Health Benefits of Hog Plum: সুস্থতার জাদুকাঠি! কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা, কোলেস্টেরল দূর করে এই ফল  

Last Updated:

Health Benefits of Hog Plum: ভেষজ গুণে ভরপুর এই ফল। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে কোলেস্টরলের মাত্রার ভারসাম্য রাখা, একাধিক শারীরিক ব্যাধিতে বিশেষভাবে উপযোগী টক মিষ্টি এই ফল

আমড়া ফল
আমড়া ফল
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: আমড়ার সাথে কমবেশি সকলে পরিচিত। মূলত সবজি হিসেবেই বাজার থেকে কিনে আনেন সকলে। তবে গ্রামীণ এলাকায় গাছ থেকে পেড়ে চাটনি কিংবা আচার করেন সাধারণ মানুষ। তবে জানেন কি এই আমড়ার গুণাগুণ কী রয়েছে? তা জানলে চমকে যাবেন।
গ্রামীণ এলাকায় রয়েছে একাধিক আমড়া গাছ। কেউ গিয়ে গাছ থেকে পেড়ে এনে রান্না কিংবা আচার তৈরি করে। নয়তো গাছের নীচে পড়ে নষ্ট হয় ফলগুলো।
তবে ভেষজ গুণে ভরপুর এই ফল। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে কোলেস্টেরলের মাত্রার ভারসাম্য রাখা, একাধিক শারীরিক ব্যাধিতে বিশেষভাবে উপযোগী টক মিষ্টি এই ফল। কাঁচা ফল টক বা টক-মিষ্টি হয়। তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি হয়ে যায়৷ ফলের বীজ কাঁটাযুক্ত৷ ৫-৭ বছরেই গাছ ফল দেয়৷ এই ফল কাঁচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়৷
advertisement
advertisement
এই ফল অগাস্ট মাসে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত৷ তবে এই ফলেই রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্ট-সহ নানা জৈব উপাদান। কেউ সবজি আবার কেউ ফল হিসেবে আমড়াকে ব্যবহার করলেও নানা রোগ প্রশমনে জুড়ি মেলা ভার। প্রতি ১০০ গ্রাম আমড়াতে ২০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন কমাতে এই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফলে অ্যান্টিঅক্সিড্যান্ট জাতীয় উপাদান থাকায় বার্ধক্য কমাতে সহায়তা করে। রক্তে কোলেস্টরেলের মাত্রা ঠিক রাখে আমড়া। প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে এই ফলের গুরুত্ব অপরিসীম। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে আমড়া।
advertisement
স্বাভাবিকভাবে শুধুমাত্র মুখে রুচি ফিরিয়ে আনা কিংবা আচার বা চাটনি হিসেবে খাওয়া নয়, এই ফলের গুণাবলী নানান রোগ উপশমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Hog Plum: সুস্থতার জাদুকাঠি! কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা, কোলেস্টেরল দূর করে এই ফল  
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement