Bollywood Gossip: ১৭ বছর ধরে শাহরুখের বডি-ডাবল... দ্বৈত ভূমিকায় কামাল... জওয়ানের সাফল্যে আছে তাঁরও ভূমিকা! কে তিনি?

Last Updated:

অ্যাকশন দৃশ্যের বেশিরভাগেই এই প্রশান্তকে ব্যবহার করেছেন পরিচালক অ্যাটলি। ১৭ বছর ধরে শাহরুখের বডি ডাবলের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

আজ জওয়ান মুক্তির পঞ্চম দিন। বলিউডের সিংহাসন যে শুধুই তাঁর, তা আরও একবার মনে করিয়ে দিলেন শাহরুখ খান। বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ঘরে ‘জওয়ান’। অভিনেতা শাহরিখ, পরিচালক অ্যাটলি ছাড়াও এই সাফল্যের পিছনে রয়েছে পুরো টিম। আর তার মধ্যে আছে এমন একজন যাকে কিন্তু অনেকেই চেনেন না।
advertisement
তিনি প্রশান্ত ওয়ালডে। অ্যাকশন দৃশ্যের বেশিরভাগেই এই প্রশান্তকে ব্যবহার করেছেন পরিচালক অ্যাটলি। ১৭ বছর ধরে শাহরুখের বডি ডাবলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সব হিট ছবির পিছনে তাঁর ভূমিকা অস্বীকার করা যায় না।
advertisement
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘জীবনে এই প্রথমবার প্রস্থেটিক মেকআপ করলাম। প্রায় এক মাস ধরে শুট করেছি।বয়স্ক সাজানো হয়েছিল যখন সেই লুক বা মেকআপ যাতে এক থাকে সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হতো। কখনও শাহরুখ ভাই আজাদের চরিত্র করতেন, কখনও বিক্রম রাঠোর। উল্টো চরিত্রটা আমি করতাম।’
advertisement
প্রশান্ত নাগপুরের বাসিন্দা। ওম শান্তি এম, ডন-২, চেন্নাই এক্সপ্রেস সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। শাহরুখের কথা বলার ধরন-ধাঁচ সবটাই আয়ত্ত্ব করে ফেলছেন তিনি। তাঁকে এই ভাবে দেখে অভ্যস্ত তাঁর পরিবার। আর জওয়ানের পরে তো যারপরনাই খুশি তারা।
সারা দেশ তো বটেই, বাংলাতেও চুটিয়ে ব্যবসা করছে ‘জওয়ান’। প্রথম দিনেই পশ্চিমবঙ্গ থেকে ৪ কোটি আয় হয়েছে ছবিটির। অনেক বাংলা ছবিরও লাইফটাইম আয়ের থেকে বেশি এই অঙ্ক। এ পর্যন্ত ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। শাহরুখ খানের ছবির জন্য শুধু সাধারণ দর্শক নয়, বলিউড ও টিভি তারকাদের মধ্যেও রয়েছে প্রচণ্ড উত্তেজনা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: ১৭ বছর ধরে শাহরুখের বডি-ডাবল... দ্বৈত ভূমিকায় কামাল... জওয়ানের সাফল্যে আছে তাঁরও ভূমিকা! কে তিনি?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement