Face packs of natural ingredients : ঘরোয়া উপকরণের ফেসপ্যাক, আপনার স্ক্রিন-ক্লান্ত ত্বককে দেবে পার্লারের জেল্লা

Last Updated:

Face packs of natural ingredients : জানেন কি বাড়িতে ঘরোয়া উপকরণ (natural ingredients) দিয়েও পার্লারের মতো জেল্লা পাওয়া যায়?

একটানা অনলাইন মিটিং এবং ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপের সামনে দীর্ঘ ক্ষণ ধরে কাজ—গত দেড় বছরেরও সময় ধরে এই রুটিনের মাশুল দিয়েছে আপনার ত্বক৷ ত্বককে ভাল রাখতে আমরা অনেক বারই বিউটি পার্লার, সালোঁতে হাজিরা দিই৷ কিন্তু জানেন কি বাড়িতে ঘরোয়া উপকরণ (natural ingredients) দিয়েও পার্লারের মতো জেল্লা পাওয়া যায়? এতে আপনার ত্বক দূরে থাকবে রাসায়নিক উপকরণ থেকে (salon like radiance)৷ আবার বাঁচবে আপনার খরচও৷ তাই, রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রূপটান অনুসরণ করুন৷ সকালে আপনার ত্বক হাসিমুখে থাকবে৷
গ্রিন টি-তে এমন উপাদান আছে, যার প্রভাবে সার্বিক স্বাস্থ্যের মতো ত্বকও উপকৃত হয়৷ ত্বকের বাড়তি তেল বার করে দিয়ে ত্বক প্রশমিত রাখে গ্রিন টি৷ একটা গ্রিন টি-র ব্যাগ নিয়ে ফুটন্ত জলে ফেলুন৷ ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে মেশান আলুর রস৷ তার পর কটন প্যাড বা কটন বল দিয়ে এই মিশ্রণ ভাল করে মেখে নিন মুখে৷ রাতে আপনার মুখে এই পরশ থাকুক৷ পরের দিন সকালে ভাল করে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
আরও পড়ুন : এই ফল ও সব্জিগুলির খোসা না ফেলে ব্যবহার করুন, উপকার পাবেন নানা দিকে
কাঁচা দুধ অতুলনীয় অ্যান্টি ট্যানার৷ হলুদের অ্যান্টি সেপ্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বক উজ্জ্বল রাখে৷ একটি মিক্সিং পাত্রে দুধ ও হলুদ মেশান৷ এ বার আঙুলের ডগায় মিশ্রণটি মাখুন মুখে, ঘাড়ে ও গলায়৷ সারা রাত রাখার পর সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন৷ সপ্তাহে অনন্ত ৩ থেকে ৪ দিন এই নিয়ম মানুন৷
advertisement
advertisement
আরও পড়ুন : কুমড়োর বীজ ফেলে দেন? হারাচ্ছেন আপনার হৃদযন্ত্রের সুস্বাস্থ্য
এক চা চামচ ডেয়ারি ক্রিম নিন৷ তাতে মেশান চা চামচের এক চতুর্থাংশ ভর্তি লেবুর রস৷ এই মিশ্রণ রাতভর রাখুন মুখের ত্বকে৷ সকালে ঠান্ডা জলে ধুয়ে নিন৷ ক্রিমের ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে হাইড্রেট করে ৷ লেবুর ব্লিচিং গুণ ত্বক থেকে সবরকম দাগ মুছে দেয়৷
advertisement
আরও পড়ুন : প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস, কী ভাবে বানাতে হয় দারচিনি জল?
উজ্জ্বল ও টোনড ত্বকের জন্য টোম্যাটো খুবই কার্যকর৷ একটা মাঝাারি মাপের টোম্যাটোর সঙ্গে মেশান কিছুটা কাঁচা দুধ৷ দুধ ও টোম্যাটো মিশিয়ে একটা পেস্টও তৈরি করতে পারেন৷ সারা রাত এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখার পর সকালে ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Face packs of natural ingredients : ঘরোয়া উপকরণের ফেসপ্যাক, আপনার স্ক্রিন-ক্লান্ত ত্বককে দেবে পার্লারের জেল্লা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement