Egg Roll: ২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
এত বড়! সত্যি?' মনে আছে এই ব্যানার? লাল রঙের ব্যানারে সাদা কালি দিয়ে লেখা এই লাইন দুর্গাপুজোর আগে ছেয়ে গিয়েছিল এই রাজ্যের অলিতে গলিতে।বর্ধমানের খাদ্যরসিক মানুষের মুখে মুখে ফের শোনা যাচ্ছে বছর খানেক আগের ব্যানারে লেখা সেই ট্যাগলাইন এত বড়! সত্যি? কিন্তু এত বড় কি?
বর্ধমান, সায়নী সরকার: এত বড়! সত্যি? মনে আছে এই ট্যাগলাইন ও ব্যানার ব্যানার? লাল রঙের ব্যানারে সাদা কালি দিয়ে লেখা এই লাইন দুর্গাপুজোর আগে ছেয়ে গিয়েছিল এই রাজ্যের অলিতে গলিতে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা গড়ে চমক দিয়েছিল কলকাতার একটি ক্লাব,যা দেখতে উপচে পড়েছিল জনতার ভিড়। বর্ধমানের খাদ্যরসিক মানুষের মুখে মুখে ফের শোনা যাচ্ছে বছর খানেক আগের ব্যানারে লেখা সেই ট্যাগলাইন এত বড়! সত্যি? কিন্তু এত বড় কী? জানলে অবাক হবেন আপনিও। বর্ধমানে মিলছে ২ ফুটের এগরোল। তাও একেবারে পকেট ফ্রেন্ডলি দামে।আর এত বড় এগরোল দেখে অবাক সকলেই।
আরও পড়ুনঃ শীতে কোথাও বুকিং পাচ্ছেন না? ঘুরে আসুন এই জায়গায়! প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে, খরচও সাধ্যের মধ্যে
২ ফুট লম্বা এগরোল চেখে দেখেছেন কখনও?তাও মাত্র ৫০ টাকায়। যা খেতে ভিড় জমাচ্ছেন খাদ্য রসিকরা কিন্তু এই রোল একা খেয়ে শেষ করতে পারবেন না আপনিও। ভাবছেন তো কোথায় পাবেন এই রোল ? বর্ধমান শহরের শ্রীপল্লী এলাকায় পিসিমনির হোটেল এন্ড রেস্টুরেন্ট,আর এখানেই মিলছে ২ ফুটের এগরোল। আর শুধু এগরোলই নয় এখানে আপনি পাবেন দু-ফুট লম্বা ডবল ডিমের রোল, এগ চিকেন রোল, পনির রোলও। পাশাপাশি রোল নয় দুপুরের খাবারের থালিতেও রয়েছে বিশেষত্ব চিকেন থালি,মটন থালি,মাছ থালি মিলছে মাত্র ৬০ টাকায়। দোকান মালিক সারথি দত্ত বলেন, সকলের কথা চিন্তা করি এই রোল বানান। এখানের একটা রোল নিয়ে দুজন মিলে খেতে পারবে। আগে এগ রোলের দাম ৪০ টাকা ছিল ডিমের দাম বাড়ায় ৫০ টাকা করতে হয়েছে।
advertisement
advertisement
আর এই দু-ফুট লম্বা রোল খেতে এখন পিসিমণির হোটেল এন্ড রেস্টুরেন্ট ভিড় জমাচ্ছেন বর্ধমানবাসী। ক্রেতা বলেন, অন্যান্য দোকানে থেকে এই রোলের টেস্টও ভাল আবার একই দামে বড় রোল পাওয়া যাচ্ছে। তাই এই দোকানে আসা। তাই আর দেরি কীসের? এবার আপনার খাদ্যরসিক বন্ধুটিকে দিন দু-ফুট লম্বা রোল খাওয়ার চ্যালেঞ্জ। কে আগে একা শেষ করতে পারে এই ২ ফুটের রোল!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 8:55 PM IST
