Tips to clean gas stove: মশলার দাগ-সহ তেলচিটে গ্যাসের আভেন ও বার্নার সাফ করতে নাজেহাল? আপনার জন্য ঘরোয়া সমাধান

Last Updated:

আভেন পরিষ্কার থাকলে গ্যাসের খরচও নিয়ন্ত্রিত থাকে৷ তেলমশলার দাগছোপ লাগা আভেন পরিষ্কার করার জন্য ইল কিছু ঘরোয়া টিপস (Tips to clean gas stove)

মাইক্রোওয়েভ বা ইন্ডাকশন স্টোভ যতই আসুক না কেন, তারা কেউই গ্যাসের জায়গা নিতে পারেনি৷ ভারতীয় রসুইঘরে এখনও গ্যাসের মহিমা উজ্জ্বল৷ কিন্তু রকমারি রান্নার পর গ্যাসের আভেন পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ ৷ কারণ আভেন পরিষ্কার থাকলে গ্যাসের খরচও নিয়ন্ত্রিত থাকে৷ তেলমশলার দাগছোপ লাগা আভেন পরিষ্কার করার জন্য ইল কিছু ঘরোয়া টিপস (Tips to clean gas stove)-
বেকিং সোডা ও ডিশ সাবান-
একটা বাটিতে সম পরিমাণ বেকিং সোডা ও বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে রাখুন৷ একটু ফেনা হতেই সেই মিশ্রণ ঘণ্টাখানেক ভিজতে দিন৷ তার পর সেটা দিয়ে ভাল করে আভেন পরিষ্কার করে নিন৷
advertisement
advertisement
দাগ যতই কড়া হোক না কেন, তা উঠে যায় বেকিং সোডার কল্যাণে৷ লেবুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য৷ তার ফলে জীবাণুনাশক৷ দুই উপাদান একসঙ্গে মেশালে তেলচিটে দাগ সম্পূর্ণ তুলে ফেলে৷ এই মিশ্রণে গ্যাস আভেনের গায়ে দাগও লাগবে না৷ লেবুর টুকরোর উপরে বেকিং সোডা ছিটিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে নিন৷ তার পর ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন৷
advertisement
সাদা ভিনিগার এই কাজে অতুলনীয়৷ এক অংশ সাদা ভিনিগারের সঙ্গে দুই অংশ কলের জল মিশিয়ে নিন৷ এই মিশ্রণ দিয়ে আভেন পরিষ্কার করে নিন৷ সাদা ভিনিগারের অ্যাসিড অংশ সাফ করতে সাহায্য করে৷
advertisement
কোনও উপকরণ না থাকলে জলই আপনার ভরসা৷ সসপ্যানে জল গরম করে নিন৷ দাগ লেগে থাকা অংশের উপর এই উষ্ণ জল লাগিয়ে অপেক্ষা করুন কিছু ক্ষণ৷ স্পঞ্জের উপর লিকুইড সাবানের ফোঁটা দিয়ে মুছে নিন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips to clean gas stove: মশলার দাগ-সহ তেলচিটে গ্যাসের আভেন ও বার্নার সাফ করতে নাজেহাল? আপনার জন্য ঘরোয়া সমাধান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement