রাজকীয়ভাবে পুজোর একদিন কাটান ‘কলকাতা রাজবাড়ি’-তে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
দুর্গাপুজো বলে কথা একদিন বাঙালি খাবার না হলে চলে কখনও আর তা যদি হয় রাজকীয় ভাবে তাহলে পুজো জমে ক্ষীর। আর সেই স্বাদ অপনি পাবেন যতীন দাস রোডের ‘কলকাতা রাজবাড়ি’-তে। যেমন নাম, তেমনই রাজকীয় ভাবে সাজানো রেস্তোরাঁটি।
#কলকাতা: বাঙালি আর খাদ্যরসিক সমার্থক। আর বাঙালি পেটপুজো ছাড়া দুর্গাপুজো ভাবতেই পারেনা। ষষ্ঠী থেকে দশমী নতুন জামাকাপড়ের সঙ্গে বিভিন্ন রকম খাবার। দুর্গাপুজো বলে কথা একদিন বাঙালি খাবার না হলে চলে কখনও আর তা যদি হয় রাজকীয় ভাবে তাহলে পুজো জমে ক্ষীর। আর সেই স্বাদ অপনি পাবেন যতীন দাস রোডের ‘কলকাতা রাজবাড়ি’-তে। যেমন নাম, তেমনই রাজকীয় ভাবে সাজানো রেস্তোরাঁটি।
রাজবাড়ীতে ঘোরা, খাওয়া-দাওয়া হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে, তা মাথাই রেখেই ‘কলকাতা রাজবাড়ি’ নামটি নির্বাচন করা হয়েছে। এক বছরের পুরনো এই রেস্তোরাঁটি ঐতিহ্য এবং আধুনিকতার এক নিদারুণ উদাহরণ। প্রাচীনকালের মতো এখানেও আপনি মাটিতে বসে আপনার খাবার খেতে পারেন। খাঁটি বাংলা খাবারের সম্ভার নিয়ে পুজোর জন্য প্রস্তুত কলকাতা রাজবাড়ি। ২৫ রকমের আলাদা আলাদা পদ নিয়ে থাকবে এক পুজো স্পেশাল থালি। তাতে ডাল, তরকারি থেকে মাছ, মাংস এবং শেষ পাতে মিষ্টি কোনও কিছুর কমতি থাকবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় জমিয়ে খান 'দাদা বউদির বিরিয়ানি'! দামে আরাম, স্বাদে সেরা! রইল হদিশ
কোভিডের কারণে গত দুই বছর মানুষজন পুজোর সময় বাড়ির বাইরে যেতে পারেনি। কিন্তু এবার প্রস্তুতি চরমে। মালিক সুমিতা ঘোষের মতে, "আমাদেরও সমস্ত পরিকল্পনা তৈরি। আমরা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত।" তিনি আরও বলেন, "আমরা খুব শীঘ্রই প্রি-বুকিং চালু করব, যে কোনও অতিথি বুক করতে পারেন পুজোর জন্য" । সাধারণত এটির সময় দুপুর ১২.০০ টা থেকে রাত ১০.৩০ টা পর্যন্ত তবে পুজোর সময় রাত ১.০০ টা পর্যন্ত খোলা থাকবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 1:30 AM IST