#কলকাতা: একেই বলে হয়তো ফুটবল প্রেমী ৷ বরং বলা উচিত ইস্টবেঙ্গলের অন্ধভক্ত ! আর তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও ইস্টবেঙ্গল দলকে কাছ ছাড়া করলেন না নতুন বর ! তবে গোটা ঘটনাই ঘটল, বরের এক বন্ধুর উদ্যোগে ৷ ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷
ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যার শুরু অবশ্য তন্ময় রায়ের ফেসবুক ওয়াল ৷ তণ্ময় বাবুই তাঁর ফেসবুকে শেয়ার করেছেন একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে তন্ময় তাঁর নতুন বিবাহিত বন্ধুকে উপহার হিসেবে গলায় পরিয়ে দিচ্ছেন লাল-হলুর রঙের উত্তোরিয়৷
তবে এখানেই শেষ নয়, নতুন বরের হাতে তন্ময় ধরিয়ে দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফেস্টুনও ! কাণ্ড দেখে গোটা বিয়ে বাড়িতে হইচই ৷ অনেকে তো বলছেন এরকমটি আর কোনও বিয়ে বাড়িতেই দেখা যায়নি ৷
আর ভিডিও শেয়ার করে তন্ময় লিখলেন, ‘He was a leader, he always a leader.Joy Bangla, Joy EB Shourjya.’
দেখুন সেই ভিডিও---
ভিডিও সৌজন্যে: তন্ময় রায়ের ফেসবুক ওয়াল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Flag, Groom, Social Media, Viral, West bengal