Gardening: টাকা থাকলেও হাতে নেই সময়! পূরণ হচ্ছে না শখের বাগানের স্বপ্ন? এবার হবে সব মুশকিল আসান

Last Updated:

Gardening: এবার শখের বাগান তৈরি করতে পারেন আরও সহজে। অনেক সময় ইচ্ছে থাকলে তা পূরণের উপায় থাকে না। এইবার আপনি চাইলেই মিটবে আপনার শখের ছাদ বাগান বা বাড়ির ফাঁকা জায়গাতে সুন্দর ভাবে সাজানোর সুযোগ।

+
শখের

শখের বাগান

হাওড়া: এবার শখের বাগান তৈরি করতে পারেন আরও সহজে। অনেক সময় ইচ্ছে থাকলে তা পূরণের উপায় থাকে না। এইবার আপনি চাইলেই মিটবে আপনার শখের ছাদ বাগান বা বাড়ির ফাঁকা জায়গাতে সুন্দর ভাবে সাজানোর সুযোগ। হাতে কম সময় অল্প টাকা খরচে বাগান সাজানোর ইচ্ছে হবে পূরণ। এমনই সুযোগ করে দিচ্ছে হাওড়ার এই নার্সারি। যারা দিচ্ছে বাগান তৈরির কমপ্লিট প্যাকেজ। কয়েক হাজার টাকা খরচ করলেই মনের মত মিলবে বাগান।
ব্যস্ত সময়ে মনের ইচ্ছা থাকলেও অনেকে সময়ের অভাবে ছাদ বাগান বা বাড়ির ফাঁকা জায়গায় বাগান করতে পারেন না। এইবার তাঁদের জন্য মুশকিল আসান করল হাওড়ার এক নার্সারি। যেখানে কিছু টাকা খরচ করলেই মিলবে বাড়ি গিয়ে ফুল, ফল, সবজি গাছ দিয়ে সুন্দর করে বাগান তৈরী করে দেওয়ার স্বপ্ন। এমনই দিশা দেখাল হওড়ার এই নার্সারি। শুধু বাগান সাজিয়ে দিয়ে আসাই নয়, টাকা দিলে মিলবে পরবর্তী সময়ে গাছ রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও। এমনটাই জানালেন হাওড়ার এই নার্সারির মালিক শেখ নাজিম।
advertisement
১০০ স্কোয়ার ফিট জায়গায় বাগান সাজিয়ে দিয়ে আসার আনুমানিক খরচা ১০হাজার টাকা। স্কোয়ার ফিট অনুযায়ী বাড়বে বাগান সাজানোর খরচা। কোন গাছের কোন টব লাগবে,কেমন মাটি লাগবে, কতটা জল, কতটাই বা সার লাগবে সেই অনুযায়ী ফল, ফুল, সবজি গাছ দিয়ে পুরো জায়গা সাজিয়ে দেওয়া হয়। এমনকি বাগান করে দিয়ে আসার পর তা রক্ষণাবেক্ষণের জন্য মাসে ২-৩ দিন গিয়ে তাও করে দিয়ে আসবে এই নার্সারি। এমনকি বাড়িতে গাছের যত্ন যাতে ঠিকমতো হয় তার জন্য মালিরও সুবন্দোবস্থ রয়েছে এই নার্সারীর তরফ থেকে।
advertisement
advertisement
এমনকি গাছ মরে গেলে তার পরিবর্তে নতুন গাছ লাগিয়ে দিয়ে আসার দায়িত্বও এদের। শুধু তাই নয় ছাদে বাগানের জন্য এতে ছাদের কোনও ক্ষতি হবে না বলেও জানালেন তিনি। বর্তমানে ফল এবং ফুল গাছের বেশি চাহিদা রয়েছে। যেখানে বাড়ির ছাদে অথবা ফাঁকা জায়গায় আপনার বাগান তৈরির স্বপ্ন হতে চলেছে পূরণ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening: টাকা থাকলেও হাতে নেই সময়! পূরণ হচ্ছে না শখের বাগানের স্বপ্ন? এবার হবে সব মুশকিল আসান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement