ক্যালেন্ডারের সেরা ১২ ‘মুখ’ পেয়ে গেল ফেস

Last Updated:

পুজোর অনেক আগেই শুরু হয়েছিল ফেস ক্যালেন্ডার ২০১৬-র সেরা ১২ বাছাইয়ের কাজ ৷ অবশেষে সেই খোঁজে ইতি পড়ল বৃহস্পতিবার ৷ স্যুইমস্যুট রাউন্ডের বাছাই করা ১৮ জন কন্টেস্টেন্টদের মধ্যে থেকেই সেরা ১২ জন-কে বেছে নিলেন নীল রায় অ্যান্ড কোম্পানি ৷

#কলকাতা : পুজোর অনেক আগেই শুরু হয়েছিল ফেস ক্যালেন্ডার ২০১৬-র সেরা ১২ বাছাইয়ের কাজ ৷ অবশেষে সেই খোঁজে ইতি পড়ল বৃহস্পতিবার ৷ স্যুইমস্যুট রাউন্ডের বাছাই করা  ১৮ জন কন্টেস্টেন্টদের মধ্যে থেকেই সেরা ১২ জন-কে বেছে নিলেন নীল রায় অ্যান্ড কোম্পানি ৷
fface finalist
প্রাথমিক রাউন্ডের অডিশনে প্রায় ১৫০ জন প্রতিযোগীর মধ্যে ৩০ জনকে বেছে নিয়েছিল ফেস ৷ এই প্রতিযোগীদের নিয়েই শুরু হয়েছিল দু’সপ্তাহব্যাপী একটি রিয়্যালিটি শো ৷ সেখানে প্রথম থেকেই ছিল নানা চমক ৷ এসএমএস ভোটিং-এর মাধ্যমে বাড়তি আরও তিন কন্টেস্টেন্ট ওয়াইল্ড কার্ড হিসেবে সুযোগ পায় শো-তে ৷ ডান্স, অ্যাক্টিং, ফোটোশ্যুট, ফিটনেস সেশন, পুল সেশন কোনও কিছুই বাদ ছিল না গোটা গ্রুমিং পর্বে৷ টলিউডের নামী শিল্পীরাও যোগ দেন এই কন্টেস্টেন্টদের গ্রুমিং করাতে ৷
advertisement
advertisement
12279550_10153134527761922_686206234_o
12268438_10153134528911922_1387975990_o12250590_10153134527991922_1175921687_o
৩৩ জনের দল খুব তাড়াতাড়ি ২৬-এ গিয়ে দাঁড়ায় ৷ তারপর ১৮ ৷ এই বাছাই করা মডেলদের নিয়েই স্যুইমওয়্যার ফটোশুট করেন ফ্যাশন ফটোগ্রাফার কৌস্তভ সাইঁকিয়া ৷ সেখান থেকে শেষপর্যন্ত আরও ছ’জনকে এলিমিনেট করে  ২০১৬ ক্যালেন্ডারের চূড়ান্ত ১২ জনকে পেয়ে যায় ফেস ৷ ফাইনালিস্টরা হলেন- লিডিয়া ওয়াল্টার্স, জ্যাস সরকার, মঞ্জুরি দে, পিয়ালি সাহা, পপি বেরা, শ্রেয়াস্রি ঘোষ, স্নেহা মিত্র, সুস্মিতা পাল, শুভশ্রী কর, তুষার সেন, গৌরব  এবং আর্শি দে ৷  এই ১২ জনকে নিয়েই হবে ফেস ক্যালেন্ডার ২০১৬ ফটোশ্যুট ৷ এবছরের ক্যালেন্ডার এলিগেন্স এবং হটনেসের দিক থেকে গত দু’বছরকেও ছাপিয়ে যাবে বলে দাবি উদ্যোক্তাদের ৷ ফাইনালিস্টদের চিয়ার আপ করতে এদিন উপস্থিত ছিলেন টলিউড তারকা রুদ্রনীল ঘোষ৷ যাওয়ার আগে দিয়ে গেলেন কিছু মোক্ষম টিপসও ৷
advertisement
Photographer- Kaustav Saikia
12255779_10153137162126922_76015521_o
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্যালেন্ডারের সেরা ১২ ‘মুখ’ পেয়ে গেল ফেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement