রাজকীয়ভাবে পুজোর একদিন কাটান ‘কলকাতা রাজবাড়ি’-তে

Last Updated:

দুর্গাপুজো বলে কথা একদিন বাঙালি খাবার না হলে চলে কখনও আর তা যদি হয় রাজকীয় ভাবে তাহলে পুজো জমে ক্ষীর। আর সেই স্বাদ অপনি পাবেন যতীন দাস রোডের ‘কলকাতা রাজবাড়ি’-তে। যেমন নাম, তেমনই রাজকীয় ভাবে সাজানো রেস্তোরাঁটি।

রাজকীয়ভাবে পুজোর একদিন কাটান ‘কলকাতা রাজবাড়ি’-তে
রাজকীয়ভাবে পুজোর একদিন কাটান ‘কলকাতা রাজবাড়ি’-তে
#কলকাতা: বাঙালি আর খাদ্যরসিক সমার্থক। আর বাঙালি পেটপুজো ছাড়া দুর্গাপুজো ভাবতেই পারেনা। ষষ্ঠী থেকে দশমী নতুন জামাকাপড়ের সঙ্গে বিভিন্ন রকম খাবার। দুর্গাপুজো বলে কথা একদিন বাঙালি খাবার না হলে চলে কখনও আর তা যদি হয় রাজকীয় ভাবে তাহলে পুজো জমে ক্ষীর। আর সেই স্বাদ অপনি পাবেন যতীন দাস রোডের ‘কলকাতা রাজবাড়ি’-তে। যেমন নাম, তেমনই রাজকীয় ভাবে সাজানো রেস্তোরাঁটি।
রাজবাড়ীতে ঘোরা, খাওয়া-দাওয়া হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে, তা মাথাই রেখেই ‘কলকাতা রাজবাড়ি’ নামটি নির্বাচন করা হয়েছে। এক বছরের পুরনো এই রেস্তোরাঁটি ঐতিহ্য এবং আধুনিকতার এক নিদারুণ উদাহরণ। প্রাচীনকালের মতো এখানেও আপনি মাটিতে বসে আপনার খাবার খেতে পারেন। খাঁটি বাংলা খাবারের সম্ভার নিয়ে পুজোর জন‍্য প্রস্তুত কলকাতা রাজবাড়ি। ২৫ রকমের আলাদা আলাদা পদ নিয়ে থাকবে এক পুজো স্পেশাল থালি। তাতে ডাল, তরকারি থেকে মাছ, মাংস এবং শেষ পাতে মিষ্টি কোনও কিছুর কমতি থাকবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় জমিয়ে খান 'দাদা বউদির বিরিয়ানি'! দামে আরাম, স্বাদে সেরা! রইল হদিশ
কোভিডের কারণে গত দুই বছর মানুষজন পুজোর সময় বাড়ির বাইরে যেতে পারেনি। কিন্তু এবার প্রস্তুতি চরমে। মালিক সুমিতা ঘোষের মতে, "আমাদেরও সমস্ত পরিকল্পনা তৈরি। আমরা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত।" তিনি আরও বলেন, "আমরা খুব শীঘ্রই প্রি-বুকিং চালু করব, যে কোনও অতিথি বুক করতে পারেন পুজোর জন‍্য" । সাধারণত এটির সময় দুপুর ১২.০০ টা থেকে রাত ১০.৩০ টা পর্যন্ত তবে পুজোর সময়  রাত ১.০০ টা পর্যন্ত খোলা থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাজকীয়ভাবে পুজোর একদিন কাটান ‘কলকাতা রাজবাড়ি’-তে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement