Corneal Transplantation: চক্ষুদান এবং কর্নিয়া প্রতিস্থাপন কতটা কার্যকর? আসল বিষয়টা শুনে নিন অপারেশনের আগে
- Published by:Rachana Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Corneal Transplantation: এই প্রসঙ্গে আলোচনা করছেন তামিলনাড়ুর তিরুচিরাপল্লির ম্যাক্সভিশন সুপারস্পেশালিটি আই হসপিটালের রিজিওনাল মেডিকেল ডিরেক্টর ডা. শিবু ভার্কে।
কলকাতা: চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাক্ষী হয়েছে অপথ্যালমোলজি। কারণ এই অগ্রগতির ফলে দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতার চিকিৎসায় এক আমূল বিপ্লব এসেছে। একাধিক অত্যাধুনিক প্রযুক্তি এবং কৌশলের মাধ্যমে কর্নিয়াল ব্লাইন্ডনেসে আক্রান্ত রোগীদের দৃষ্টিশক্তি সহজেই ফিরিয়ে দেওয়া যাচ্ছে। দ্বিবার্ষিক ‘আই ডোনেশন ফোর্টনাইট’ উদযাপনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য কর্নিয়া প্রতিস্থাপনের গুরুত্বের উপরে জোর দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে আলোচনা করছেন তামিলনাড়ুর তিরুচিরাপল্লির ম্যাক্সভিশন সুপারস্পেশালিটি আই হসপিটালের রিজিওনাল মেডিকেল ডিরেক্টর ডা. শিবু ভার্কে।

কর্নিয়াল ব্লাইন্ডনেসের জটিলতা:
advertisement
ডা. শিবু বলেন, “ক্যাটার্যাক্ট এবং রেটিনা সার্জারির স্পেশালিস্ট হিসেবে আমরা চোখের গঠনের মধ্যে থাকা জটিল পারস্পরিক ক্রিয়া বুঝতে পারি। সেই সঙ্গে দৃষ্টিশক্তির তীক্ষ্ণতার উপর এর গভীর প্রভাবও বুঝতে পারি আমরা। যেসব রোগী এই কর্নিয়াল ব্লাইন্ডনেসে আক্রান্ত, তাঁদের সেই সমস্যার জটিলতা সন্দেহাতীত ভাবে গভীর। সংক্রমণ, ক্ষত এবং ডিজেনারেটিভ ডিসঅর্ডারের মতো বিভিন্ন কারণে কর্নিয়াল ব্লাইন্ডনেসের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যা দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।”
advertisement
আরও পড়ুন- ১৭ বছর ধরে শাহরুখের বডি-ডাবল… দ্বৈত ভূমিকায় কামাল… জওয়ানের সাফল্যে আছে তাঁরও ভূমিকা! কে তিনি?
কিছু কিছু সময়ে কর্নিয়া প্রতিস্থাপনের মতো সার্জারির মাধ্যমে আশার আলো দেখা যায়। তবে কর্নিয়ার ডোনার বা দাতা পাওয়া অত্যন্ত সমস্যার বিষয়। চাহিদা এবং সরবরাহের মধ্যে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘আই ডোনেশন ফোর্টনাইট’।
advertisement
বৈজ্ঞানিক অগ্রগতি এবং মানবিক তত্ত্ব:
কর্নিয়ার প্রতিস্থাপন হল সূক্ষ্ম সার্জিক্যাল প্রক্রিয়া। এর জন্য প্রয়োজন হয় তুখোড় দক্ষতার। এই ‘আই ডোনেশন ফোর্টনাইট’-এর মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হয়। আসলে এই এক পক্ষকাল সময়ে মানুষকে চক্ষু দানের গুরুত্ব বোঝাতে এতত্রিত হয় চিকিৎসক মহল। সেই সঙ্গে সঠিক তথ্যও মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
advertisement
ক্লিনিক্যাল চ্যালেঞ্জ:
‘আই ডোনেশন ফোর্টনাইট’ কর্নিয়ার প্রতিস্থাপনের গুরুত্বের উপরেও জোর দিয়েছে। এটা চিকিৎসক মহলকে ক্লিনিক্যাল চ্যালেঞ্জ সম্পর্কেও অবগত করায়। ডা. শিবু বলেন যে, “একজন সিনিয়র ক্যাটার্যাক্ট এবং রেটিনা সার্জন হিসেবে কর্নিয়া প্রতিস্থাপনের রূপান্তরকারী শক্তিতে চাক্ষুষ করার সৌভাগ্য আমার হয়েছে। রোগীর চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পরে তাঁর আনন্দটাই থাকে দেখার মতো! এর জন্য আমি ডোনারদের ও তাঁদের পরিবারকে কুর্নিশ এবং কৃতজ্ঞতা জানাই। তাঁদের বদান্যতার কারণে শুধুমাত্র একজনের যে লাভ হচ্ছে, এমনটা নয়। এর পাশাপাশি সম্মিলিত ভাবে আমাদের সমাজের পরিকাঠামোও মজবুত হচ্ছে।”
advertisement
Written by: Upasana
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 8:48 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Corneal Transplantation: চক্ষুদান এবং কর্নিয়া প্রতিস্থাপন কতটা কার্যকর? আসল বিষয়টা শুনে নিন অপারেশনের আগে