Viral Food Shop: মাত্র ৭০ টাকায় দারুণ খাবারের কম্বো! জেলার এই দোকানে ভিড় বাড়ছে ক্রেতাদের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
এখানে অফারে মাত্র ৭০ টাকায় কম্বো অফারে ফ্রায়েড রাইস ও চিলিচিকেন দেওয়া হচ্ছে। যা সকলের ইতিমধ্যেই পছন্দ হতে শুরু করেছে। আরও কিছু খাবার আসতে চলেছে এই দোকানে পুজোর আগেই।
কোচবিহার: বাঙালি মানেই খাদ্য রসিক। আর এই তকমা বাঙালি কিন্তু এমনি পায়নি। বিভিন্ন ধরনের খাবার বাঙালির পছন্দের তালিকায় স্থান পেয়েছে। তাইতো বাঙালি পেয়েছে এই তকমা। তবে যদি একটু কম দামে ভাল মানের সুস্বাদু খাবার পাওয়া যায়। তবে বাঙালির মন অনেকটাই আনন্দে ভরে ওঠে। এবার জেলা কোচবিহারে এক নতুন খাবারের দোকান শুরু হল দুর্গা পুজোর আগেই। যেখানে এক বিশেষ খাবার ও আকর্ষণীয় অফার সকলের নজর আকর্ষণ করছে। আর এই খবার ও অফারের টানেই প্রতিনিয়িত ভিড় বাড়তে শুরু করেছে এই দোকানে।
দোকানের কর্নধার সপ্তর্ষি রায় জানান, “তাঁর এই দোকান শুরু করার চিন্তা মাথায় এসেছিল বেশ কিছুটা সময় আগে থেকে। তবে সঠিক জায়গা না পাওয়ার কারণে কিছুটা দেরিতে শুরু হল এই দোকান। তবে বর্তমানে এই দোকান জেলা সদর শহরের হেড পোস্ট অফিসের পাশেই শুরু করা হয়েছে। দোকানে একটি বিশেষ অফার রাখা হয়েছে সকলের জন্য। এই অফারে মাত্র ৭০ টাকায় কম্বো অফারে ফ্রায়েড রাইস ও চিলিচিকেন দেওয়া হচ্ছে। যা সকলের ইতিমধ্যেই পছন্দ হতে শুরু করেছে। আরও কিছু খাবার আসতে চলেছে এই দোকানে পুজোর আগেই।”
advertisement
advertisement
সপ্তর্ষি রায় আরও জানান, “পুজোর আগে বিভিন্ন ধরনের পরোটা, রুটি এবং চিকেনের আরও কিছু নতুন পদ শুরু হতে চলছে। তখন গ্রাহকদের আকর্ষণ আরও কিছুটা বেড়ে উঠবে। যদিও দোকানের দাম সকলের সাধ্যের মধ্যেই রাখা হবে। যাতে সমস্ত স্তরের মানুষেরা ভাল খাবারের স্বাদ উপভোগ করতে পারে।” দোকানের গ্রাহক রানা দাস জানান, “জেলার ভাল মানের খাবারের দোকান থাকলেও খাবারের দাম অনেকটাই বেশি রয়েছে সর্বত্র। তাই এই দোকানের প্রতি গ্রাহকদের আকর্ষণ বাড়ছে। তবে আগামীতে এই দোকানের খাবারের ভ্যারাইটি আরও বাড়লে গ্রাহকরা অনেকটাই খুশি হবে।”
advertisement
দুর্গাপুজোর আগে থেকেই যেভাবে কদর বেড়ে চলেছে এই খাবারের দোকানের। চলতি বছরের দুর্গা পুজোয় কম বাজেটে ভাল মানের খাবার যদি পেতে অনেকেই যাবেন এই দোকানে এটুকু নিশ্চিত। তবে শুধুই জেলার মানুষেরা নয়। জেলার বাইরের মানুষেরা যাঁরা ঘুরতে আসবেন জেলায় তাঁরাও ভিড় জমাবেন এই দোকানে দুর্গা পুজোর সময়।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 5:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Food Shop: মাত্র ৭০ টাকায় দারুণ খাবারের কম্বো! জেলার এই দোকানে ভিড় বাড়ছে ক্রেতাদের