ করলে ওজন, কোলেস্টেরলের মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এমনকী ডায়াবেটিসের সম্ভাবনাও অনেকাংশে কমে। নির্দেশিকাতে বলা হয়েছে যে, প্রতি সপ্তাহে ১৫০ মিনিট মতো মাঝারি তীব্রতার এক্সারসাইজ করা উচিত। তবে অতিরিক্ত তীব্রতার এক্সারসাইজ করার প্রয়োজন নেই। সঠিক ওজন এবং বিএমআই বজায় রাখা বাধ্যতামূলক। ভারতীয়দের ক্ষেত্রে আদর্শ বিএমআই হওয়া উচিত ২৩-এর কম। পুরুষদের ক্ষেত্রে ভুঁড়ি কমিয়ে কোমরের আদর্শ মাপ রাখা উচিত ১০২ সেন্টিমিটারের কম। আর মহিলাদের ক্ষেত্রে তা হওয়া উচিত ৮৯ সেন্টামিটারের নীচে।
advertisement
এছাড়া ইনসমনিয়া বা অনিদ্রা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুম সংক্রান্ত সমস্যাও হার্টের রোগ, রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই প্রতিদিন প্রায় ৭-৮ ঘণ্টা ঘুমোনো আবশ্যক। সেই সঙ্গে মানসিক চাপও নিয়ন্ত্রণে রাখা উচিত। আসলে মানসিক চাপের কারণে কর্টিসল এবং অন্যান্য হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 8:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Heart Attack: কমবয়সি ভারতীয়দের মধ্যে কেন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! কীভাবে সুস্থ থাকবেন জানুন