Face packs of natural ingredients : ঘরোয়া উপকরণের ফেসপ্যাক, আপনার স্ক্রিন-ক্লান্ত ত্বককে দেবে পার্লারের জেল্লা

Last Updated:

Face packs of natural ingredients : জানেন কি বাড়িতে ঘরোয়া উপকরণ (natural ingredients) দিয়েও পার্লারের মতো জেল্লা পাওয়া যায়?

একটানা অনলাইন মিটিং এবং ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপের সামনে দীর্ঘ ক্ষণ ধরে কাজ—গত দেড় বছরেরও সময় ধরে এই রুটিনের মাশুল দিয়েছে আপনার ত্বক৷ ত্বককে ভাল রাখতে আমরা অনেক বারই বিউটি পার্লার, সালোঁতে হাজিরা দিই৷ কিন্তু জানেন কি বাড়িতে ঘরোয়া উপকরণ (natural ingredients) দিয়েও পার্লারের মতো জেল্লা পাওয়া যায়? এতে আপনার ত্বক দূরে থাকবে রাসায়নিক উপকরণ থেকে (salon like radiance)৷ আবার বাঁচবে আপনার খরচও৷ তাই, রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রূপটান অনুসরণ করুন৷ সকালে আপনার ত্বক হাসিমুখে থাকবে৷
গ্রিন টি-তে এমন উপাদান আছে, যার প্রভাবে সার্বিক স্বাস্থ্যের মতো ত্বকও উপকৃত হয়৷ ত্বকের বাড়তি তেল বার করে দিয়ে ত্বক প্রশমিত রাখে গ্রিন টি৷ একটা গ্রিন টি-র ব্যাগ নিয়ে ফুটন্ত জলে ফেলুন৷ ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে মেশান আলুর রস৷ তার পর কটন প্যাড বা কটন বল দিয়ে এই মিশ্রণ ভাল করে মেখে নিন মুখে৷ রাতে আপনার মুখে এই পরশ থাকুক৷ পরের দিন সকালে ভাল করে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
আরও পড়ুন : এই ফল ও সব্জিগুলির খোসা না ফেলে ব্যবহার করুন, উপকার পাবেন নানা দিকে
কাঁচা দুধ অতুলনীয় অ্যান্টি ট্যানার৷ হলুদের অ্যান্টি সেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বক উজ্জ্বল রাখে৷ একটি মিক্সিং পাত্রে দুধ ও হলুদ মেশান৷ এ বার আঙুলের ডগায় মিশ্রণটি মাখুন মুখে, ঘাড়ে ও গলায়৷ সারা রাত রাখার পর সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন৷ সপ্তাহে অনন্ত ৩ থেকে ৪ দিন এই নিয়ম মানুন৷
advertisement
advertisement
আরও পড়ুন : কুমড়োর বীজ ফেলে দেন? হারাচ্ছেন আপনার হৃদযন্ত্রের সুস্বাস্থ্য
এক চা চামচ ডেয়ারি ক্রিম নিন৷ তাতে মেশান চা চামচের এক চতুর্থাংশ ভর্তি লেবুর রস৷ এই মিশ্রণ রাতভর রাখুন মুখের ত্বকে৷ সকালে ঠান্ডা জলে ধুয়ে নিন৷ ক্রিমের ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে হাইড্রেট করে ৷ লেবুর ব্লিচিং গুণ ত্বক থেকে সবরকম দাগ মুছে দেয়৷
advertisement
আরও পড়ুন : প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস, কী ভাবে বানাতে হয় দারচিনি জল?
উজ্জ্বল ও টোনড ত্বকের জন্য টোম্যাটো খুবই কার্যকর৷ একটা মাঝাারি মাপের টোম্যাটোর সঙ্গে মেশান কিছুটা কাঁচা দুধ৷ দুধ ও টোম্যাটো মিশিয়ে একটা পেস্টও তৈরি করতে পারেন৷ সারা রাত এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখার পর সকালে ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Face packs of natural ingredients : ঘরোয়া উপকরণের ফেসপ্যাক, আপনার স্ক্রিন-ক্লান্ত ত্বককে দেবে পার্লারের জেল্লা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement