Prostate Cancer Myths : উপসর্গ না থাকলেও প্রস্টেট ক্যানসার? যৌনজীবন বিপন্ন? ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ

Last Updated:

Prostate Cancer Myths : কথা বলছেন বেঙ্গালুরুর রিচমন্ড রোডের ফর্টিস গ্রুপ অফ হসপিটালসের মেডিকেল অঙ্কোলজি এবং হেমাটো-অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডা. নীতি রায়জাদা।

প্রস্টেট ক্যানসার সংক্রান্ত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা
প্রস্টেট ক্যানসার সংক্রান্ত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা
বেঙ্গালুরু: সমস্ত সাধারণ ক্যানসারের মধ্যে অন্যতম হল প্রস্টেট ক্যানসার। সারা বিশ্বে বহু পুরুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে মজার বিষয় হল, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত সমস্ত পুরুষেরই চিকিৎসার প্রয়োজন হয়, এমনটা নয়। তবে এই সংক্রান্ত কিছু ভুল ধারণা পোষণ করে মানুষ। এই প্রসঙ্গে কথা বলছেন বেঙ্গালুরুর রিচমন্ড রোডের ফর্টিস গ্রুপ অফ হসপিটালসের মেডিকেল অঙ্কোলজি এবং হেমাটো-অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডা. নীতি রায়জাদা।
ডা. নীতি রায়জাদা ডা. নীতি রায়জাদা
মিথ: আমার কোনও উপসর্গ নেই, তাই আমার প্রস্টেট ক্যানসার হতেই পারে না।
advertisement
ফ্যাক্ট: কিছু কিছু সময়ে প্রস্টেট ক্যানসারের নগণ্য কিছু উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেক সময় এর কোনও উপসর্গই থাকে না। ৪৫ বছরের উর্ধ্বে থাকা পুরুষদের রুটিন স্ক্রিনিং করানো জরুরি। এর মধ্যে অন্যতম হল ডিআরই (ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন) এবং কিছু কিছু সময়ে সিরাম পিএসএ লেভেল। যাঁদের পরিবারে কারও প্রস্টেট ক্যানসার ছিল, তাঁদের স্ক্রিনিং করানো আবশ্যক। যে উপসর্গগুলির উপরে নজর রাখতে হবে, সেগুলি হল:
advertisement
বারবার প্রস্রাব পাওয়া
মূত্রের বেগ চেপে রাখতে সমস্যা
মূত্রত্যাগের সময় জ্বালা-যন্ত্রণা
ইরেকশনে সমস্যা এবং যন্ত্রণাদায়ক ইজাকুলেশন
মূত্রে কিংবা বীর্যের সঙ্গে রক্তপাত
আচমকা ওজন এবং এনার্জি হ্রাস
মিথ: আমার পরিবারে কারওর ক্যানসার নেই, তাহলে আমার কী করে হবে?
ফ্যাক্ট: অনেক সময় এমন রোগীদের ক্যানসার ধরা পড়ে, যাঁদের পরিবারে কারওর এই রোগের ইতিহাস নেই। শুধুমাত্র ১০-২০ শতাংশ ঘটনায় পারিবারিক ইতিহাস দেখা যায়। প্রস্টেট ক্যানসার নিয়ে উদ্বেগ থাকে ঠিকই, তবে এর চিকিৎসা করিয়ে সম্পূর্ণ রূপে সুস্থ হতে পারেন রোগী।
advertisement
মিথ: প্রস্টেট ক্যানসারের চিকিৎসার একমাত্র বিকল্প হল সার্জারি।
ফ্যাক্ট: প্রস্টেট ক্যানসারের প্রথম ধাপে নির্দিষ্ট কিছু স্ক্যান করিয়ে রোগ নির্ণয় করা যেতে পারে। এর পর সেই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা তৈরি হয়। এর মধ্যে থাকতে পারে সার্জারি, রেডিয়েশন, হরমোনাল থেরাপি, কেমোথেরাপি এবং বায়োলজিক থেরাপি।
advertisement
মিথ: প্রস্টেট ক্যানসারের জন্য যৌন জীবন বিপন্ন হয়ে যাবে। আর পুরুষত্বহীনতার সমস্যা আসতে পারে।
ফ্যাক্ট: কয়েক ধরনের চিকিৎসার উপায় হয়তো যৌন জীবনে বাধা তৈরি করবে। তবে সব সময় কিন্তু তা হয় না।
মিথ: চিকিৎসার উপায়ের কারণে মূত্রের বেগ ধরে রাখতে অসুবিধা হতে পারে, কিংবা ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হতে থাকে।
advertisement
ফ্যাক্ট: কয়েক ধরনের চিকিৎসার উপায়ের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মূত্রের বেগ ধরে রাখতে অসুবিধা হতে পারে। তবে সেই সমস্যা এড়াতে অন্যান্য পথ অবলম্বন করা হয়।
advertisement
মিথ: শুধুমাত্র বয়স্কদেরই প্রস্টেট ক্যানসার হতে পারে।
ফ্যাক্ট: সমস্ত ক্যানসারের ক্ষেত্রেই ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বয়সটা। তবে দুর্ভাগ্যের বিষয় হল, তরুণ সম্প্রদায়ের মধ্যে প্রস্টেট ক্যানসার দেখা দিতে পারে। তবে যাঁদের এই রোগের পারিবারিক ইতিহাস রয়েছে, তাঁদের সতর্ক থাকা উচিত।
মিথ: উচ্চ পিএসএ থাকলেই প্রস্টেট ক্যানসার হবে।
advertisement
ফ্যাক্ট: এটা সব ক্ষেত্রে সত্যি না-ও হতে পারে। সংক্রমণ কিংবা প্রদাহের কারণে পিএসএ-র মাত্রা বাড়তে পারে। সিরাম পিএসএ হল একটি সূচক মাত্র। প্রস্টেট ক্যানসার আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করাতে হবে।
মিথ: প্রস্টেট ক্যানসার থাকলে মৃত্যু অবধারিত।
ফ্যাক্ট: একেবারেই মিথ্যা। কখনও কখনও লোকালাইজড প্রস্টেট ক্যানসারের রোগীরা চিকিৎসায় ভাল সাড়া দেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Prostate Cancer Myths : উপসর্গ না থাকলেও প্রস্টেট ক্যানসার? যৌনজীবন বিপন্ন? ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement