Ghee Disadvantages: এই ধরনের মানুষদের জন্য ঘি মারাত্মক! এমন ভাবে শরীরের ক্ষতি করে তা মোটেই ভাবতে পারবেন না

Last Updated:

Ghee Disadvantages: সর্দি কাশি বা পেটের রোগ থাকলে কোনও ভাবেই ঘি খাওয়া উচিৎ নয়

এছাড়া রয়েছে ঘি, মাত্র দুই চামচ ঘি মিশিয়ে দিলেই অতিরিক্ত নোনতা স্বাদ গায়েব হয়ে যায়। তাছাড়াও আপনি ক্রিম, কাজু পেস্ট, ছোলা ব্যাবহার করতে পারেন জুনের স্বাদ কমাতে। প্রতীকী ছবি।
এছাড়া রয়েছে ঘি, মাত্র দুই চামচ ঘি মিশিয়ে দিলেই অতিরিক্ত নোনতা স্বাদ গায়েব হয়ে যায়। তাছাড়াও আপনি ক্রিম, কাজু পেস্ট, ছোলা ব্যাবহার করতে পারেন জুনের স্বাদ কমাতে। প্রতীকী ছবি।
যেকোনও খাদ্য খাবার জন্য সুবিধা ও অসুবিধা দুটোই হয়ে থাকে ৷ এই কারণেই শরীরে আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রভাব ফেলে যেমন শরীরে ঘি এর প্রভাবও এক এক রকমের হয়ে থাকে, সবার শরীরে ঘি সহ্য হবে এর কোনও অর্থ নেই ৷ এমনই এক গুরুতর বিষয় যা সব সময়েই মনে রাখতে হবে যে ঠিক কাদের ঘি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটা উচিৎ ৷
আরও পড়ুন:  Skin Care Tips: ত্বকের হাজারও সমস্যায় জেরবার থাকেন মহিলারা, রইল সমাধানের নানা উপায়!
সেই সমস্ত মানুষদের ঘি থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিৎ যাঁরা যেকোনও প্রকারের পেটে অসুখে ভোগেন ৷ যাঁদের গ্যাস অম্বলের সমস্যা ঘি খেয়ে সামলাতে পারেন না তবুও ঘি খেলে শরীর খারাপ হতে পারে ৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ভাবেই ঘি খাওয়ার কথা না ভাবাই ভাল ৷ এছাড়াও সে ইসমস্ত মানুষদের ঘি খাওয়া উচিৎ নয় যাঁদের লিভার বা যকৃতের সমস্যা রয়েছে ৷
advertisement
আরও পড়ুন:  Turmeric or Haldi : বাকি সব বাদ দিন, উজ্জ্বল ত্বকের জন্য হাতে হলুদ নিন
তাঁরাও ঘিয়ের থেকে সম দূরত্ব বজায় রাখতে পারেন ৷ লিভারে অনেক রকমের সমস্যা থাকে যা কোনও ভাবেই হজম করতে পারেন না তাঁরা ঘি-এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ৷ যাঁরা সর্দিকাশিতে সব সময়েই ভোগেন তাঁদেরও উচিৎ ঘি এর থেকে সমদূরত্ব বজায় রাখা ৷ ঘি খেলে শরীরে কফের মাত্রা বৃদ্ধি পায় ৷ শেষ পর্যন্ত বলা যেতে পারে যে সর্দিকাশি ও এই ধরনের শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ঘি না খাওয়া উচিৎ ৷
advertisement
advertisement
Disclaimer: এইগুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, এই ধরনের ব্যবহারিক প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ghee Disadvantages: এই ধরনের মানুষদের জন্য ঘি মারাত্মক! এমন ভাবে শরীরের ক্ষতি করে তা মোটেই ভাবতে পারবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement