শুভদৃষ্টির সময় সকলের সামনেই হবু স্ত্রী’কে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন বর! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

এই ভিডিওতে দেখা গেল শুভদৃষ্টি সেরে নিজেদের আর আটকে রাখতে পারলেন না বর-কনে ৷ নিমন্ত্রিত অতিথিদের সামনেই চুম্বন করলেন হবু স্ত্রীকে ৷

#কলকাতা: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদেরসকলের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে ।
এখন চলছে বিয়ে বাড়ির মরশুম ৷ আর বাঙালি বিয়ে মানেই সেখানে রয়েছে পুরোদস্তুর হাসি, মজা, হুল্লোড়... রয়েছে কিছু চমকও ৷ এমনই সমস্ত মজার কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়াপ দৌলতে নিমেষেই ভাইরাল হয়ে যায় ৷ পৌঁছে যায় মানুষের হাতের মুঠোয় ৷ এই ভিডিওতে তেমনই এক নিখাদ বাঙালি বিয়ের ছবি ফুটে উঠেছে ৷
advertisement
advertisement
বিয়ের অনুষ্ঠান শুরুর একেবারে প্রথমেই আসে শুভদৃষ্টি আর মালাবদল পর্ব ৷ পান পাতায় মুখে ঢেকে, পিঁড়িতে চড়ে মণ্ডপে আসেন পাত্রী ৷ এরপরেই দু’জোড়া চোখের মিলনে হয় শুভদৃষ্টির অনুষ্ঠান ৷ এই ভিডিওতে দেখা গেল শুভদৃষ্টি সেরে নিজেদের আর আটকে রাখতে পারলেন না বর-কনে ৷ বহু প্রতীক্ষিত সেই মুহূর্তে একে অপরের দিকে অপলক চে?য়ে রইলেন ৷ তারপর হবু স্ত্রী’কে সকলের সামনেই জড়য়ে ধরলেন পাত্র ৷ শুধু তাই নয়, সকলের সামনেই স্ত্রী’কে জাপটে ধরে তাঁকে চুম্বনও করলেন বরমশাই ৷ এমন মিষ্টি ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শুভদৃষ্টির সময় সকলের সামনেই হবু স্ত্রী’কে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন বর! তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement