Ginger in Weight Loss: মেদ ঝরিয়ে রোগা হয়ে যাবেন! শুধু আদা খেতে হবে এই জিনিসের সঙ্গে, এভাবে!

Last Updated:

Ginger in Weight Loss: জানেন কি আদার অন্যতম বৈশিষ্ট্য হল বাড়তি ও অবাঞ্ছিত মেদ ঝরিয়ে রোগা হতে সাহায্য করা

জানেন কি আদার অন্যতম বৈশিষ্ট্য হল বাড়তি ও অবাঞ্ছিত মেদ ঝরিয়ে রোগা হতে সাহায্য করা
জানেন কি আদার অন্যতম বৈশিষ্ট্য হল বাড়তি ও অবাঞ্ছিত মেদ ঝরিয়ে রোগা হতে সাহায্য করা
নানারকম ভেষজ গুণের জন্য শীতের ডায়েটে আদা রাখতেই হবে৷ কন্দজাতীয় এই সবজির উপকারিতার শেষ নেই৷ জানেন কি আদার অন্যতম বৈশিষ্ট্য হল বাড়তি ও অবাঞ্ছিত মেদ ঝরিয়ে রোগা হতে সাহায্য করা৷ এর কারণ হল লেবুতে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণাগুণ, যা আদার সঙ্গে মিলিত হয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে। কীভাবে রোগা হওয়ার জন্য আদা ব্যবহার করবেন, সে বিষয়ে বলেছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
হজমের উন্নতি এবং চর্বি কমানোর বিভিন্ন উপায় রয়েছে। এখানে পেটের চর্বি দূর করার সেরা রেসিপিটা দেওয়া হল।
আদা খাওয়ার সঠিক পদ্ধতি: ১ লিটার গরম জলে ১ টেবিল চামচ গ্রেট করা আদা, ৩ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সকালে খালি পেটে পান করতে হবে।
advertisement
advertisement
আদা চা: ২ কাপ জলে ১ চামচ গ্রেট করা আদা দিয়ে ফোটাতে হবে। তারপর জলটা ছেঁকে নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস এবং অল্প দারচিনি মিশিয়ে দুপুরের খাবার পর খেতে হবে। এতে পেট ফাঁপাও কমে যাবে।
আরও পড়ুন : ব্লাড প্রেশারের মহৌষধ এই ৫ খাবার! শীতে খেতেই হবে হাইপার টেনশনের রোগীদের
আদা ক্যান্ডি: একটি বড় বাটিতে ১ কাপ লেবুর রস, ১ টেবিল চামচ কালো মরিচ, ১ টেবিল চামচ আমচুর গুঁড়ো এবং স্বাদ মতো রক সল্ট মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আদাকে কিছুটা পুরু করে বা কিউব আকারে কেটে ওই মিশ্রণে ভিজিয়ে শুকোতে হবে রোদে। এবার সেগুলো লাঞ্চ বা ডিনারের পর মুখশুদ্ধির মতো ব্যবহার করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ginger in Weight Loss: মেদ ঝরিয়ে রোগা হয়ে যাবেন! শুধু আদা খেতে হবে এই জিনিসের সঙ্গে, এভাবে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement