Gardening Tips: কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনতে হবে না! বাড়িতেই লিচু গাছে হবে বিরাট ফলন! নামমাত্র দাম, অল্প জায়গায় 'এইভাবে' চাষ করুন বোম্বাই লিচু
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
স্বল্প মূল্যে বাড়িতেই বসাতে পারবেন লিচু গাছ। তবে চিন্তার কোনও কারণ নেই, এই গাছ খুবই ছোট ।
পূর্ব বর্ধমান: ইতিমধ্যেই একটু একটু করে গরম পড়তে শুরু করেছে। আর কিছুদিন দিন পরেই শেষ হবে বসন্তের মরশুম। আর গরমকাল মানেই আম, জাম, কাঁঠাল-সহ আরও বেশ কিছু ফল। তবে গ্রীষ্মকালীন ফলের মধ্যে অন্যতম একটি ফল হল লিচু। কম বেশি অনেকেই আছেন যাঁরা লিচু খেতে ভালোবাসেন। গ্রীষ্মকালীন এই ফল রসালো এবং স্বাদে মিষ্টি হওয়ার কারণে অনেকেই খেতে বেশ পছন্দ করেন। তবে সাধারণত এই ফল কিনেই খেতে হয়। কিন্তু এবার আর লিচু কিনে খাওয়ার কোনও প্রয়োজন নেই।
স্বল্প মূল্যে বাড়িতেই বসাতে পারবেন লিচু গাছ। তবে চিন্তার কোনও কারণ নেই । সাধারণত সকলেই জানেন যে লিচু গাছ আকারে বেশ বড় হয়। কিন্তু এই প্রতিবেদনে যে লিচু গাছের কথা জানানো হবে সেই গাছ খুব বেশি বড় হবে না। বাড়িতে অল্প জায়গার মধ্যেই এই গাছ লাগানো যাবে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবারুন নার্সারিতে এই লিচু গাছ পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যে লিচু গাছ পাওয়া যাচ্ছে সেটা হল বোম্বাই এবং আতা বোম্বাই প্রজাতির লিচু গাছ। আগেকার দিনের মতবিশাল বড় আকারের এই গাছ হবেনা। মাঝারি আকারের এই গাছ হবে । ৮ ফুট উচ্চতার মধ্যে ভাল মানের লিচু পাওয়া যেতে পারে।
advertisement
এই লিচু গাছ খুবই কম টাকার মধ্যেই পাওয়া যাবে। নার্সারির কর্ণধারের কথায় ৩৫ টাকা , ৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দামের গাছও রয়েছে। কেউ যদি এখন এই গাছ কেনেন তাহলে খুব তাড়াতাড়িতাঁরা ফলন পাবেন। কারণ বর্তমানে গাছের মধ্যে ফুল ধরেই রয়েছে। গাছের উচ্চতা খুব বেশি হবে না। বাড়ির মধ্যে ছোট্ট বালতি, টব অথবা প্যাকেটের মধ্যেই এই গাছ লাগানো যাবে। তবে গাছ ছোট হলেও জানা গিয়েছে, এই লিচু গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী আরও বলেন, ৭/৮ ইঞ্চি প্যাকেটে এক গাছ এমনিতেই ভাল ফলন দেবে।
advertisement
advertisement
তবে যদি আরও একটু বড় প্যাকেটে লাগানো যায় তাহলে দারুণ ফলন পাওয়া যাবে এই গাছ থেকে। তবে সঠিক ভাবে পরিচর্যা করতে হবে।ইতিমধ্যেই বাজারে এই লিচু গাছের ব্যাপক চাহিদা বেড়েছে। কমবেশি অনেকেই এই গাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। উপহার দেওয়ার জন্যও অনেকে এখন এই লিচু গাছ বেশ পছন্দ করছেন। লিচু গাছ কেনার জন্য যোগাযোগ করতে পারেন 74781 59992 এই নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 10:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening Tips: কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনতে হবে না! বাড়িতেই লিচু গাছে হবে বিরাট ফলন! নামমাত্র দাম, অল্প জায়গায় 'এইভাবে' চাষ করুন বোম্বাই লিচু