Tips to clean gas stove: মশলার দাগ-সহ তেলচিটে গ্যাসের আভেন ও বার্নার সাফ করতে নাজেহাল? আপনার জন্য ঘরোয়া সমাধান
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
আভেন পরিষ্কার থাকলে গ্যাসের খরচও নিয়ন্ত্রিত থাকে৷ তেলমশলার দাগছোপ লাগা আভেন পরিষ্কার করার জন্য ইল কিছু ঘরোয়া টিপস (Tips to clean gas stove)
মাইক্রোওয়েভ বা ইন্ডাকশন স্টোভ যতই আসুক না কেন, তারা কেউই গ্যাসের জায়গা নিতে পারেনি৷ ভারতীয় রসুইঘরে এখনও গ্যাসের মহিমা উজ্জ্বল৷ কিন্তু রকমারি রান্নার পর গ্যাসের আভেন পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ ৷ কারণ আভেন পরিষ্কার থাকলে গ্যাসের খরচও নিয়ন্ত্রিত থাকে৷ তেলমশলার দাগছোপ লাগা আভেন পরিষ্কার করার জন্য ইল কিছু ঘরোয়া টিপস (Tips to clean gas stove)-
বেকিং সোডা ও ডিশ সাবান-
একটা বাটিতে সম পরিমাণ বেকিং সোডা ও বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে রাখুন৷ একটু ফেনা হতেই সেই মিশ্রণ ঘণ্টাখানেক ভিজতে দিন৷ তার পর সেটা দিয়ে ভাল করে আভেন পরিষ্কার করে নিন৷
advertisement
আরও পড়ুুন : ছেলেমেয়ের জন্য বাড়িতেই রাঙিয়ে তুলুন বাসন্তী পাঞ্জাবী ও শাড়ি, রইল সহজ পদ্ধতি
লেবু ও বেকিং সোডা-
advertisement
দাগ যতই কড়া হোক না কেন, তা উঠে যায় বেকিং সোডার কল্যাণে৷ লেবুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য৷ তার ফলে জীবাণুনাশক৷ দুই উপাদান একসঙ্গে মেশালে তেলচিটে দাগ সম্পূর্ণ তুলে ফেলে৷ এই মিশ্রণে গ্যাস আভেনের গায়ে দাগও লাগবে না৷ লেবুর টুকরোর উপরে বেকিং সোডা ছিটিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে নিন৷ তার পর ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন৷
advertisement
আরও পড়ুুন : শারীরিক সম্পর্কের ইচ্ছে দিন দিন কমছে? এই কারণগুলি দায়ী নয় তো?
ভিনিগার-
সাদা ভিনিগার এই কাজে অতুলনীয়৷ এক অংশ সাদা ভিনিগারের সঙ্গে দুই অংশ কলের জল মিশিয়ে নিন৷ এই মিশ্রণ দিয়ে আভেন পরিষ্কার করে নিন৷ সাদা ভিনিগারের অ্যাসিড অংশ সাফ করতে সাহায্য করে৷
আরও পড়ুুন : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?
জল-
advertisement
কোনও উপকরণ না থাকলে জলই আপনার ভরসা৷ সসপ্যানে জল গরম করে নিন৷ দাগ লেগে থাকা অংশের উপর এই উষ্ণ জল লাগিয়ে অপেক্ষা করুন কিছু ক্ষণ৷ স্পঞ্জের উপর লিকুইড সাবানের ফোঁটা দিয়ে মুছে নিন৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 3:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips to clean gas stove: মশলার দাগ-সহ তেলচিটে গ্যাসের আভেন ও বার্নার সাফ করতে নাজেহাল? আপনার জন্য ঘরোয়া সমাধান