Nasal Congestion for Newborns :সদ্যোজাত সন্তানের নাক বন্ধ সর্দিতে? রইল সহজ ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
তারা মুখ ফুটে বলতে অপারগ তাদের সমস্যার কথা৷ তাদের যোগাযোগের মাধ্যম শুধু কান্না৷ কীভাবে সমাধান করবেন তাদের বন্ধ নাকের সমস্যা (nasal congestion for newborns)?
শীতকালে নাক বন্ধ হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা৷ বড়দের হলে তাঁরা নিজেরাই সমস্যার সমাধানে ঘরোয়া টোটকার আশ্রয় নিতে পারেন৷ কিন্তু সমস্যা হয় সদ্যোজাতদের ক্ষেত্রে৷ তারা মুখ ফুটে বলতে অপারগ তাদের সমস্যার কথা৷ তাদের যোগাযোগের মাধ্যম শুধু কান্না৷ কীভাবে সমাধান করবেন তাদের বন্ধ নাকের সমস্যা (nasal congestion for newborns)? রইল কিছু ঘরোয়া উপায় (easy home remedies to open new born’s blocked nose)৷
তেল মালিশ-
যদি আপনার সদ্যোজাত সন্তানের নাক বন্ধ হয়ে থাকে, ওর নাকের চারপাশে হাল্কা হাতে সর্ষের তেল মালিশ করে দিন৷ এর ফলে মিউকাস শক্ত হতে সাহায্য করবে৷ বাচ্চার কপালে, নাকের কাছে, চিবুকে, বুকে ও পিঠে সর্ষের তেল মালিশ করে দিলে আরাম পাবে৷
advertisement
আরও পড়ুন : কাপড়ের মাস্ক পরছেন? কোভিডে সংক্রমিত হতে পারেন ২০ মিনিটে, বলছেন বিশেষজ্ঞরা
ব্রেস্ট ফিডিং-
advertisement
মায়ের স্তন্যদুগ্ধে যে অ্যান্টিবডি থাকে, তাতে বাচ্চার অনেক শারীরিক সমস্যা দূর হয়৷ এর ফলে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে৷ সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা জন্মায়৷ সর্দিকাশি বা নাক বন্ধ হয়ে পড়ার সমস্যায় বাচ্চাকে স্তন্যপান করাতে ভুলবেন না৷
আরও পড়ুন : ‘সাধারণ সর্দিকাশিতেও বাচ্চার সামনে মাস্ক পরে থাকুন’, মত শিশুরোগ বিশেষজ্ঞর
ক্যাঙারু থেরাপি-
advertisement
শীতকালে সদ্যোজাত সন্তানকে উষ্ণ রাখার সবথেকে সেরা উপায় হল ‘ক্যাঙারু থেরাপি’৷ মা ক্যাঙারু যেমন সব সময় তার সন্তানকে শরীরের ওমে জড়িয়ে রাখে, আপনিও সেভাবে রাখুন আপনার সন্তানকে৷ এর ফলে নাকে ও বুকে জমে থাকা মিউকাস শুকিয়ে যেতে শুরু করবে দ্রুত৷
আরও পড়ুন : রক্তে শর্করার মাত্রা ডেকে আনে মিসক্যারেজও, অন্তঃসত্ত্বা অবস্থায় সতর্ক থাকুন মধুমেহ আক্রান্তরা
বালিশে ইউক্যালিপ্টাস তেল-
advertisement
বন্ধ নাক খোলার ক্ষেত্রে ইউক্যালিপ্টাস গাছের তেল খুবই কার্যকরী৷ তবে শিশুর গায়ে নয়, এই তেলের কয়েক ফোঁটা দিন ওর বালিশে৷ তেলের গন্ধে নাক খুলে যেতে সাহায্য করবে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2022 4:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nasal Congestion for Newborns :সদ্যোজাত সন্তানের নাক বন্ধ সর্দিতে? রইল সহজ ঘরোয়া টোটকা