মাংস খান না? চিন্তা নেই, এই খাবারগুলি খেলেও শরীরে পৌঁছতে পারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন!
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
শরীর গঠনে, পেশি মজবুত করতে ও শরীর সুস্থ রাখতে ভিটামিনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। A, C ও E এই তিনটি ভিটামিন শরীরে অ্যান্টি-অক্সিড্যান্টসের কাজ করে ও কোষে প্রোটিন জোগায়।
#কলকাতা: শরীর গঠনে, পেশি মজবুত করতে ও শরীর সুস্থ রাখতে ভিটামিনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। A, C ও E এই তিনটি ভিটামিন শরীরে অ্যান্টি-অক্সিড্যান্টসের কাজ করে ও কোষে প্রোটিন জোগায়।
থিয়ামিন (Thiamine বা B1), রাইবোফ্লাভিন (Riboflavin বা B2), নিয়াসিন (Niacin বা B3), প্যান্টোথেনিক অ্যাসিড (Pantothenic Acid বা B5), পাইরিডক্সিন (Pyridoxine বা B6), বায়োটিন (Biotin বা B7), ফোলেট (Folate বা B9), কায়ানোকোবালামিন (Cyanocobalamin বা B12)- এই আট ভিটামিন B-র গুরুত্ব অপরিসীম। মস্তিস্কের কর্মক্ষমতা বাড়ায় এই ভিটামিনগুলি। হার্ট ও নার্ভ ভালো রাখে। লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য় করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়াও এই ভিটামিনের পরিমাণ শরীরে ঠিক থাকলে গুড কোলেস্টেরলের মাত্রাও বাড়ে।
advertisement
এর মধ্যে কায়ানোকোবালামিন বা B12 পাওয়া যেতে পারে মাশরুম, সয়াবিন ও ইস্ট থেকে।
advertisement
ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায় মাছ, মাংস থেকে। কিন্তু যাঁরা এই খাবার খান না, তাঁরাও ভিটামিন পেতে পারেন সবজি, ফল ইত্যাদি থেকে।
সবজি
পালং শাপ বা ডিপ সবুজ রঙের যে কোনও শাকে ভিটামিন A, B ও C থাকে। এ ছাড়াও গাজর, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, কড়াইশুটি, মিষ্টি আলু, ক্যাপসিকাম, কুমড়োতেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে।
advertisement
ফল
কমলালেবু, মুসম্বি লেবু, পাতিলেবু বা আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে বা অ্যাসকরবিক অ্যাসিড থাকে। যা হাড় ও দাঁত মজবুত করে এবং পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ভিটামিন টক ফল ছাড়াও আনারস, পেয়ারা, আম, লিচু ও আপেলেও পাওয়া যায়।
শস্যদানা
চাল, গম, বার্লি, মিলেট ব্র্যানে এন্ডসপার্ম ও জার্ম ইনট্যাক্ট থাকে। যাতে ভিটামিন B, E, মিনারেলস ও ফাইবার থাকে প্রচুর পরিমাণে। ফলে এগুলি খেলেও শরীরে ভিটামিন সঞ্চার হতে পারে।
advertisement
ডাল
আমাদের দেশে সবরকম ডিশেই অল্প-বিস্তর ডালের ব্যবহার হয়ে থাকে। ডাল অনেক রাজ্যের মানুষেরই প্রধান খাবার। মুসুর ডাল, অরহর ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, মুগ ডাল- প্রত্যেকটিতেই ফোলেট, থিয়ামিন ও নাইসিন থাকে।
বাদাম
চিনা বাদাম, কাজু বাদাম, আখরোট, আমন্ড, পেস্তা-সহ প্রায় সব বাদামেই ভিটামিন থাকে। এর মধ্যে বেশ কয়েকটি ভিটামিন E ও ভিটামিন B-র প্রধান উৎসও।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2021 6:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাংস খান না? চিন্তা নেই, এই খাবারগুলি খেলেও শরীরে পৌঁছতে পারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন!