Cardiac Arrest: হৃদরোগে আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে পারবেন কীভাবে? প্রশিক্ষণ দিচ্ছেন চিকিৎসকরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Cardiac Arrest: সঠিক শুশ্রষাই একজন হৃদরোগে আক্রান্ত রোগীকে ফিরিয়ে নিয়ে আসতে পারে মৃত্যুর মুখ থেকে। সিপিআর ব্যবহারে একজন সাধারন মানুষও বাঁচাতে পারেন এক মরণাপন্ন রোগের জীবন।
হুগলি: জীবন মৃত্যুতে যখন লড়াই চলে তখন এক একটা মিনিট খুবই দামী হয়ে ওঠে। বিশেষ করে সমস্যাটা যদি হয় হার্ট অ্যাটাকের। সেই সময় প্রতিটি মিনিট প্রতি সেকেন্ড খুবই দামি হয় মরণাপন্ন রোগের জন্য। সঠিক শুশ্রূষাই একজন হৃদরোগে আক্রান্ত রোগীকে ফিরিয়ে নিয়ে আসতে পারে মৃত্যুর মুখ থেকে। তার জন্য সবার আগে প্রয়োজন ‘সিপিআর’ দেওয়া। এই সিপিআর-র ব্যবহারে একজন সাধারন মানুষও বাঁচাতে পারেন এক মরণাপন্ন রোগীর জীবন।
কী ভাবে এই সিপিআর দিতে হয়?
একটি সতর্কতামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল চুঁচুড়া সদর মহাকুমা হাসপাতালে। হাসপাতালে সুপার পার্থ ত্রিপাঠি-সহ চিকিৎসক চিকিৎসা কর্মী ও সাধারণ মানুষরা অংশগ্রহণ করেন এই সতর্কতামূলক সেমিনারে। হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কী ভাবে একজন মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তোলা যায়।
advertisement
আরও পড়ুনঃ ছেলেবেলা কেটেছে ভিক্ষা করে, বর্তমানে সফল ব্যবসায়ী নন্দীগ্রামের এই ব্যক্তি, জানুন তাঁর তাক লাগানো সাফল্যের গল্প
এ প্রসঙ্গে চুঁচুড়া সদর হাসপাতালে সুপার পার্থ ত্রিপাঠি জানান, কার্ডিয়াক অ্যারেস্ট হলে ৩ থেকে ৫ মিনিটেরা সময় খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেই সময়ের উপরে নির্ভর করে রোগীর বাঁচা-মৃত্যু। সঠিক সময় সঠিক চিকিৎসা পেলে মরণাপন্ন রোগী মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসতে পারেন। তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ।
advertisement
শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা নয় একজন সাধারণ মানুষও বাঁচিয়ে তুলতে পারেন রোগীদের প্রাণ। সেই কথা মাথায় রেখেই এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল।
রাহী হালদার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 6:09 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cardiac Arrest: হৃদরোগে আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে পারবেন কীভাবে? প্রশিক্ষণ দিচ্ছেন চিকিৎসকরা