Facial Exercises: রোজ ৫ মিনিট, মুখের এই কয়েকটি ব্যায়ামেই ঝরবে মেদ, বাড়বে ত্বকের ঔজ্জ্বল্য

Last Updated:

Remove Facial Fat: চোখের চারপাশে বৃত্তাকার গতিতে আপনার মধ্যমা আঙুলটি ঘোরান কিন্তু ত্বক টানবেন না।

অতিরিক্ত কোনওকিছুই শরীরের পক্ষে ভাল নয়, অতিরিক্ত ব্য়ায়ামও তাই।
অতিরিক্ত কোনওকিছুই শরীরের পক্ষে ভাল নয়, অতিরিক্ত ব্য়ায়ামও তাই।
#নয়াদিল্লি: নিজেকে সুস্থ এবং ফিট রাখতে ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুই ঘাড়ের বা পেটের বা পায়ের ব্যায়ামই কি যথেষ্ট? আমরা প্রায়শই আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমাদের মুখের কথা ভুলেই যাই। মুখের ব্যায়াম (Facial Exercises) শুধুমাত্র মুখের চর্বি (Facial Fat) এবং ডাবল চিন (Double Chin) কমাতে সাহায্য করে না, আরাম দেওয়ার পাশাপাশি মুখ উজ্জ্বল করতেও সাহায্য করে ব্যায়াম। মুখের ব্যায়াম (Facial Exercises) মুখে রক্ত ​​সঞ্চালন নিয়ন্ত্রণে সাহায্য করে। দৈনন্দিন রুটিনে মুখের ব্যায়াম করার জন্য সময় নাও পেতে পারেন। কিন্তু খুব কাজের মধ্যে থাকাকালীনও পাঁচটা মিনিট বের করে কিছু সহজ এবং চটজলদি মুখের ব্যায়াম (Facial Exercises) করতেই পারেন।
চোখের ব্যায়াম
আপনার মুখ সোজা রেখে বসে শুরু করুন। আপনার তর্জনী এবং দুই হাতের মধ্যমা আঙুল নিজের চোখের উপর এমনভাবে রাখুন যেন আপনার চোখ আপনার আঙ্গুলের V আকারের মধ্যে দিয়ে উঁকি দিতে পারে। ভ্রুর মাঝখানে এবং চোখের কোণে চাপ দিন। চোখের চারপাশে বৃত্তাকার গতিতে আপনার মধ্যমা আঙুলটি ঘোরান কিন্তু ত্বক টানবেন না। চোখের কোণেও এর পুনরাবৃত্তি করুন। এক বা দুইবার এমন গোল করার পরেই চোখের চারপাশে চাপ অনুভব করবেন যার অর্থ আপনার পেশী (Facial Exercises) ধীরে ধীরে শিথিল হচ্ছে।
advertisement
advertisement
গালের হাড়ের ব্যায়াম
আপনার দুই বুড়ো আঙুল নিন এবং চিবুকের কোণ থেকে শুরু করুন। আপনার গালের পাশে চাপ দিয়ে আপনার বুড়ো আঙুলগুলিকে উপরের দিকে তুলুন। এটি আপনার ত্বককে টান টান করতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করবে।
advertisement
মুখের নিচের অংশের ব্যায়াম
আপনার ঠোঁট দিয়ে O করে মুখ খুলুন। চওড়া হাসি হাসুন এবং ঠোঁটকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনুন। আপনার চোয়াল, ঠোঁট এবং চিবুকের উপর চাপ দিয়ে বেশ কয়েকবার করুন। এটি আপনার চোয়াল বৃদ্ধিতে (Facial Exercises) সাহায্য করবে।
কপালের ব্যায়াম
আপনার দুই হাত মুঠো করুন এবং কপালে রাখুন। তারপর, ভিতরে থেকে বাইরে টানুন। এটি আপনাকে আপনার মনকে শান্ত করে এবং চাপ মুক্ত করে কপাল প্রসারিত করতে সাহায্য করে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Facial Exercises: রোজ ৫ মিনিট, মুখের এই কয়েকটি ব্যায়ামেই ঝরবে মেদ, বাড়বে ত্বকের ঔজ্জ্বল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement