অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? তা হলে এই খাবারগুলো ভুলেও খাবেন না

Last Updated:

অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? তা হলে এই খাবারগুলো ভুলেও খাবেন না

#কলকাতা:  অ্যান্টিবায়োটিক-এর কোর্স চলাকালীন কিছু সতর্কতা মেনে চলতে হয়। বিশেষ করে, নির্দিষ্ট কিছু খাবার ও পানীয় এড়িয়ে চলুন! নচেৎ, শরীরে মারাত্মক সাইড এফেক্টস দেখা দেয়!
খাবারের তালিকা থেকে বাদ দিন--
১) অ্যালোকহল! ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। ক্যাফেন রয়েছে এমন পানীয়ও খাওয়া চলবে না। যেমন কফি!
advertisement
২) অম্ল জাতীয় খাবার যেমন চকোলেট, বাদাম, টক ফল, টোম্যাটো খাবেন না।
৩) আঁশ জাতীয় খাবার! এই ধরনের খাবার পাকস্থলিতে খাবার শোষনের গতি কমিয়ে দেয়।
৪) অতিরক্ত মাত্রায় আয়রন রয়েছে, এমন খাবার খাবেন না। এগুলো শরীরে অ্যান্টিবায়োটিক শোষন বা অ্যাবসর্পসন-এর হার কমিয়ে দেয়।
advertisement
৫) দুগ্ধ জাতীয় খাবার নৈব নৈব চ। এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা অ্যান্টিবায়োটিক শোষনে বাধা দেয়। যদি একান্তই দুগ্ধজাতীয় খাবার খেতে চান, তা হলে দই খেতে পারেন। এতে প্রোবায়োটিক আছে, ফলে অ্যান্টিবায়োটিক-এর উপর কোনও প্রভাব ফেলে না!
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? তা হলে এই খাবারগুলো ভুলেও খাবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement