Hug Day 2022: আসছে জড়িয়ে ধরার দিন! আলিঙ্গন দিবসে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তাগুলি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Happy Hug Day: চলমান রোম্যান্টিক সপ্তাহের অর্থাৎ ভ্যালেন্টাইনস উইকের (Valentine’s Week) সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হল আলিঙ্গন দিবস (Hug Day 2022)।
#নয়াদিল্লি: জাদু কি ঝাপ্পি! মুন্নাভাই এমবিবিএসই সম্ভবত এক্কেবারে সঠিক নামে ডেকেছিলেন এই প্রকাশভঙ্গিমাটিকে। জড়িয়ে ধরলে (Hug Day 2022) সত্যিই ম্যাজিক হতে পারে মুহূর্তে। আবেগপূর্ণ উষ্ণ আলিঙ্গন শরীর মন একেবারে চাঙ্গা করে দেয়। ভালোবাসা এবং ভরসার অনুভূতিকে প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর কীই বা হতে পারে।
চলমান রোম্যান্টিক সপ্তাহের অর্থাৎ ভ্যালেন্টাইনস উইকের (Valentine’s Week) সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হল আলিঙ্গন দিবস (Hug Day 2022)। একে অপরকে ভালোবাসার কথা বলার জন্য, পাশে থাকার আশ্বাস দেওয়ার জন্য উষ্ণ আলিঙ্গন বিনিময় দিয়েই শ্রেষ্ঠরূপে পালিত হতে পারে আলিঙ্গন দিবস (Hug Day 2022)।তবে শুধুই কি আলিঙ্গন? ধরুন সঙ্গীর থেকে দূরে রয়েছেন আপনি, তাবলে কি জড়িয়ে ধরতে ইচ্ছা করে না? এখানে রইল কিছু আন্তরিক এবং উষ্ণ শুভেচ্ছাবার্তা এবং উদ্ধৃতি। নিজের প্রিয় মানুষকে পাঠাতে পারেন এই বার্তাগুলি।
advertisement
advertisement
১. ভিটামিনের মতো কাজ করে আলিঙ্গন। একটিবার জড়িয়ে ধরতে চাই প্রিয়, শুভ আলিঙ্গন দিবস (Hug Day 2022)!

২. আলিঙ্গন ঠিক যেন বুমেরাং – আলিঙ্গন করলে আলিঙ্গন ফেরতও আসে
advertisement
৩. এই দূরত্ব বেড়ে ওঠা বিশ্বে এসো একে অপরকে ভালোবাসায় ভরিয়ে রাখি। হাসি এবং উষ্ণ আলিঙ্গনে সব দূরত্ব ঘুচে যাক!
৪. বহু বহু যোজন দূর থেকে উষ্ণ আলিঙ্গন পাঠাচ্ছি। আজ জড়িয়ে ধরার উৎসব। তোমাকে এই দিনে বড় মনে পড়ে। শুভ আলিঙ্গন দিবস, প্রিয়!

advertisement
৫. আমার ভালোবাসাকে শব্দে প্রকাশ করতে পারিনা, তবে তোমাকে আঁকড়ে জড়িয়ে রাখতে তো পারি। আমাদের মাঝের এই উষ্ণতা আরও ছড়িয়ে পড়ুক। আলিঙ্গন দিবসের শুভেচ্ছা, প্রিয়!
৬. আলিঙ্গনের জন্য কোনও অর্থ লাগে না অথচ নিমেষে সব কষ্ট ভুলিয়ে দিতে পারে এর আবেগ। ভালোবাসা ছড়িয়ে যাক বিনামূল্যে!
৭. সারাজীবন আমি চাই তোমার কাছাকাছি থাকতে, তোমাকে জড়িয়ে রাখতে, হারাতে চাইনা এই বন্ধনটুকু।
advertisement

৮. জাদু কি ঝাপ্পি পাঠালাম, এত দূর থেকে এই উষ্ণতা ভেসে যাক, জড়িয়ে ধরুক তোমায়। সব কষ্টের মলম হয়ে যাক আমার এই আলিঙ্গন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 1:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hug Day 2022: আসছে জড়িয়ে ধরার দিন! আলিঙ্গন দিবসে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তাগুলি