North Bengal Trip: ডুয়ার্সের এই জায়গায় গেলে কোথাও ‌যেতে মন চায় না! পুজোর আগে পর্যটকদের জন্য আরও সাজছে

Last Updated:

Durga Puja 2024 Trip: ডুয়ার্সে পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা হিসেবে মানা হয় মূর্তি পর্যটন কেন্দ্রকে। পাহাড় জঙ্গল মিলে এক অসাধারণ পরিবেশ। জলপাইগুড়ির লাটাগুড়ি তথা গরুমারা জঙ্গল থেকে কিছুটা এগিয়ে গেলেই পাহাড় থেকে নেমে আসা সেই মূর্তি নদীর জল মানুষকে মুগ্ধ করে তোলে।

+
উত্তর

উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন‍্যদিকে, ইসলামপুর মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত থেকে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা জেলায় ২৫ ডিগ্রি।

জলপাইগুড়ি: ভ্রমণবিলাসীদের জন্যে নয়া আকর্ষণ! জনপ্রিয় ভিউ স্পট মূর্তিতে তৈরি হবে পার্ক! এ বার পর্যটন মানচিত্রে আরও একটি পালক যুক্ত হতে চলেছে ডুয়ার্সে। এমনই মন ভাল করা ইঙ্গিত মিলল বন দফতরের তরফে। ডুয়ার্সের মূর্তি নদী চেনেন না এমন মানুষ নেই। ডুয়ার্সে বেড়াতে এলে বন, জঙ্গল, পাহাড়ের সঙ্গে পর্যটকদের মন কাড়ে মূর্তি নদীর অসাধারণ সৌন্দর্য। পাহাড় থেকে নেনে আসা খরস্রোতা নদী মূর্তি।
ছোট্ট ছোট্ট নুড়ি, পাথরে ভরা নদী খাতের মধ্য দিয়ে বয়ে যায় ঠান্ডা, শীতল জল। অন্যদিকে, চোখে পড়ে পাহাড় চূড়া আর পরিযায়ী পাখিদের আনাগোনা, কোলাহল। মন মাতানো প্রকৃতির মাঝে শান্তির রসদ খুঁজতে ডুয়ার্সবাসীর পাশাপাশি দূরদূরান্তের মানুষ এসে ভিড় করেন। এবার এই মূর্তি আরও সেজে উঠবে বলেই জানালেন বন বিভাগের ডিএফও।
আরও পড়ুনঃ কালিম্পং বারে বারে গেলেও এই জায়গাটি মিস করেছেন? ঘুরে আসুন এই জায়গায়, মুগ্ধতা ঘিরে ধরবে
ডুয়ার্সে পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা হিসেবে মানা হয় মূর্তি পর্যটন কেন্দ্রকে। পাহাড় জঙ্গল মিলে এক অসাধারণ পরিবেশ। জলপাইগুড়ির লাটাগুড়ি তথা গরুমারা জঙ্গল থেকে কিছুটা এগিয়ে গেলেই পাহাড় থেকে নেমে আসা সেই মূর্তি নদীর জল মানুষকে মুগ্ধ করে তোলে। এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা আরও বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে পার্কের ব্যবস্থা করা হবে এমনটাই আভাস দিল বনদফতরের ডিএফও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হোমস্টের ঘরে বসেই স্বর্গসুখ, ঘুরে আসুন ঘরের কাছের ‘এই’ গ্রামে, আজীবন মনে থেকে যাবে
এ প্রসঙ্গে তিনি বলেন, মূর্তিতে গিয়ে পর্যটকরা যদি সুন্দর একটি পার্কে সময় কাটানোর সুবিধা পায় তা হলে এখানে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে। তার সঙ্গে বাড়বে এখানকার পর্যটন ব্যবসায়ীদের ব্যবসা। সারা বছরই মূর্তিতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তাই এখানে পার্কের ব্যবস্থা থাকলে পর্যটন কেন্দ্র হিসেবেও অনন্য মাত্রা পাবে মূর্তি।
advertisement
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: ডুয়ার্সের এই জায়গায় গেলে কোথাও ‌যেতে মন চায় না! পুজোর আগে পর্যটকদের জন্য আরও সাজছে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement