ফাটা গোড়ালিতে কষ্ট পাচ্ছেন? এই সহজ টিপসগুলো মানলেই হাতেনাতে আরাম
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Heels: গোড়ালি স্ক্রাব করলেই চামড়া ধীরে ধীরে নরম হতে শুরু করবে। ব্যথা কমবে, ফাটাও। এই স্ক্রাব বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
কলকাতা: শীতকাল মানেই ফাটা গোড়ালি। একেবারে ফেটেফুটে চৌচিড় অবস্থা। দেখতে বিশ্রী তো লাগেই, হাঁটতেও কষ্ট হয়। পা ফেললেই যেন ব্যথায় টাটিয়ে ওঠে। মরা চামড়ার আস্তরণ জমে জমে এমনটা হয়।
শীত চলে যেতে বসলেও ফাটা ভাব কিন্তু যাবে না। এর থেকে বাঁচতে নিয়মিত গোড়ালি পরিস্কার করতে হয়। একবার ফাটতে শুরু করলে মরা চামড়ার স্তর পরিস্কার করা ছাড়া অন্য পথ নেই। এটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে সহজ। গোড়ালি স্ক্রাব করলেই চামড়া ধীরে ধীরে নরম হতে শুরু করবে। ব্যথা কমবে, ফাটাও। এই স্ক্রাব বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
advertisement
advertisement
অ্যালো ভেরা এবং ওটস: এই স্ক্রাব তৈরি করতে লাগবে এক টেবিল চামচ অ্যালো ভেরা জেলা এবং ১ টেবিল চামচ ওটস পাউডার। রাতে শোওয়ার আগে এই স্ক্রাব ব্যবহার করা উচিত।
অ্যালো ভেরা জেলে ওটস পাউডার মিশিয়ে ৫ থেকে ৭ মিনিট পায়ের গোড়ালিতে স্ক্রাব করতে হবে। তারপর অন্তত আধঘণ্টা পা ডুবিয়ে রাখতে হবে গরম জলে। তারপর গোড়ালিতে পিউমিস স্টোন ঘষে নারকেল তেল লাগিয়ে বিছানায় উঠতে হবে।
advertisement
কাঁচা দুধ এবং কফি পাউডার: এই স্ক্রাব তৈরি করতে লাগবে ১ টেবিল চামচ কাঁচা দুধ এবং ১ টেবিল চামচ কফি পাইডার। কাঁচা দুধে কফি পাউডার মিশিয়ে গোড়ালি স্ক্রাব করতে হবে। তারপর পা ধুয়ে গোড়ালিতে লাগাতে হবে গরম বাদাম তেল। এটা নিয়মিত করলে গোড়ালির চামড়া নরম হবে। ফাটাও কমবে।
মধু এবং সরষে বীজ: ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ সরষে বীজ দিয়েই তৈরি হয়ে যাবে স্ক্রাব। প্রথমে মধুতে সরষের বীজ মিশিয়ে সেটা দিয়ে গোড়ালি পরিষ্কার করতে হবে। তারপর ১০ থেকে ১৫ মিনিট গরম জলে ডুবিয়ে রাখতে হবে পা। গরম জলে ১ চামচ নুন দিতে পারলে আরও ভাল। এবার গোড়ালি ভাল করে মুছে লাগাতে হবে পেট্রোলিয়াম জেলি। এটা নিয়মিত করলেই উপকার মিলবে।
advertisement
এই ঘরোয়া টোটকাগুলো একদিন লাগালে কিন্তু কোনও লাভ হবে না। হাতেনাতে ফল পেতে নিয়মিত ব্যবহার করতে হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 11:55 PM IST

