#কলকাতা : পুজোর অনেক আগেই শুরু হয়েছিল ফেস ক্যালেন্ডার ২০১৬-র সেরা ১২ বাছাইয়ের কাজ ৷ অবশেষে সেই খোঁজে ইতি পড়ল বৃহস্পতিবার ৷ স্যুইমস্যুট রাউন্ডের বাছাই করা ১৮ জন কন্টেস্টেন্টদের মধ্যে থেকেই সেরা ১২ জন-কে বেছে নিলেন নীল রায় অ্যান্ড কোম্পানি ৷
প্রাথমিক রাউন্ডের অডিশনে প্রায় ১৫০ জন প্রতিযোগীর মধ্যে ৩০ জনকে বেছে নিয়েছিল ফেস ৷ এই প্রতিযোগীদের নিয়েই শুরু হয়েছিল দু’সপ্তাহব্যাপী একটি রিয়্যালিটি শো ৷ সেখানে প্রথম থেকেই ছিল নানা চমক ৷ এসএমএস ভোটিং-এর মাধ্যমে বাড়তি আরও তিন কন্টেস্টেন্ট ওয়াইল্ড কার্ড হিসেবে সুযোগ পায় শো-তে ৷ ডান্স, অ্যাক্টিং, ফোটোশ্যুট, ফিটনেস সেশন, পুল সেশন কোনও কিছুই বাদ ছিল না গোটা গ্রুমিং পর্বে৷ টলিউডের নামী শিল্পীরাও যোগ দেন এই কন্টেস্টেন্টদের গ্রুমিং করাতে ৷
৩৩ জনের দল খুব তাড়াতাড়ি ২৬-এ গিয়ে দাঁড়ায় ৷ তারপর ১৮ ৷ এই বাছাই করা মডেলদের নিয়েই স্যুইমওয়্যার ফটোশুট করেন ফ্যাশন ফটোগ্রাফার কৌস্তভ সাইঁকিয়া ৷ সেখান থেকে শেষপর্যন্ত আরও ছ’জনকে এলিমিনেট করে ২০১৬ ক্যালেন্ডারের চূড়ান্ত ১২ জনকে পেয়ে যায় ফেস ৷ ফাইনালিস্টরা হলেন- লিডিয়া ওয়াল্টার্স, জ্যাস সরকার, মঞ্জুরি দে, পিয়ালি সাহা, পপি বেরা, শ্রেয়াস্রি ঘোষ, স্নেহা মিত্র, সুস্মিতা পাল, শুভশ্রী কর, তুষার সেন, গৌরব এবং আর্শি দে ৷ এই ১২ জনকে নিয়েই হবে ফেস ক্যালেন্ডার ২০১৬ ফটোশ্যুট ৷ এবছরের ক্যালেন্ডার এলিগেন্স এবং হটনেসের দিক থেকে গত দু’বছরকেও ছাপিয়ে যাবে বলে দাবি উদ্যোক্তাদের ৷ ফাইনালিস্টদের চিয়ার আপ করতে এদিন উপস্থিত ছিলেন টলিউড তারকা রুদ্রনীল ঘোষ৷ যাওয়ার আগে দিয়ে গেলেন কিছু মোক্ষম টিপসও ৷
Photographer- Kaustav Saikia
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fface, Indroneel Mukherjee, Kaustav Saikia, Neil Roy