Chicken: কী করে বুঝবেন ফ্রিজে রেখে দেওয়া মুরগির মাংস খারাপ হয়ে গিয়েছে? রইল জেনে নেওয়ার সহজ উপায়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How to know if the chicken you are about to eat has gone bad: মুরগি নষ্ট হয়ে গেলে, এর গঠন এবং স্বাদে পরিবর্তন হতে পারে যা অসুস্থতার কারণ হতে পারে।
#কলকাতা: গোটা বিশ্বের মানুষের কাছে মুরগির মাংস (Chicken) অত্যন্ত জনপ্রিয়। গ্রিলড হোক বা তন্দুরি এই মাংস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। কিন্তু এই পুষ্টিকর মাংস কাঁচা অবস্থায় ফ্রিজে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে? মুরগি নষ্ট হয়ে গেলে, এর গঠন এবং স্বাদে পরিবর্তন হতে পারে যা অসুস্থতার কারণ হতে পারে। জেনে নেওয়া যাক কীভাবে বোঝা যাবে যে মাংস আর ভক্ষণযোগ্য নেই (How to know if the chicken you are about to eat has gone bad)।
মুরগির রঙ
advertisement
প্যান্ট্রিতে থাকা কাঁচা মুরগি রান্না করার আগে, সর্বদা এর রঙ দেখে নিতে হবে। যদি কাঁচা মুরগির সাদা ফ্যাটি অংশ গোলাপি রঙের হয়, এর মানে মাংস টাটকা আছে। তবে, যদি মুরগির মাংসের রঙ ধূসর/সবুজ হয় এবং যদি চর্বিযুক্ত টুকরোগুলি হলুদ হয় তবে এর অর্থ মাংস নষ্ট হয়ে গিয়েছে এবং আর খাওয়া যাবে না। যদি মুরগির উপর কোন সাদাটে কোনও ছত্রাক দেখা যায় তাহলেও মাংস ফেলে দিতে হবে। রান্না করা মুরগি সবসময় সাদা রঙের হতে হবে। মুরগি কাটার পরে যেন সেখান থেকে পরিষ্কার রস বেরোয় এবং তাতে লাল রক্তের ছোঁয়া না থাকে। লাল রঙ দেখা দিলে বুঝতে হবে মাংস ভালো করে ধোয়া হয়নি। রান্না করা মুরগির রঙ গোলাপি হওয়ার অর্থ মাংস ভালভাবে রান্না করা হয়নি এবং এর থেকে সালমোনেলা সংক্রমণ হতে পারে।
advertisement
গঠন
মুরগির মাংস খারাপ হলে এর গঠনগত পরিবর্তন হয়। যদি মাংস স্পর্শ করলে আঠালো মনে হয় তাহলে এটি নিশ্চিত খারাপ হয়ে গিয়েছে। তাজা মুরগি চকচকে ও নরম হবে। রান্না করা মুরগির গঠনও হবে শক্ত ও ঘন।
advertisement
গন্ধ
যে কোনও খাদ্যবস্তুই পচে গেলে বাজে গন্ধ ছড়ায়। মুরগির মাংসও তার ব্যতিক্রম নয়। যদিও ফ্রিজে বরফ চাপা থাকলে সেই গন্ধ সহজে বোঝা যায় না। কিন্তু মাংস খারাপ হয়ে গেলে তার থেকে পচা ডিমের মতো গন্ধ বেরোয়।
advertisement
ছত্রাক
রান্না করা মাংসে ছত্রাক বা মোল্ড দেখা দেয়। কাঁচা মাংসে এটা খুব একটা দেখা যায় না।তবে রান্না করা মাংস থেকে ছত্রাক ছেঁচে বের করে দিলেও সেটা মাংসের মধ্যে ঢুকে যায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে। এরকম মাংস না খাওয়াই ভালো কারণ এর থেকে বিষক্রিয়া হতে পারে।
ব্যবহারের শেষ তারিখ
advertisement
প্যাকেটজাত কাঁচা মাংস কেনার সময় সেখানে মেয়াদ শেষ হওয়ার একটি তারিখ নির্দিষ্ট করে লেখা থাকে। সেই তারিখ মনে রাখতে হবে এবং মেয়াদ শেষ হয়ে গেলে অবশ্যই ফেলে দিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 7:49 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken: কী করে বুঝবেন ফ্রিজে রেখে দেওয়া মুরগির মাংস খারাপ হয়ে গিয়েছে? রইল জেনে নেওয়ার সহজ উপায়