Skin care : ঠোঁট কালচে হয়ে যাচ্ছে? নরম তুলতুলে ওষ্ঠ পেতে ভরসা রাখুন ঘরোয়া উপায়গুলির উপর
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Skin care : নানা দামের নানা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলেও ফল মিলছে না তেমন?
#নয়াদিল্লি: গোলাপি ঠোঁট কে না চায়! সুন্দর হাসির জন্যও দরকার সুন্দর ও মসৃণ ঠোঁট। কিন্তু আধুনিক জীবনযাপন পদ্ধতি, অতিরিক্ত রোদে ঠোঁট কালচে হয়ে যায়। আর্দ্রতা হারালেও ঠোঁট বিবর্ণ দেখায়। শুধু কী তাই, ত্বকের মতো ঠোঁটেও একই ভাবে সানবার্ন হয়। তাই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করা খুবই জরুরি। নিয়মিত ধূমপানের অভ্যাসও কালো ঠোঁটের একটা বড় কারণ। অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস থাকলে তা থেকেও ঠোঁটে হতে পারে কালচে দাগ।
বাজারে অবশ্য ঠোঁটের দাগ দূর করার নানা ওষুধ স্ক্রাব পাওয়া যায়। কিন্তু নানা দামের নানাকোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলেও ফল মিলছে না তেমন? ঠোঁটের কালচে দাগ দূর করে পুনরায় গোলাপি আভা ফিরিয়ে আনা যায় কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতির সাহায্যে। ঘরেই মিলবে এমন টুকিটাকি সামগ্রী ব্যবহার করে মিলবে সহজ সমাধান।
পাতিলেবু: লেবুর রস খুব ভাল ব্লিচিং উপাদান। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তাজা লেবুর রস দিয়ে ঠোঁটে ভাল করে মাসাজ করলে কালচে ভাব দূর হবে খুব সহজেই। তাছাড়া পাতলা এক টুকরো লেবুর উপরে খানিকটা চিনি ছড়িয়ে দিয়ে রোজ ঠোঁটে মালিশ করলেও ভালো ফল মেলে। চিনি এখানে স্ক্র্যাবারের কাজ করে। ঠোঁটের মরা চামড়াগুলোকে ঘষে তুলে দেয়। আর লেবু ঠোঁটের কালো হয়ে যাওয়া চামড়াকে উজ্জ্বল করে।
advertisement
advertisement
লেবু-মধু: এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেললেই হবে। লেবু ঠোঁটের কালচে ভাব কমাতে সাহায্য করে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে।
দুধ-হলুদ: কাঁচা হলুদ গায়ের পাশাপাশি ঠোঁটের রঙও উজ্জ্বল করে তুলতে সক্ষম। কাঁচা হলুদের রস আর দুধের সর একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে। যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ থাকুক। তার পর তুলে ধুয়ে নিলেই হবে।
advertisement
গোলাপজল: গোলাপ জল হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তুলোর বল তৈরি করে তাতে গোলাপজল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লাগাতে হবে। এতে ঠোঁটে রক্ত চলাচল বাড়বে এবং ঠোঁট বাড়তি যত্ন পাবে। ঠোঁটের দাগও দূর হবে।
অ্যালোভেরা: ঠোঁটের কালচে ভাব দূর করতে অ্যালোভেরা জেলের জুড়ি নেই। অ্যালোভেরা জেলের অনেক ঔষধি গুণ রয়েছে যা ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।
advertisement
নারকেল তেল: আঙুলের মাথায় একটু নারকেল তেল নিয়ে ঠোঁট ভিজিয়ে নিতে হবে। এতে যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, তা ঠোঁট আর্দ্র ও সবল রাখে।
শসা: অর্ধেক শসা ব্লেন্ড করে জুস তৈরি করতে হবে। তারপর তুলোর বল দিয়ে ওই জুস ঠোঁটে লাগাতে হবে। ওই ভাবে ২০ থেকে ৩০ মিনিট থাকুক। তারপর ভালো করে ধুয়ে ফেললেই হবে। শসার জুস আর্দ্র রাখার পাশাপাশি ঠোঁটে সতেজ ভাব এনে দিতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 8:06 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin care : ঠোঁট কালচে হয়ে যাচ্ছে? নরম তুলতুলে ওষ্ঠ পেতে ভরসা রাখুন ঘরোয়া উপায়গুলির উপর