Ghee Disadvantages: এই ধরনের মানুষদের জন্য ঘি মারাত্মক! এমন ভাবে শরীরের ক্ষতি করে তা মোটেই ভাবতে পারবেন না
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Ghee Disadvantages: সর্দি কাশি বা পেটের রোগ থাকলে কোনও ভাবেই ঘি খাওয়া উচিৎ নয়
যেকোনও খাদ্য খাবার জন্য সুবিধা ও অসুবিধা দুটোই হয়ে থাকে ৷ এই কারণেই শরীরে আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রভাব ফেলে যেমন শরীরে ঘি এর প্রভাবও এক এক রকমের হয়ে থাকে, সবার শরীরে ঘি সহ্য হবে এর কোনও অর্থ নেই ৷ এমনই এক গুরুতর বিষয় যা সব সময়েই মনে রাখতে হবে যে ঠিক কাদের ঘি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটা উচিৎ ৷
আরও পড়ুন: Skin Care Tips: ত্বকের হাজারও সমস্যায় জেরবার থাকেন মহিলারা, রইল সমাধানের নানা উপায়!
সেই সমস্ত মানুষদের ঘি থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিৎ যাঁরা যেকোনও প্রকারের পেটে অসুখে ভোগেন ৷ যাঁদের গ্যাস অম্বলের সমস্যা ঘি খেয়ে সামলাতে পারেন না তবুও ঘি খেলে শরীর খারাপ হতে পারে ৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ভাবেই ঘি খাওয়ার কথা না ভাবাই ভাল ৷ এছাড়াও সে ইসমস্ত মানুষদের ঘি খাওয়া উচিৎ নয় যাঁদের লিভার বা যকৃতের সমস্যা রয়েছে ৷
advertisement
আরও পড়ুন: Turmeric or Haldi : বাকি সব বাদ দিন, উজ্জ্বল ত্বকের জন্য হাতে হলুদ নিন
তাঁরাও ঘিয়ের থেকে সম দূরত্ব বজায় রাখতে পারেন ৷ লিভারে অনেক রকমের সমস্যা থাকে যা কোনও ভাবেই হজম করতে পারেন না তাঁরা ঘি-এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ৷ যাঁরা সর্দিকাশিতে সব সময়েই ভোগেন তাঁদেরও উচিৎ ঘি এর থেকে সমদূরত্ব বজায় রাখা ৷ ঘি খেলে শরীরে কফের মাত্রা বৃদ্ধি পায় ৷ শেষ পর্যন্ত বলা যেতে পারে যে সর্দিকাশি ও এই ধরনের শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ঘি না খাওয়া উচিৎ ৷
advertisement
advertisement
Disclaimer: এইগুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, এই ধরনের ব্যবহারিক প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2022 1:26 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ghee Disadvantages: এই ধরনের মানুষদের জন্য ঘি মারাত্মক! এমন ভাবে শরীরের ক্ষতি করে তা মোটেই ভাবতে পারবেন না