Fashion tips : ওজন বেশি? ভারী চেহারা নিয়ে বিব্রত? এইভাবে সাজলেই হয়ে উঠবেন সকলের মধ্যমণি

Last Updated:

Fashion tips : কম উচ্চতার এবং মোটাসোটা বা কার্ভি হয়েও নিজেকে আকর্ষণীয় করে তোলা যায় কীভাবে, রইল তার হদিশ।

Plus size fashion
Plus size fashion
#নয়াদিল্লি: চেহারা যে ধরনেরই হোক না কেন, তা যেন পছন্দসই পোশাক পরার ক্ষেত্রে বাধা না হয়। কারণ প্রত্যেকেই নিজেদের মতো করে সুন্দর। তাই যে কোনও চেহারাতেই আমরা সকলের নজর কাড়তে পারি। কম উচ্চতার এবং মোটাসোটা বা কার্ভি হয়েও নিজেকে আকর্ষণীয় করে তোলা যায় কীভাবে, রইল তার হদিশ।
হিল: প্রায় দুই থেকে তিন ইঞ্চি হিল পড়লে আপাতদৃষ্টিতে পা লম্বা হয়। হিল কাফ প্রসারিত করে এবং কাফের পেশিকে জোরালো করে। তাছাড়া মানানসই হিল পড়লে পা-কে লম্বা, চর্বিহীন এবং সেক্সি দেখতে লাগে। তবে হিল পড়ে যেন পা ব্যথা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই এমন হিল জুতোতে খরচ করা উচিত যা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ হয়।
advertisement
মন জয় করতে ছোট স্কার্ট: হাঁটুর প্রায় দুই থেকে তিন ইঞ্চি উপরে ছোট স্কার্ট হল সঠিক দৈর্ঘ্যের পোশাক যা উরুকে আড়াল করতে পারে। স্বল্প দৈর্ঘ্যের স্কার্ট পরলে হয় তো পা একটু বেশি দেখা যাবে, কিন্তু এতে আপাতভাবে লম্বা দেখতে লাগবে। এইভাবে পা-কে আরও সরু এবং আকর্ষণীয় করে তোলা যায় অন্যের চোখে।
advertisement
advertisement
টেপারড ওয়েস্টলাইন: টেপারড ওয়েস্টলাইন সহ শার্ট এবং জ্যাকেট ব্যবহার করলে খুব ভালো দেখতে লাগবে। তবে এমন স্টাইল করলে চলবে না যাতে কোমর পুরোপুরি আড়াল হয়ে যায়। বরং এই স্টাইলকে এমনভাবে ফোকাস করতে হবে যা কোমরের উপর জোর দেবে, তাতেই কোমর ছিপছিপে দেখাবে।
advertisement
গাঢ় রঙ: ঘন গাঢ় রঙ সবসময়ে বোল্ড লুক দেয়। গাঢ় রঙ কার্ভের সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিতে পারে এবং সেক্ষেত্রে শরীরের বদলে মুখের দিকে নজর টেনে আনে। এছাড়াও, গাঢ় রঙের পোশাকে হালকা রঙের চেয়ে বেশি রোগা দেখায়।
advertisement
বুদ্ধি করে অ্যাক্সেসরিজ ব্যবহার: পোশাকের সঙ্গে মানানসই অ্যাক্সেসরিজ পরা খুবই গুরুত্বপূর্ণ। রোগা আকর্ষণীয় চেহারার জন্য নিতম্ব ঢাকতে পাতলা বেল্টের পরিবর্তে চওড়া বেল্ট ব্যবহার করতে হবে। পাতলা এবং ঝোলানো কানের দুল পরলে ঘাড় লম্বা দেখাবে। আবার চুল ছোট করে কাটলে মুখ আকর্ষণীয় হয়ে উঠবে এবং তা ঘাড়ও সরু দেখাতে সাহায্য করবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fashion tips : ওজন বেশি? ভারী চেহারা নিয়ে বিব্রত? এইভাবে সাজলেই হয়ে উঠবেন সকলের মধ্যমণি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement