Blood Pressure Control Tips: ব্লাড প্রেশারের মহৌষধ এই ৫ খাবার! শীতে খেতেই হবে হাইপার টেনশনের রোগীদের

Last Updated:

Blood Pressure Control Tips: কিছু খাবার প্রাকৃতিক ভাবেই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে

কিছু খাবার প্রাকৃতিক ভাবেই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে
কিছু খাবার প্রাকৃতিক ভাবেই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে
হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট বয়স বলে এখন আর কিছু হয় না৷ তরুণ প্রজন্মকেও নাজেহাল করে দিচ্ছে হাইপার টেনশন৷ মূলত জীবনযাত্রার কারণে এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য এই অসুখ বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে৷ তার থেকে দেখা দিতে পারে জটিলতাও৷ তবে কিছু খাবার প্রাকৃতিক ভাবেই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে৷ সংবাদমাধ্যমে বলেছেন পুষ্টিবিদ ডাক্তার মনোজ বিঠলানি৷
সবুজ শাকসবজি
নাইট্রেটস এবং অন্যান্য পুষ্টিগুণে ভরা সবুজ শাকসবজি উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে খুবই উপকারী৷ বিভিন্ন বিশেষজ্ঞের মতে, রোজ অন্তত এক কাপ সবুজ শাকসবজি খেতেই হবে৷ বাঁধাকপি, সবুজ সর্ষে, পালংশাকের মতো মরশুমি শাকসব্জি রাখুন ডায়েটে৷
advertisement
বেরিজাতীয় ফল
বেরিজাতীয় ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস, ফ্ল্যাভোনয়েডস আছে৷ তার ফলে রক্তপ্রবাহ উন্নত হয় শরীরে৷ কমে হাইপার টেনশনের ঝুঁকি৷ নাইট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকার ফলে রোজ কিছু পরিমাণ বেরিজাতীয় ফল ডায়েটে রাখলে ব্লাড প্রেশার বশে থাকবে৷
advertisement
বিটরুট
বিটরুট ডায়েটে থাকলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে৷ নাইট্রেটে ভরপুর বিটরুট স্যালাড, স্মুদি করে খেতে পারেন৷ বা কাঁচা অবস্থাতেও খেতে পারেন৷ গবেষণায় প্রকাশ, বিটের রস নাইট্রেট আর্টেরিয়াল হাইপার টেনশনের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে৷
advertisement
পটাশিয়ামে ভরা কলা সাহায্য করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে৷ স্মুদি, প্যানকেক বা ফ্রোজেন ডেজার্ট হিসেবে কলা খেতে পারেন৷
ওটস
বিশেষ ফাইবার বিটা গ্লুকান আছে ওটসে৷ যা হার্টের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷ ওটসের নানা উপাদান সাহায্য করে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে৷ বজায় রাখে হৃদযন্ত্রের সুস্বাস্থ্যও৷
হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ সব সময় নিতে হবে৷ নিয়ম মেনে খেতে হবে নির্ধারিত ওষুধ৷ সেইসঙ্গে খেয়াল রাখতে হবে ডায়েটেরও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blood Pressure Control Tips: ব্লাড প্রেশারের মহৌষধ এই ৫ খাবার! শীতে খেতেই হবে হাইপার টেনশনের রোগীদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement