ফুরফুরে আমেজ থাকুক পুজোর পোশাকে
Last Updated:
#কলকাতা: শেষ মুহূর্তের শপিং চলছে এই মুহূর্তে ৷ আর জাস্ট একটা সপ্তাহ পরেই দুর্গাপুজোর আনন্দে মাতবে সমস্ত বাঙালি ৷ পাটভাঙা শাড়ি, ধুতিতে সেজে যখন পুজো প্যান্ডেল মাতাবে তরুণ-তরুণীরা, তা কি মার্জার সরণী থেকে কোনও অংশে কম ? মোটেই না ৷ বরং বলা চলে দুর্গাপুজোর সময়টা বাঙালি নিজের কিংবা প্রিয়জনের জন্য সব চাইতে বিশেষ পোশাকটাই কেনে ৷ কিন্তু আগের বছরের পুজোর রেশ কাটতে না কাটতেই পরের বছরের ফ্যাশন ট্রেন্ড এক্কেবারে ধুয়ে মুছে সাফ ৷ আবার কখনও আবার ট্রেন্ডটা বয়ে চলে ৷
তবে গত কয়েক বছর ধরে তো আবহাওয়ার পরিবর্তন ঘটেছে ৷ আর সেই কারণে পোশাকেও এসেছে অনেক বদল ৷ রং থেকে শুরু করে কাট কিংবা মেটেরিয়ালে হয়েছে অনেক পার্থক্য ৷ নতুন নতুন ডিজাইন আসছে ৷ আসছেন নতুন ডিজাইনারাও ৷ পুজোর জন্য তাঁদের নতুন কালেকশন নিয়ে হাজির তাঁরা ৷ শুধু পুজোই নয়, অন্যান্য অনুষ্ঠান কিংবা পার্বণে তাঁদের ডিজাইনার পোশাক বেশ নজর কেড়েছে ৷ তবে পুজোটা তো একটু স্পেশ্যাল ৷ একটু অন্যভাবে নিজেকে সাজিয়ে নেওয়া, যাতে পুজোর মন্ডপে আপনার দিক থেকে চোখ সরানোটা জাস্ট মুশকিল হয়ে যায় ৷ আর তেমনই কিছু কালেকশন এনেছেন শুভজিৎ দে এবং রূপম ঘোষ ৷ জেনে নেওয়া যাক তাঁরা পুজোর ফ্যাশন নিয়ে কী টিপস দিচ্ছেন ৷
advertisement
শুভজিৎ দে (ফ্যাশন ডিজাইনার)
advertisement
এ বারের ট্রেন্ড হচ্ছে খুব সিম্পল সাজ ৷ আপনার সাজটা যেন বেশি ভারিক্কি না হয়ে যায় ৷ সাজটা এমন হওয়া উচিত,যাতে আপনি সাজলেন, কিন্তু আপনাকে অতোটা জবরজং না লাগে ৷ পোশাকের মধ্যে যেন একটা ব্যালান্স থাকে ৷ মোদ্দা কথা হল আপনার সাজটা এমন হওয়া জরুরি যাতে আপনি কমফর্টেবল অনুভব করেন ৷
advertisement
পুজোর সময় পোশাকের রং বাছাটাও ভীষণ গুরুত্বপূর্ণ ৷ এ বার পুজোতে ফ্যাশন ইন হল যে কোনও ফ্লুরোসেন্ট রং ৷ এছাড়া লাল, বেবি পিঙ্ক, লাইট অরেঞ্জ, ব্রাইট ব্লু ৷ তবে হ্যাঁ সফট কালারের পোশাকও আপনি অনায়াসেই বেছে নিতে পারেন ৷ যেমন ধরা পিচ, বাবল গাম পিঙ্ক, সফট পেল গ্রিন, আইস ব্লু., টারকোয়াইস ব্লু এই রংয়ের পোশাকও কিন্তু মন্ডপ মাতাবে ৷ পুজোতে সকালে দিকে হালকা সাজ তো চাই-ই ৷ তবে হ্যাঁ আপনি যদি রাতের বেলায় হালকা সাজই পছন্দ করেন, তবে একটু অ্যাক্সেসারিজের কথা মাথায় রাখুন ৷
advertisement
তবে হ্যাঁ সব কিছু একসঙ্গে না পরে, একটু সিগনেচার রাখার চেষ্টা করুন গয়নার ক্ষেত্রে ৷ হাইলাইট করার চেষ্টা করুন ৷ যেমন ধরা যাক, হাতটা ফাঁকা রেখে যদি যদি একটা সুন্দর আংটি কিংবা কানে একটা দুল পরা যায় ৷ হ্যান্ডিক্রাফট, ইন্ডিয়ান টেক্সটাইল কিন্ত ট্রেন্ডে রয়েছে ৷ ইন্দো-ওয়েস্টার্ন ব্যাপারটা বড্ড ইন ৷ কারও যদি মনে হয় টিপিক্যাল ইন্ডিয়ান পোশাক পরব না, সেক্ষেত্রে অনায়াসেই ইন্দো-ওয়েস্টার্ন বেছে নেওয়া যেতে পারে ৷ যাঁরা ওয়েস্টার্নই পরেন, তাঁদের বলব একটু ইন্দো-ওয়েস্টার্ন পরুন না এই পুজোতে ৷ ছেলেদের পোশাকের ক্ষেত্রে বলব, উপরে পাঞ্জাবির সঙ্গে চুড়ি পাজামা নয় অ্যাঙ্কেল লেংথ প্যান্টই বেশ ট্রেন্ডি ৷ আর ধুতি তো সবাই ক্যারি করতে পারেন না, যাঁরা পারেন তাঁরা অবশ্যই ধুতি পরুন ৷ আর যাঁরা পারেন না তাঁরা চিনোস পরুন ৷ আর মেয়েরা লং ড্রেস পরতে পারেন ৷ ম্যাক্সি ড্রেস ও পরতে পারেন ৷
advertisement
রূপম ঘোষ (ফ্যাশন ডিজাইনার)
এ বার ছোট থেকে বড়়, সবাই একটু অন্যভাবে সাজুন ৷ যাঁরা একটু বয়সে বড়, তাঁরা একটু সফট, লাইট ওয়েট পোশাক বেছে নিন ৷ দিনের বেলায় এক্বেবারে হালকা কোনও রংয়ের পোশাক আর রাতের দিকে বের হলে ইংলিশ শেডের পোশাক পরাই ভাল ৷
তবে তরুণ-তরুণীদের ক্ষেত্রে বলব, আপনারা সব ধরনের রংয়েরই পোশাক পরতে পারেন ৷ একটু মিক্সড অ্যান্ড ম্যাচ করে পোশাক ট্রাই করুন ৷ ধরা যাক ষষ্ঠী কিংবা সপ্তমী একটু ওয়েস্টার্ন পোশাক পরা যেতে পারে ৷ তবে বাঙালির কাছে অষ্টমীর দিনটা অন্যরকম একটা ফিল নিয়ে আসে, তো সেইদিনটা ইন্ডিয়ান পোশাকই বেছে নিন ৷
advertisement
সকালের দিকে সুতি কিংবা সিল্কের পোশাক বাছতে পারেন ৷ যা নাকি এই গরমেও আপনাকে একটা আরামদায়ক অনুভূতি জোগাবে ৷ আর সন্ধ্যার দিকে সাজটা একটু জমকালো হতে পারে ৷ তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে কমফর্ট কোসেন্টটা কোনওভাবেই যাতে বিঘ্নিত না হয় ৷
advertisement
এ বছরের পুজোতে পোশাকে বেশ কিছু নতুন ট্রেন্ড এসেছে ৷ ছেলেদের ক্ষেত্রে বলব, তাঁরা একটু আলাদা কাটের ফ্লোরাল প্রিন্টের শার্ট পরতে পারেন ৷ এছাড়া শার্টে একটু ভিন্ন ধরনের সেলাই, যা কিনা ভারতীয় অনুভূতির, সেই ধরনের পোশাক বেছে নেওয়া যেতেই পারে ৷
আর মেয়েরা সালওয়ার পরতে পারেন ৷ তবে সেক্ষেত্রে ঘেরটা যাতে একটু বেশি হয় ৷ এবং তাতে যেমন ইন্ডিয়ান এমব্রয়ডারি করা থাকে ৷ শাড়িও পরা যেতে পারে ৷ তবে চেষ্টা করবেন ব্লাউজে যেন একটু আলাদা কাট থাকে ৷
আজকাল ত্বকের রং তেমনভাবে কোনও ম্যাটার করে না ৷ আপনি কীভাবে আপনার পোশাকটা ক্যারি করছেন সেটাই গুরুত্বপূর্ণ ৷ আর আপনার সাজের ক্ষেত্রে বলব, আপনি শুধু ভাল পোশাক পরলেই হবেনা ৷ তার সঙ্গে একটু সুন্দর অ্যাক্সেসারাইজ করে নিতে হবে ৷ সুন্দর জুতো, মানানসই গয়না পরলে তবেই তো সাজে হবে কমপ্লিট ৷
ছবি : অনিত আধিকারী ও সব্যসাচী পাল ৷
মেকআপ ও হেয়ার: অনুপ দাস, রোহন দাস, মধু ছেত্রী ৷
মডেল: জিৎ বসু, শ্রীজি, অন্তরা রায়চৌধুরী, ইয়াভর আলি, তনুশ্রী, অঙ্কিতা সিং ও মনপ্রীত সিং ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2018 9:36 PM IST



