Chicken Chaap Recipe: যেতে হবে না দোকানে, বাড়িতেই নিমেষে বানান চিকেন চাপ, রইল সহজ রেসিপি

Last Updated:

Chicken Chaap Recipe: চিকেন চাপ! সহজ উপায়ে নিজে হাতে কিভাবে বানাতে পারেন চিকেন চাপ জেনে রাখুন সহজ রেসিপি

+
চিকেন

চিকেন চাপ

রাকেশ মাইতি, হাওড়া: চিকেন চাপ! হয়তো আপনি ও আপনার পরিবার সদস্যরা খেতে ভালবাসেন। কিন্তু কীভাবে সহজে চিকেন চাপ রান্না করা যায়, জানেন কি? জেনে রাখুন সহজ রেসিপি। চিকেন চাপ নাম শুনলেই জিভে জল আসে অনেকেরই। দুপুরে বা রাতের খাবারে বেশ জনপ্রিয় এই খাবার। বিরিয়ানি ভাত বা রুটির সঙ্গে মানাসই চিকেন চাপ। বর্তমান সময়ে চাহিদার কারণে প্রায় সর্বত্র হোটেল বা রেস্তরাঁয় চিকেন চাপ পাওয়া যায়।
অনুষ্ঠান বাড়িতেও এই পদের বেশ কদর রয়েছে। আসল কথা হল মানুষের পছন্দের খাবার এটি। অন্য পদের থেকে এই চিকেন চাপ সহজেই মন ভরিয়ে দেয় ছোট বড় সকলের। জনপ্রিয় চিকেন রেসিপি গুলির মধ্যে চিকেন চাপ অন্যতম। টক ঝাল মিষ্টি এবং দারুণ সুগন্ধের জন্যই এর জনপ্রিয়তা এত বেশি। বিশেষ করে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ-এর জুড়ি নেই।
advertisement
আরও পড়ুন : খাওয়ার পরই এই কাজ ভুলেও নয়! বাড়বে তলপেটের মেদ, কোলেস্টেরল ও ডায়াবেটিস
চিকেন চাপ কিভাবে তৈরি করবেন এবং কোন কোন জিনিস প্রয়োজন জেনে নিন। ৫০০ গ্রাম চিকেনের জন্য প্রয়োজন ৫০ গ্রাম কাজু, ২০ গ্রাম চারমগজ দানা, ১-২ চামচ পোস্ত, দারুচিনি, বড় এলাচ ১ টি খোলা বাদে, সামান্য জায়ফল, ছোট এলাচ ৪-৬ টি, ১ চামচ জিরে, ১ চামচ লঙ্কা গুঁড়ো, টক দই ১০০ গ্রাম, বেসন ৩-৪ চামচ, এক চামচ ঘি, পেঁয়াজ ২ টি ,আদা ১ চামচ, রসুন ১ চামচ, কাঁচালঙ্কা ২-৪ টি, তেল ৩-৪ চামচ, ঘি ১ চামচ, পরিমাণ মতো লবণ ও ১ চামচ চিনি।
advertisement
advertisement
প্রথমে তেলে একটু লাল করে মাংস ভেজে নিয়ে। এবার পাত্রে থাকা তেলে ঘি দিয়ে পেঁয়াজ আদা রসুন ও কাঁচালঙ্কা বাটা ভেজে নিন। তেল ছেড়ে এলে লবণ, চিনি দিন। এর পর এক এক করে বেসন, টকদুই, কাজু পোস্ত ও মগজ দানা বাটা দিয়ে ভাল করে ভেজে নিন। এর পর গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে ভাল করে মিশিয়ে। কিছু ক্ষণ পর জল দিয়ে ভাজা মাংস ঢেলে সিদ্ধ করুন। কিছুক্ষণ পর সুন্দর গন্ধ বার হলেই বুঝবেন, আপনার চিকেন চাপ তৈরি। এবার গরম গরম চিকেন চাপ পরিবেশন করুন ভাত রুটি বা বিরিয়ানির সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Chaap Recipe: যেতে হবে না দোকানে, বাড়িতেই নিমেষে বানান চিকেন চাপ, রইল সহজ রেসিপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement